Tuesday, June 14, 2011

Wordpress : বিভিন্ন ধরনের সেটিং

ওয়ার্ডপ্রেস ব্যবহার করে বিনামুল্যের ব্লগ এবং নিজস্ব ডোমেন/হোষ্টিং ব্যবহার করে ব্লগ দুধরনের পদ্ধতিই আগের টিউটোরিয়াগুলিতে উল্লেখ করা হয়েছে। ওয়ার্ডপ্রেস মেনুভিত্তিক সফটঅয়্যার। যাকিছু পরিবর্তণ করতে চান সেটা করার জন্য মেনু থেকে নির্দিষ্ট কমান্ড ব্যবহার করাই যথেষ্ট। ওয়েবসাইটের প্রয়োজনীয় পরিবর্তনগুলি কিভাবে করবেন জেনে নিন।


ওয়ার্ডপ্রেস ভার্শন আপডেট করা
যদি ওয়ার্ডপ্রেসের নিজস্ব ডোমেন/হোষ্টিং ব্যবহার করেন তাহলে নিজে থেকেই ভার্শন আপডেট কবে। লোকাল হোষ্ট হিসেবে ইনষ্টল করলে যদি নতুন ভার্শন রিলিজ দেয়া হয় তাহলে আপডেট করার তথ্য পাওয়া যাবে।
আপডেট করার জন্য Update now লিংকে ক্লিক করুন।

সাইটের সাধারন সেটিং ঠিক করা
.          ড্যাসবোর্ড ওপেন করুন (ব্রাউজার ওপেন করে বিনামুল্যের ব্লগের জন্য sitename/wp-admin/ অথবা নিজস্ব কম্পিউটারে লোকহোষ্ট ব্যবহার করে ইনষ্টল করলে localhost/wp-admin টাইপ করুন।)
.          বামদিকের মেনু থেকে Setting লিংকে ক্লিক করুন।
.          General লিংকে ক্লিক করুন।

জেনারেল সেটিং এর মধ্যে রয়েছে সাইটের নাম এবং স্লোগান পরিবর্তন, সাইটের এড্রেস (যদি হোমপেজ অন্য ফোল্ডারে রাখেন), ইমেইল এড্রেস, মেম্বারশিপের ধরন, টাইমজোন, ডেট ফরম্যাট, টাইম ফরম্যাট ইত্যাদি পরিবর্তন করা যাবে।
·        সাইটের নাম পরিবর্তন করতে হলে Site Title অংশে টাইপ করে দিন।
·        ই-মেইল পরিবর্তন করতে চাইলে নতুন ইমেইল এড্রস টাইপ করে দিন।
·        আপনার এলাকার টাইমজোন সিলেক্ট করুন। বাংলাদেশের টাইমজোন +৬
·        প্রয়োজন মনে করলে ডেট এবং টাইম ফরম্যাট পরিবর্তন করুন।
·        সবকিছু পরিবর্তনের পর Save Changes বাটনে ক্লিক করুন।

পোষ্ট লেখার সেটিং পরিবর্তন
·        সেটিং এর অধীনে Writing লিংকে ক্লিক করুন।
·        পোষ্ট তৈরীর জন্য বক্স এর মাপ ঠিক করে দিন। ডিফল্ট ২০ লাইন দেখার ব্যবস্থা রয়েছে। একে বাড়িয়ে ৪০ করে নিতে পারেন।
·        পোষ্টের বিভিন্ন ক্যাটাগরী থাকলে উল্লেখ না করা পোষ্টগুলি কোন ক্যাটাগরীতে যাবে সিলেক্ট করে নিন। ক্যাটাগরী তৈরী পদ্ধতি আগামী টিউটোরিয়ালে উল্লেখ করা হবে।
·        সবশেষে Save Changes বাটনে ক্লিক  করুন।
ই-মেইল এর মাধ্যমে পোষ্ট করা, রিমোট ওয়েবসাইট ব্যবহার করা ইত্যাদি সেটিং এই পেজেই রয়েছে আপাতত এগুলি পরিবর্তন করা প্রয়োজন নেই।

পোষ্ট পড়ার সেটিং পরিবর্তন
·        সেটিং এর অধীনে Writing লিংকে ক্লিক করুন।
·        উদাহরনের সাইটে একটিমাত্র পেজ রয়েছে। আগামীতে আরো পেজ তৈরীর বিষয় উল্লেখ করা হবে। সাইটে গেলে প্রথম কোন পেজ দেখা যাবে সেটা ঠিক করবেন () অংশে।
·        প্রতি পৃষ্ঠায় কতগুলি পোষ্ট দেখা যাবে ঠিক করে দিন। ডিফল্ট ১০টি।
·        আরএসএস ফিড ব্যবহারের সময় কতগুলি পোষ্ট দেখা যাবে ঠিক করে দিন।
·        ফিড এর সময় পুরো আর্টিকেল দেখা যাবে নাকি কিছু অংশ দেকা যাবে ঠিক করে দিন।
·        এনকোডিং এর জন্য ডিফল্ট UTF-8 নিরাপদ। এতে সব অপারেটিং সিষ্টেমে সব ধরনের ফন্ট দেখার নিশ্চয়তা পাওয়া যায়। বিশেষ ভাষা ব্যবহারের জন্য পরিবর্তন করা যেতে পারে।
·        সবশেষে Save Changes বাটনে ক্লিক  করুন।

কমেন্ট সেটিং
·        সেটিং এর অধীনে Discussion লিংকে ক্লিক করুন।
·        other comment setting অংশে Comment author must fill out name and e-mail থেকে টিক চিহ্ন থাকলে নাম এবং ইমেইল ব্যবহার না করে কমেন্ট লেখা যাবে না। যদি নাম-ইমেইল ব্যবহার ছাড়াই কমেন্টের সুযোগ রাখতে চান তাহলে টিকচিহ্ন উঠিয়ে দিন।
·        কমেন্ট এর নতুনটি আগে দেখা যাবে আকি আগেরটি আগে দেকা যাবে ঠিক করে দিন। ডিফল্ট আগেরটি আগে দেখা যাবে।
·        কেউ কমেন্ট করলে আপনার ই-মেইলে সেটা জানানো হবে কিনা ঠিক করে দিন। ডিফল্ট, আপনার ই-মেইলে জানানো হবে।
·        প্রতিটি কমেন্ট approve করার পর পোষ্ট হবে নাকি সরাসরি দেখা যাবে ঠিক করে দিন। ডিফল্ট, সরাসরি দেখা যাবে।
ওয়ার্ডপ্রেস বিশেষ ব্যবস্থায় (
akismet) স্প্যাম কমেন্ট ফিল্টার করে। একাধিক লিংক থাকলে কমেন্টগুলি স্প্যাম হিসেবে ধরা হয়।
·        সবশেষে Save Changes বাটনে ক্লিক  করুন।

No comments:

Post a Comment