Monday, August 29, 2011

ফটোশপে ডিজিটাল ইমেজ ম্যানিপুলেশন, চোখের রং পরিবর্তন

ফটোশপে ইমেজের যে কোন ধরনের পরিবর্তন করা যায়। কোন সমস্যা থাকলে সেটা ঠিক করা যায়, চোখের রং পাল্টানো যায়, ঠোটের পাল্টানো যায় এমনকি একজনের মুখের সাথে আরেকজনের মুখ মিলিয়ে কিংবা মানুষের মুখের সাথে অন্য প্রানীর মুখ মিলিয়ে নতুন কিছু করা যায়। এই পরিবর্তনগুলি কিভাবে করা হয় ধারাবাহিকভাবে উল্লেখ করা হচ্ছে।
শুরু করা যাক চোখের রং পাল্টানো দিয়ে। ছবিতে সাধারনভাবে যে চোখ আছে তাকে আরো উজ্জল করা হচ্ছে এই টিউটোরিয়ালে।
.          ইমেজটি ওপেন করুন। লেয়ারে রাইট-ক্লিক করে আরেকটি ডুপ্লিকেট তৈরী করুন।
.          ব্লেন্ডিং মোড হিসেবে Overlay সিলেক্ট করুন। ছবির আলো কম মনে হতে পারে।
.          Add Layer Mask আইকনে ক্লিক করে লেয়ার মাস্ক তৈরী করুন। ফিল কমান্ড ব্যবহার করে কালো রঙ দিয়ে ফিল করুন।
.          সফট কর্নার ব্রাশ সিলেক্ট করুন এবং চোখের কালো অংশে সাদা রং দিয়ে পেইন্ট করুন। চোখটি উজ্জল হতে থাকবে।
.          চোখতে আরো উত্তল করার জন্য নতুন একটি লেয়ার তৈরী করুন। ব্লেন্ডি মোড Soft Light সিলেক্ট করুন। এখানেই সাদা রং দিয়ে পেইন্ট করুন।
উদাহরনে বামচোখে পরিবর্তণ করা হয়েছে। অন্য চোখের সাথে তুলনা করে পার্থক্য দেখে নিতে পারেন। একই পদ্ধতিতে ঠোটকেও উজ্জল দেখাতে পারেন।

চোখ কিংবা ঠোটের রং বদল করতে চান ?
.          আগের পদ্ধতিতে লেয়ারের কপি করে নিন (মুলত মুল লেয়ারকে ঠিক রাখার জন্য)।
.          নতুন লেয়ারটির ব্লেন্ডিং মোড Hue সিলেক্ট করুন।
.          পছন্দমত রং দিয়ে সাবধানে পেইন্ট করুন।



ফটোশপ টিউটোরিয়াল

ফটোশপ কেন ব্যবহার করবেন
বিটম্যাপ বনাম ভেক্টর
ফটোশপ ইন্টারফেস পরিচিতি, প্রাথমিক কাজ
ফটোশপ সিলেকশন টুল ব্যবহার
ফটোশপ এডভান্সড সিলেকশন
ফটোগ্রাফির জন্য ফটোশপ
পোর্ট্রেট রিটাচিং, ছবির সমস্যা দুর করা
ফটোশপে টেক্সট ব্যবহার
লাইটিং ইফেক্ট
লেয়ার ব্যবহার
রং পরিবর্তন করা
ছবি থেকে কিছু বাদ দেয়া
ব্যাকগ্রাউন্ড বাদ দেয়া
টাক মাথায় চুল গজানো
ফটোশপ প্লাগইন, টোপাজ ডি-নয়েজ ব্যবহার
ছবির ফ্রেম তৈরী
ট্রান্সফরম
ফটোশপে এনিমেটেড জিফ তৈরী
ফটোশপে ওয়াটারমার্ক তৈরী
হিষ্টোরী ব্যবহার
একশন ব্যবহার
পাথ ব্যবহার
ফটোশপে ভিডিও ব্যবহার
ফটোশপে টেক্সট ইফেক্ট
ওয়েব পেজের জন্য এক্সপোর্ট
টেক্সট কাটআউট ইফেক্ট
পাথ টেক্সট এবং সেপ
লিকুইডিফাই ইফেক্ট
ফটোশপ প্লাগইন আইক্যান্ডি ব্যবহার
এডবি ব্রিজ ব্যবহার
ব্রিজ ব্যবহার করে স্লাইড শো কিংবা পিডিএফ তৈরী
থ্রিডি মডেল পেইন্টিং কাজে ফটোশপ
ফটোশপ পেইন্টিং
ফটোশপ পেইন্টিং : ব্রাশের নানারকম ব্যবহার

No comments:

Post a Comment