Sunday, August 7, 2011

ফটোশপে ফিল্টার ব্যবহার

ফটোশপে ডিজাইনের সময় কোন ইমেজে স্পেশাল ইফেক্ট ব্যবহার করতে চান। ফটোশপের সাথেই রয়েছে অনেকগুলি ইফেক্ট। নানাভাবে ব্যবহার করে লক্ষ লক্ষ ধরনের ভিন্নতা পেতে পারেন এগুলি থেকে।
প্রথমেই ইফেক্ট বিষয়টি সম্পর্কে একটু পরিস্কার ধারনা থাকা প্রয়োজন। আপনি একটি ফটোগ্রাফকে কলমে আকা ছবিতে পরিনত করতে চান, একে ফটোশপের ভাষায় বলা হয় ফিল্টার। আবার কোন ছবিকে আরো ধারালো করতে চান (শার্পনেস বাড়ানো) কিংবা অতিরিক্ত ধারালো অংশ কমিয়ে মসৃন করতে চান, সেটাও ফটোশপের ভাষায় ফিল্টার)।
ফটোশপে আর্টিষ্টিক, ব্রাশ ট্রোক, ডিসটর্ট, স্কেচ, ষ্টাইলাইজ, টেক্সচার ইত্যাদি ভাগে ইফেক্টগুলি দেয়া থাকে।
ফিল্টার গ্যালারী
ফিল্টার সহজে ব্যবহারের জন্য ফিল্টার গ্যালারী নামে একটি অপশন রয়েছে মেনুতে। এটা ওপেন করলে সবগুলি ফিল্টারের প্রিভিউ দেখা যাবে। সেখান থেকে দেখে দেখে ফিল্টার প্রয়োগ, বিভিন্ন মান পরিবর্তন করে ব্যবহার করা যাবে।
.          ইমেজ ডকুমেন্ট ওপেন করুন।
.          যে লেয়ারে ফিল্টার প্রয়োগ করতে চান সেটা সিলেক্ট করুন।
.          মেনু থেকে Filter – Filer Gallery কমান্ড সিলেক্ট করুন।
.          যে ক্যাটাগরীর ফিল্টার ব্যবহার করতে চান তার পাশের ত্রিকোনাকার চিহে্নে ক্লিক করে ফিল্টারগুলি ওপেন করুন।
.          নির্দিষ্ট ফিল্টার সিলেক্ট করুন। কন্ট্রোল পরিবর্তন করে তাকে পছন্দমত পরিবর্তন করুন।
.          সবকিছু ঠিক করার পর OK বাটনে ক্লিক করুন।

একাধিক ফিল্টার ব্যবহার
আপনি একসাথে একাধিক ফিল্টার প্রয়োগ করতে পারেন।
.          আগের পদ্ধতিতে কোন একটি ফিল্টার ব্যবহার করুন।
.          ডানদিকের লেয়ারের মত অংশের নিচে New Effect Layer ক্লিক করে ফিল্টারের জন্য আরেকটি লেয়ার তৈরী করুন।
.          সেখানে আবারও ফিল্টার ব্যবহার করুন।


স্মার্ট ফিল্টার
স্মার্ট ফিল্টার হচ্ছে যেখানে ফিল্টার প্রয়োগ করলে মুল ইমেজের পরিবর্তন হয় না। স্মার্ট অবজেক্ট ব্যবহারের সময় এটা যেমন ব্যবহার করা যায় তেমনি সাধারন লেয়ারকে স্মার্ট ফির্টারের জন্য ব্যবহার করা যায়।
.          যে লেয়ারে স্মার্ট ফিল্টার ব্যবহার করতে চান সেটা সিলেক্ট করুন।
.          মেনু থেকে Convert to smart filters কমান্ড দিন।
.          ফিল্টার ব্যবহার করুন।
ফিল।টারটি পৃথক লেয়ার হিসেবে লেয়ার প্যানেলে পাওয়া যাবে। ইচ্ছে করলে যে কোন সময় ফিল্টার লেয়ারকে বাদ দিতে পারেন বা পরিবর্তন করতে পারেন।

ব্লেন্ডিং মোড এবং ফিল্টার ইফেক্ট
ইমেজের লেয়ারে ফিল্টার প্রয়োগ করে এবং ব্লেন্ডি মোড পরিবর্তণ করে আকর্ষনীয় ডিজাইন তৈরী করতে পারেন।
.          ইমেজের একটি লেয়ারকে ডুপ্লিকেট করুন।
.          সেখানে Find edges ধরনের ফিল্টার ব্যবহার করুন।
.          ব্লেন্ড অপশন পরিবর্তন করে ফল দেখুন।
ফিল্টার ব্যবহার বিষয়টি পরীক্ষা নিরিক্ষার। আপনি নানাধরনের ফিল্টার ব্যবহার করে তার ফল দেখতে পারেন।

 অন্যান্য টিউটোরিয়াল :

No comments:

Post a Comment