Sunday, June 26, 2011

Blogging Tips: ব্লগিং এর প্রশ্ন-উত্তর

যারা ব্লগিংএ নতুন, ব্লগার হতে আগ্রহী তাদের হোষ্টিং বিষয়ে সবসময়ই কিছু সাধারন প্রশ্ন থাকে। এখানে কিছু প্রশ্ন এবং তার উত্তর উল্লেখ করা হচ্ছে।
Wordpress, Blogger, MySpace, Xanga এর মত ব্লগ কিংবা কম্যুনিটি ব্লগ কেন ব্যবহার করব ?
ভাল দিক
.          এগুলি তৈরী এবং ব্যবহার খুব সহজ। নিজস্ব সাইট তৈরী, সফটঅয়্যার ইনষ্টল করা, আপলোড করা ইত্যাদি কিছুই করতে হয় না। সরাসরি তাদের সাইটে নাম লিখিয়ে ব্লগ তৈরী করা যায়।
.          নতুন ব্লগারদের ব্যবহার উপযোগি এবং সহজ। ব্লগিং কাজে সহায়তা এবং পরামর্শ দেয়ার জন্য তাদের সবধরনের ব্যবস্থা রয়েছে।
.          এগুলি বিনামুল্যের। ডোমেন নেম, হোষ্টিং এর জন্য কোন খরচ নেই।
মন্দ দিক
.          ব্লগকে নিজের মত করার সবধরনের সুবিধে বা স্বাধিনতা নেই।
.          সাইটের এড্রেসের সাথে সবসময়ই তাদের নাম থাকে।
.          সাইটগুলি দেখতে প্রফেশনাল ব্লগের মত হয় না।

কেন ব্লগের জন্য নিজস্ব হোষ্টিং ব্যবহার করব
ভাল দিক
.          ব্লগকে নিজের পছন্দমত করার সবধরনের স্বাধীনতা রয়েছে।
.          নিজের পছন্দমত ডোমেন নেম ব্যবহার করা যায়।
.          নিজের পছন্দমত ডিজাইন ব্যবহার করা যায়।
.          যতটা প্রয়োজন ততটা যায়গা ভাড়া করে ব্যবহার করা যায়।
মন্দ দিক
.          ব্লগ তৈরীর বিষয় কিছুটা জটিল
.          আপডেট করার কাজটি তুলনামুলক কঠিন।
.          ব্লগের তথ্য জানার কাজগুলি নিজে করে নিতে হয়।
.          অর্থ ব্যয় করতে হয়।

আপনি কোন ধরনের ব্লগ ব্যবস্থা ব্যবহার করবেন সেটা নির্ভর করে ব্লগের বিষয়, ব্লগ তৈরীর উদ্দেশ্য, টার্গেট ভিজিটর ইত্যাদি সবকিছুর ওপর। ব্যক্তিগত ব্লগের জন্য বিনামুল্যের ব্যবস্থা যথেষ্ট হতে পারে, ব্যবসায়িক ব্লগের জন্য নিজের হোষ্টিং ব্যবস্থা বেশি সুবিধেজনক।

No comments:

Post a Comment