এই সাইটে মুলত ফ্রিল্যান্সিং বিষয়ে বেশি গুরুত্ব দেয়া হয়। আর ফ্রিল্যান্সার হিসেবে এক নম্বর স্থান দখল করে রেখেছেন লেখক। যে কোন ধরনের লেখকই বলুন, তারা ফ্রিল্যান্সার। এমনকি যারা লেখক হিসেবে চাকরী করেন তারাও চাকরীর বাইরে ফ্রিল্যান্স লেখক হিসেবে লেখেন। আপনি কেন লিখবেন ?
প্রথম কারন, আপনি এমন কিছু ভেবেছেন যা অন্যদের জানাতে চান। দ্বিতীয় কারন, আপনি লেখার মাধ্যমে যোগাযোগ করতে চান। আপনি এরসাথে আর্থিক কারন যোগ করতে পারেন। একথা হয়ত স্বিকার করবেন, অধিকাংশ কালজয়ী লেখক যে কারনে বেশি পরিচিত সেখানে এই কারনটি মুখ্য ছিল না।
আপনি যদি লিখতে চান, গল্পই হোক আর ব্লগই হোক, শুরু করাটাই কঠিন কাজ। যদি সিদ্ধান্ত নিয়েই থাকেন লিখে নিজের মত জানাবেন তাহলে শুরু কিভাবে করবেন সে সম্পর্কে কিছু উপদেশ।
. সময় ঠিক করে নিন
লেখার জন্য আপনার পুরোপুরি মনোযোগ প্রোজন। যখন ব্যস্ত থাকেন তখন লেখার কাজ কঠিন। অনেক লেখকই রাতের বেলা লিখতে পছন্দ করেন। কারন তখন অন্য চিন্তা মাথায় থাকে না। আপনিও সুবিধেমত সময় বের করে নিন।
লেখার জন্য আপনার পুরোপুরি মনোযোগ প্রোজন। যখন ব্যস্ত থাকেন তখন লেখার কাজ কঠিন। অনেক লেখকই রাতের বেলা লিখতে পছন্দ করেন। কারন তখন অন্য চিন্তা মাথায় থাকে না। আপনিও সুবিধেমত সময় বের করে নিন।
. পছন্দমত যায়গা বেছে নিন
সাধারনভাবে লেখক নির্জনতা পছন্দ করেন। অন্তত লেখার সময় হৈচৈ পছন্দ করেন না। এমন যায়গা বেছে নিন যেখানে অন্যরা লেখার মাঝখানে চিন্তায় ব্যঘাত ঘটাবে না। কেউ কেউ খুব ভোরে লিখতে পছন্দ করেন, সম্ভব না হলে এমন যায়গা যান যেখানে টিভি-ফোন কিংবা বন্ধুরা চিন্তাকে বাধাগ্রস্থ করবে না। কেউ কেউ মৃদু সঙ্গিত শুনতে পছন্দ করেন। বিষয়টি নিতান্তই ব্যক্তিগত পছন্দ অপছন্দের। আপনি কি জানেন আন্তন চেখব থেকে শুরু করে শরতচন্দ্র পর্যন্ত প্রত্যেকেরই নিজস্ব কিছু নিয়ম ছিল। কেউ লেখার সময় পচা আপেলের গন্ধ পছন্দ করতেন, কেউ অনবরত পেনসিল চিবুতেন (এজন্য ডজন ডজন পেনসিল থাকত হাতের কাছে)। আপনার যদি মনে হয় এমন কোন বিষয় আপনার লেখাকে সাহায্য করছে সেটা অনুসরন করতে কোন সমস্যা নেই।
সাধারনভাবে লেখক নির্জনতা পছন্দ করেন। অন্তত লেখার সময় হৈচৈ পছন্দ করেন না। এমন যায়গা বেছে নিন যেখানে অন্যরা লেখার মাঝখানে চিন্তায় ব্যঘাত ঘটাবে না। কেউ কেউ খুব ভোরে লিখতে পছন্দ করেন, সম্ভব না হলে এমন যায়গা যান যেখানে টিভি-ফোন কিংবা বন্ধুরা চিন্তাকে বাধাগ্রস্থ করবে না। কেউ কেউ মৃদু সঙ্গিত শুনতে পছন্দ করেন। বিষয়টি নিতান্তই ব্যক্তিগত পছন্দ অপছন্দের। আপনি কি জানেন আন্তন চেখব থেকে শুরু করে শরতচন্দ্র পর্যন্ত প্রত্যেকেরই নিজস্ব কিছু নিয়ম ছিল। কেউ লেখার সময় পচা আপেলের গন্ধ পছন্দ করতেন, কেউ অনবরত পেনসিল চিবুতেন (এজন্য ডজন ডজন পেনসিল থাকত হাতের কাছে)। আপনার যদি মনে হয় এমন কোন বিষয় আপনার লেখাকে সাহায্য করছে সেটা অনুসরন করতে কোন সমস্যা নেই।
. পছন্দের বিষয় বেছে নিন
কি নিয়ে লিখবেন ? অবশ্যই যে বিষয়ে আপনার আগ্রহ সবচেয়ে বেশি সেই বিষয়ে। সেটা কি যদি বুঝতে সমস্যা হয় তাহলে আপনার প্রিছ কোন গল্প, সিনেমা, নাটক ইত্যাদির কথা একবার ভাবুন। এদের কোনটি আপনি পছন্দ করেছেন সে বিষয়ে আপনার আগ্রহ আছে বলেই।
নিজের দক্ষতা কোথায় সেটা নিয়ে ভাবুন। বিশেষ কোন খেলা পছন্দ করেন ? কিছু সংগ্রহ করতে ভালবাসেন ? নতুন যায়গায় বেড়াতে পছন্দ করেন ? এদেরকেই লেখার বিষয় হিসেবে কাজে লাগাতে পারেন। ষ্টিফেন ক্রেন তুষার ঝড়ের বর্ননা দেয়ার জন্য তুষার ঝড়ের মধ্যে রাত কাটিয়েছিলেন। জ্যাক লন্ডন তার তিমি শিকার থেকে শুরু করে বক্সিং২ রেফারি সব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে লিখেছেন।
কি নিয়ে লিখবেন ? অবশ্যই যে বিষয়ে আপনার আগ্রহ সবচেয়ে বেশি সেই বিষয়ে। সেটা কি যদি বুঝতে সমস্যা হয় তাহলে আপনার প্রিছ কোন গল্প, সিনেমা, নাটক ইত্যাদির কথা একবার ভাবুন। এদের কোনটি আপনি পছন্দ করেছেন সে বিষয়ে আপনার আগ্রহ আছে বলেই।
নিজের দক্ষতা কোথায় সেটা নিয়ে ভাবুন। বিশেষ কোন খেলা পছন্দ করেন ? কিছু সংগ্রহ করতে ভালবাসেন ? নতুন যায়গায় বেড়াতে পছন্দ করেন ? এদেরকেই লেখার বিষয় হিসেবে কাজে লাগাতে পারেন। ষ্টিফেন ক্রেন তুষার ঝড়ের বর্ননা দেয়ার জন্য তুষার ঝড়ের মধ্যে রাত কাটিয়েছিলেন। জ্যাক লন্ডন তার তিমি শিকার থেকে শুরু করে বক্সিং২ রেফারি সব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে লিখেছেন।
. বক্তব্যকে সংক্ষেপে লিখুন
বিষয় ঠিক করার পর আপনি যা প্রকাশ করতে চান সেটা সংক্ষেপে কয়েক লাইনে লিখে ফেলুন। এমন হতেই পারে মুল লেখার সময় আপনি সেখান থেকে সরে গেছেন, তারপরও আপনার সামনে সুযোগ থাকে পথ বেচে নেয়ার। আপনার লক্ষ্য, মুল বক্তব্য যেন ঠিকভাবে প্রকাশ পায়।
বিষয় ঠিক করার পর আপনি যা প্রকাশ করতে চান সেটা সংক্ষেপে কয়েক লাইনে লিখে ফেলুন। এমন হতেই পারে মুল লেখার সময় আপনি সেখান থেকে সরে গেছেন, তারপরও আপনার সামনে সুযোগ থাকে পথ বেচে নেয়ার। আপনার লক্ষ্য, মুল বক্তব্য যেন ঠিকভাবে প্রকাশ পায়।
বাস্তবে অন্যান্য সবকিছু যেমন কোর্স করে শেখা যায় তেমনি কোর্স করে লেখক হওয়া যায়। সেখানে নির্দিষ্ট কিছু নিয়ম শেখানো হয়। আপনি যদি নিজেই নিজেকে শেখাতে চান তাহলে তাদের কিছু নিয়ম মেনে চলতে পারেন।
. বিষয়ের তালিকা তৈরী করুন
যে বিষয়গুলি নিয়ে লেখা সম্ভব সেগুলির একটি তালিকা তৈরী করুন। এদের প্রত্যেকেটিকে পৃথক পৃথকভাবে যাচাই করুন। নতুন বিষয় যোগ করুন।
যে বিষয়গুলি নিয়ে লেখা সম্ভব সেগুলির একটি তালিকা তৈরী করুন। এদের প্রত্যেকেটিকে পৃথক পৃথকভাবে যাচাই করুন। নতুন বিষয় যোগ করুন।
. ফ্রিরাইটিং
ফ্রিরাইটিং হচ্ছে তাতক্ষনিকভাবে কিছু লেখা। ১০ কিংবা ১৫ মিনিট সময় ঠিক করে নিন। যা মাথায় আসে তাকে লিখে প্রকাশ করুন। বানান, ব্যকরন এসব নিয়ে ভাবার প্রয়োজন নেই। আপনার চিন্তাকে প্রকাশ করাই বিষয়। অন্যভাবে বললে আপনার লক্ষ্য স্থির করা ফ্রিরাইটিং এর উদ্দেশ্য। পথে একটি দুর্ঘটনা দেখলেন। আপনার লেখার বিষয় হতে পারে ব্যক্তির সচেতনতা, ট্রাফিক সমস্যা, প্রশাসনের ভুমিকা থেকে শুরু করে রাজনীতি-অর্থনীতি-জনসংখ্যা পর্যন্ত যে কোনকিছুই।
ফ্রিরাইটিং হচ্ছে তাতক্ষনিকভাবে কিছু লেখা। ১০ কিংবা ১৫ মিনিট সময় ঠিক করে নিন। যা মাথায় আসে তাকে লিখে প্রকাশ করুন। বানান, ব্যকরন এসব নিয়ে ভাবার প্রয়োজন নেই। আপনার চিন্তাকে প্রকাশ করাই বিষয়। অন্যভাবে বললে আপনার লক্ষ্য স্থির করা ফ্রিরাইটিং এর উদ্দেশ্য। পথে একটি দুর্ঘটনা দেখলেন। আপনার লেখার বিষয় হতে পারে ব্যক্তির সচেতনতা, ট্রাফিক সমস্যা, প্রশাসনের ভুমিকা থেকে শুরু করে রাজনীতি-অর্থনীতি-জনসংখ্যা পর্যন্ত যে কোনকিছুই।
. লুপিং
লুপিং ফ্রিরাইটিং এর বিকল্প ব্যবস্থা। আপনি ফ্রিরাইটিং থেকে যদি সিদ্ধান্ত না পান তাহলে একই বিষয়ে একটির বদলে একাধিক লেখা তৈরী করুন। প্রতিটির দৃষ্টিভঙ্গি ভিন্ন ভিন্ন। একসময় পছন্দমত বিষয় পাবেন।
লুপিং ফ্রিরাইটিং এর বিকল্প ব্যবস্থা। আপনি ফ্রিরাইটিং থেকে যদি সিদ্ধান্ত না পান তাহলে একই বিষয়ে একটির বদলে একাধিক লেখা তৈরী করুন। প্রতিটির দৃষ্টিভঙ্গি ভিন্ন ভিন্ন। একসময় পছন্দমত বিষয় পাবেন।
. বুমেরাং
বুমেরাং শব্দটির সাথে আমরা সবাই পরিচিত। অষ্ট্রেলিয়ার আদিবাসীদের ব্যবহৃত কাঠের তৈরী একধরনের অস্ত্র। সেটা ছুড়লে যদি লক্ষবস্তুতে না লাগে তাহলে ফিরে আসে। এই পদ্ধতিকে ফ্রিরাইটং এবং লুপিং এর সাথে ব্যবহার করতে পারেন। পদ্ধতি হচ্ছে, লেখার পর তাকে বারবার ভিন্ন দৃষ্টিকোন থেকে দেখার চেষ্টা করা। মুল লক্ষবন্তু একই কিন্তু যখন ভিন্নভাবে দেখা হয় তখন অন্যের দৃষ্টিতে বিষয়টি কেমন হতে পারে সেটা জানা সম্ভব হয়।
বুমেরাং শব্দটির সাথে আমরা সবাই পরিচিত। অষ্ট্রেলিয়ার আদিবাসীদের ব্যবহৃত কাঠের তৈরী একধরনের অস্ত্র। সেটা ছুড়লে যদি লক্ষবস্তুতে না লাগে তাহলে ফিরে আসে। এই পদ্ধতিকে ফ্রিরাইটং এবং লুপিং এর সাথে ব্যবহার করতে পারেন। পদ্ধতি হচ্ছে, লেখার পর তাকে বারবার ভিন্ন দৃষ্টিকোন থেকে দেখার চেষ্টা করা। মুল লক্ষবন্তু একই কিন্তু যখন ভিন্নভাবে দেখা হয় তখন অন্যের দৃষ্টিতে বিষয়টি কেমন হতে পারে সেটা জানা সম্ভব হয়।
. ক্লাষ্টারিং বা ম্যাপিং
ক্লাষ্টারিং বা ম্যাপিং বিষয়বস্থু ঠিক করার আরেকটি চমকতার পদ্ধতি। একটি কাগজের ঠিক মাঝখানে মুল বিষয় প্রকাশ করা শব্দটি লিখুন। এর চারিদিকে এরসাথে সম্পর্কিত বিভিন্ন শব্দ লিখুন এবং ফ্লোচাটের মত লাইন একে সংযুক্ত করুন। লেখার কোন পর্যায়ে কোন বিষয় অন্তর্ভুক্ত হবে, কিভাবে হবে, একের সাথে অপরের সংযোগ কিভাবে হবে ইত্যাদি প্রকাশ করতে পারেন এভাবে। ফলে লেখার সময় ভালভাবে মনোনিবেশ করা সম্ভব হবে।
ক্লাষ্টারিং বা ম্যাপিং বিষয়বস্থু ঠিক করার আরেকটি চমকতার পদ্ধতি। একটি কাগজের ঠিক মাঝখানে মুল বিষয় প্রকাশ করা শব্দটি লিখুন। এর চারিদিকে এরসাথে সম্পর্কিত বিভিন্ন শব্দ লিখুন এবং ফ্লোচাটের মত লাইন একে সংযুক্ত করুন। লেখার কোন পর্যায়ে কোন বিষয় অন্তর্ভুক্ত হবে, কিভাবে হবে, একের সাথে অপরের সংযোগ কিভাবে হবে ইত্যাদি প্রকাশ করতে পারেন এভাবে। ফলে লেখার সময় ভালভাবে মনোনিবেশ করা সম্ভব হবে।
. ইন্টারভিউ
বিষয় ঠিক করার আরেকটি দিক হচ্ছে অন্যকে সেবিষয়ে প্রশ্ন করে তার মতামত জানা। বিষয়টি ব্যক্তির ওপর নির্ভর করে। স্বাচ্ছন্দ বোধ করলে আপনি জিজ্ঝেস করতে পারেন। সেইসাথে এটাও ঠিক, বস্তুগত বিশ্বে আপনাকে নিরাশ করতে পারে অনেকেই। সেকারনে বিষয়টি বেশ ঝুকিপুর্ন।
বিষয় ঠিক করার আরেকটি দিক হচ্ছে অন্যকে সেবিষয়ে প্রশ্ন করে তার মতামত জানা। বিষয়টি ব্যক্তির ওপর নির্ভর করে। স্বাচ্ছন্দ বোধ করলে আপনি জিজ্ঝেস করতে পারেন। সেইসাথে এটাও ঠিক, বস্তুগত বিশ্বে আপনাকে নিরাশ করতে পারে অনেকেই। সেকারনে বিষয়টি বেশ ঝুকিপুর্ন।
. ক্রশ এক্সামিনেশন
ক্রশ এক্সামিনেশন হচ্ছে বিভিন্ন দিক থেকে কোনকিছু নিশ্চিত হওয়া। যেমন কোন বিষয় সম্পর্কে লেখার সময় তার ব্যাখ্যা কি, অন্যরা তারসাথে কিভাবে পরিচিত, বিষয় সম্পর্কিত ঘটনা থেকে শুরু করে তারসার্থে সম্পর্কিত তথ্য যতটা সম্ভব বেশি সংগ্রহ করা। অন্যকথায় ভিন্ন ভিন্ন দিক থেকে তথ্যের নির্ভলতা যাচাই করা।
ক্রশ এক্সামিনেশন হচ্ছে বিভিন্ন দিক থেকে কোনকিছু নিশ্চিত হওয়া। যেমন কোন বিষয় সম্পর্কে লেখার সময় তার ব্যাখ্যা কি, অন্যরা তারসাথে কিভাবে পরিচিত, বিষয় সম্পর্কিত ঘটনা থেকে শুরু করে তারসার্থে সম্পর্কিত তথ্য যতটা সম্ভব বেশি সংগ্রহ করা। অন্যকথায় ভিন্ন ভিন্ন দিক থেকে তথ্যের নির্ভলতা যাচাই করা।
. নাটকিয়তা
আপনি চান আপনার লেখা নিয়ে অন্যরা আগ্রহি হবে। সেখানে নাটকিয়তা অত্যন্ত জরুরী। নাটকিয়তার জন্য হলিউড সবচেয়ে খ্যাতিমান। বিশেষ করে তাদের টিভি-শো গুলি সবচেয়ে বড় উদাহরন। সহজ কথায়, যা ঘটার কথা না এমন ঘটনা যদি ঘটে সেটা নাটকিয়তা। লেখার ক্ষেত্রে শুরুতেই এমনকিছু প্রয়োজন হয় যেখানে পাঠক দৃষ্টি দেন, প্রশ্ন তৈরী হয় এবং তার উত্তরের জন্য অপেক্ষা করেন।
অনেকেই ধরে নেন লেখক হওয়া বিষয়টি ব্যক্তিগত প্রতিভা। এটা সত্য বটে, তারপরও নিয়ম মেনে এবং চেষ্টা করে লেখক হওয়ার উদাহরন খুব কম নেই। অন্তত লেখা পরিমাপের জন্য যখন নির্দিষ্ট নিয়ম মানা হয়।আপনি চান আপনার লেখা নিয়ে অন্যরা আগ্রহি হবে। সেখানে নাটকিয়তা অত্যন্ত জরুরী। নাটকিয়তার জন্য হলিউড সবচেয়ে খ্যাতিমান। বিশেষ করে তাদের টিভি-শো গুলি সবচেয়ে বড় উদাহরন। সহজ কথায়, যা ঘটার কথা না এমন ঘটনা যদি ঘটে সেটা নাটকিয়তা। লেখার ক্ষেত্রে শুরুতেই এমনকিছু প্রয়োজন হয় যেখানে পাঠক দৃষ্টি দেন, প্রশ্ন তৈরী হয় এবং তার উত্তরের জন্য অপেক্ষা করেন।
ফ্রিল্যান্সিং এবং ইন্টারনেটে আয়
- কিভাবে ইন্টারনেটে অর্থ উপার্জন করবেন
- টাকা কিভাবে হাতে পাবেন
- কিভাবে বেশি কাজ পাবেন
- গুগল এডসেন্স থেকে আয় করার পদ্ধতি
- ফাইল আপলোড করে উপার্জন
- ডাটা এন্ট্রি করে উপার্জন
- গুগল এডসেন্সর এর অজানা তথ্য – ১
- গুগল এডসেন্সর এর অজানা তথ্য - ২
- গুগল এডসেন্সর এর অজানা তথ্য - ৩
- পেইড টু ক্লিক, পিটিসি
- রিভিউ লিখে আয়
- এফিলিয়েট মার্কেটিং
- এডসেন্স ব্যবহারের নিয়ম-কানুন
- অন্যের সাইট থেকে উপার্জন
- ই-বুক বিক্রি করে আয়
- ফ্রিল্যান্সিং কাজ কোথায় পাবেন
- গুগল কাষ্টম সার্চ (এডসেন্স ফর সার্চ) থেকে আয়
- এডসেন্স ব্যবহারের নিয়ম, যে ভুলগুলি করবেন না
- ইমেইল মার্কেটিং
- বই বিক্রি করুন গুগলের সাহায্যে
- ইন্টারনেটে আয় সম্পর্কে ১০টি ভুল ধারনা
- ইন্টারনেটে আয়ের ৫টি সেরা পথ
- ফ্রিল্যান্সার থেকে কিভাবে কাজ পাবেন
- ফটোশপ ডিজাইন বিক্রি করে আয়
- ফেসবুক থেকে আয়
- যে কারনে এডসেন্স ব্যবহারের সুযোগ পাবেন না
- ফ্রিল্যান্সিং কাজে সবচেয়ে বড় ভুল
- ফ্রিল্যান্সিং কাজে সাব-কন্ট্রাক্টর ব্যবহার করে বেশি আয়
- পিটিসি এর অজানা তথ্য
- ক্রিয়েটিভিটি নষ্ট হওয়ার ৫ কারন
- সময় বাচানোর সেরা উপায়
- ক্লায়েন্ট ধরে রাখার জন্য কি করবেন
- এডসেন্স এর বিকল্প বিজ্ঞাপন ব্যবস্থা চিতিকা
- ওয়ার্ডপ্রেস টেম্পলেট বিক্রি করে আয়
- ফ্রিল্যান্সিং কাজে ভাল করার উপায়
- আস্থা অর্জনের ৩ উপায়
- কম সময়ে বেশি কাজ করা
- ফাইলসার্ভে ফাইল আপলোড করে আয়
- ইন্টারনেটে অর্থ আদান-প্রদানের বিভিন্ন পদ্ধতি
- আয় করুন ই-বে থেকে
- ভার্চুয়াল এসিষ্টেন্ট ব্যবহার করে বেশি কাজ করা
- ফ্রিল্যান্সার হিসেবে আপনি কখন ব্যর্থ
- কিভাবে বাস্তবসম্মত লক্ষ্য স্থির করবেন
- ফ্রিল্যান্সিং কাজের ভাল দিক-মন্দ দিক
- ফ্রিলান্সিং পরিকল্পনার ৩ ধাপ
- ফ্রিল্যান্সিং কাজে নিজেকে প্রফেশনাল হিসেবে তুলে ধরা
- ফ্রিল্যান্সার হতে চান ? নিজেকে প্রশ্ন করুন
- সাফল্যের ৪ সুত্র
- টাকা আয় করুন রিভিউ-মি তে রিভিউ লিখে
- ফ্রিল্যান্সারের প্রধান ৫ সমস্যা এবং সমাধান
- আউটসোর্সিং-ক্রাউসসোর্সিং-ফ্রিল্যান্সিং বলতে কি বুঝায়
- ইমেইল মার্কেটিং এ কুশলী হোন
- অনলাইন আয়ের জন্য অফলাইন প্রচার
- ফ্রিল্যান্সিং : গুপ্তধন খুজুন
- ইনবাউন্ড মার্কেটিং
- এফিলিয়েট মার্কেটিং ভাল করার কিছু নিয়ম
- ফ্রিল্যান্সিং কাজে মুল্য নির্ধারন
- ফ্রিল্যান্সার হিসেবে কেন ফ্রি কাজ করবেন না
- ফ্রিল্যান্সিং কাজে কর্মদক্ষতা বাড়ানোর ১০ কৌশল
- ফ্রিল্যান্সারের ১০ ভয়
No comments:
Post a Comment