অনেকের কাছেই ক্লিক করে আয় বা পিটিসি খুবই পছন্দের। কারন ক্লিক করার কাজটি খুব সহজ। ফাষ্ট২আর্ন বিজ্ঞাপন নেটওয়ার্ক এবং এবিষয়ে একাধিক লেখা রয়েছে এই সাইটে। বিনামুল্যে তাদের সদস্য হয়ে তাদের বিজ্ঞাপন নিজের সাইটে ব্যবহার করতে পারেন। সেখানে কেউ ক্লিক করলে গুগল এডসেন্স এর মত আপনি টাকা পাবেন।
অন্যান্য পিটিসি সাইটের মত এখানেও ক্লিক করে বিজ্ঞাপন দেখে আয়ের সুযোগ রয়েছে। আপনি যদি ক্লিকসেন্স এর মত পিটিসি সাইট ব্যবহার করেন তাহলে নিশ্চয়ই জানেন সেখানে বিজ্ঞাপন দেখার জন্য কত দেয়। বিনামুল্যের সদস্যের জন্য ০.০২ ডলার থেকে ০.০০১ ডলার, কিংবা আরো কম। এদের মধ্যে হয়ত দিনে একটি ক্লিক পাবেন ০.০২ কিংবা ০.০১ ডলারের, বাকি সবগুলি ০.০০১ ডলার। অর্থাত প্রতি ডলার আয়ের জন্য ১০০০ ক্লিক করতে হবে।
ফাষ্ট২ আর্নের রেট সেতুলনায় বেশি। প্রায় সমস্ত ক্লিকই ০.০১ ডলার, কখনো কখনো আরো বেশি। কাজেই ক্লিক করে আয় যদি লক্ষ হয় তাহলে অন্যান্য পিটিসি সাইট থেকে এখানে আয়ের সুযোগ বেশি।
কিভাবে পিটিসি ব্যবহার করবেন
· প্রথমত আপনাকে তাদের সদস্য হতে হবে। সদস্য হওয়ার জন্য আপনার ইমেইল এড্রেস থাকতে হবে। তাদের সাইটে গিয়ে (http://fast2earn.com/-97147.htm )ইমেইল এড্রেস, নাম এবং লগিন পাশওয়ার্ড দিয়ে সদস্য হোন। তারা আপনার কাছে ইমেইল পাঠাবে।
· আপনার ইমেইল ওপেন করুন এবং কনফার্ম করার লিংকে ক্লিক করুন।
আপনি এখন তাদের সদস্য। নিজের পাশওয়ার্ড ব্যবহার করে তাদের সাইটে ঢুকুন।
আপনি এখন তাদের সদস্য। নিজের পাশওয়ার্ড ব্যবহার করে তাদের সাইটে ঢুকুন।
· প্রথম পৃষ্ঠায় তাদের নানাধরনের বিষয় উল্লেখ করা একটি লেখা পাবেন। এখানে Get revenue by watching Advertising অংশে ক্লিক করুন।
· Watching Advertising পেজে নির্দিস্ট বিজ্ঞাপনে ক্লিক করুন। নতুন একটি পেজে বিজ্ঞাপনটি ওপেন হবে।
· স্ক্রিনের ৪ অক্ষরের কোডটি দেখে Enter Code অংশে টাইপ করুন এবং Continue বাটনে ক্লিক করুন। ঠিকমত টাইপ করলে আপনার নামে টাকা জমা হবে। Close বাটনে ক্লিক করে নতুন বিজ্ঞাপনে ক্লিক করুন। কোড ভুল করলে নতুন কোড পাবেন, পুনরায় ঠিকভাবে টাইপ করার চেষ্টা করুন।
ফাষ্ট২আর্ন পিটিসি সাইটের সুবিধে হচ্ছে এখানে বিজ্ঞাপনে ক্লিক করার সুযোগ পাবেন অন্যান্য সাইট থেকে বেশি। আর অসুবিধে হচ্ছে ক্লিক করার কাজটি অন্য সাইট থেকে জটিল। কোড টাইপ করার সময় সঠিক অক্ষর চিনতে ভুল হতে পারে। অবশ্য একবার ভুল করলে আগের কোডের পরিবর্তে নতুন কোড দেখানো হয়। আপনার আয়ের তথ্যও সাথেসাথে দেখে নিতে পারেন।
আরেক সমস্যা হচ্ছে নিজের একাউন্টে টাকা পাওয়ার জন্য এলার্ট-পে একাউন্টের হিসেবে অন্তত ২০০ ডলার আয় করতে হয়। অনেকে ২ ডলারে কিংবা সাথেসাথে পেমেন্ট দেয়।
তাদের কাছে টাকা নেয়ার জন্য এলার্ট-পে সুবিধেজনক। এলার্ট-পে একাউন্ট তৈরীর তথ্য পাবেন এখানে।
পিটিসি ছাড়াও তাদের বিজ্ঞাপন এবং অন্যান্য এফিলিয়েশন ব্লগ, ফেসবুক, ইমেইল ইত্যাদির মাধ্যমে প্রচার করেও আয় করতে পারেন।
ami kivabe blog ti setup korte pari jante parbo ki
ReplyDeleteare ai site ta ki amai band korte pare ki kisu din pore so jodi janai ten tahole valo hoto amar are ki ...............
vai clicksence toh off koira dise for bangaldeshi user ar jonno......
ReplyDeleteআসলেই কি ? আজও এই সাইটের রেফারেন্সে সদস্য হওয়ার ঘটনা ঘটেছে।
Deleteযদি বাংলাদেশ থেকে নতুন সদস্য নেয়া বন্ধ করে সেটা দুঃখজনক। পিটিসি সাইটগুলির মধ্যে এটা সবচেয়ে জনপ্রিয়।
fast 2 earn ei site e alert pay dia account upgrade korte passina. help me
ReplyDeleteফিক কি সমস্যা হয়, কি মেসেজ দেয় জানালে উত্তর দেয়া সম্ভব। নিজের টাকা দিয়ে একাউন্ট আপগ্রেড না করে আয়ের টাকায় আপগ্রেড করাই ভাল।
Deleteai khan a .84dolaar hol a ar free te kaj kora jai na.tokhon 3.50dollar de a account ta upgrade kor a net a bol a.
ReplyDeleteআপনি সম্ভবত ৮৪ ডলার বুঝাচ্ছেন, ০.৮৪ ডলার না। কারন এই সাইটের নামে বিনামুল্যের একাউন্টে প্রায় ৫০ ডলার রেফারেল আয় জমা হয়েছে।
Deleteতাদের সম্পর্কে অভিযোগ নানাভাবে আয়কে ২০০ ডলারের নিচে রাখে। যেহেতু ২০০ ডলার না হলে টাকা উঠানো যায় না সেহেতু টাকা পাওয়া যায় না। সেকারনেই টাকা দিয়ে সদস্য হতে নিষেধ করা।
বিভিন্ন সাইটে তাদের সম্পর্কে খোজ নিন। যদি কেউ টাকা পাওয়ার উল্লেখ করে তাহলে টাকা দিন নইলে অন্য সাইট ব্যবহার করুন। ইন্টারনেটে লোকঠকানো কোম্পানীর অভাব নেই।
আমি খোজ করে এধরনের তথ্য পেলে উল্লেখ করব। তবে আমি সবকিছু জানি কিংবা আমার পক্ষে সব তথ্য পাওয়া সম্ভব একথা ধরে নেবেন না।
এলার্ট-পে একাউন্টের বিভিন্ন কাজের জন্য ইউটিউব ভিডিও টিউটোরিয়াল রয়েছে। তাদের সাইটে এগুলির লিংক পাবেন।