যারা ব্যক্তিগতভাবে ব্লগ বা ওয়েবসাইট থেকে আয় করতে চান তাদের জন্য বিনামুল্যের সেকাজ করার সুযোগ কিছুটা রয়েছে। ব্লগার প্রধান উদাহরন। অন্যান্য বিনামুল্যের ব্লগিং ব্যবস্থায় যে সীমাবদ্ধতাগুলি থাকে সেগুলি এখানে নেই। তারপরও অনেকে টাকা খরচ করে ব্লগার ব্লগকে নিজের নামে অন্য সার্ভারে ব্যবহার করেন।
প্রধান কারন অবশ্যই স্বাধীনতা। গুগলের যথেস্ট দুর্নাম আছে কোন সাইটে তাদের পছন্দের বাইরের কোড পেলে কোনরকম শতর্ক না করে মুছে দেয়। তাছাড়া, সেবাটি বিনামুল্যের। পুরোপুরিভাবে তাদের ইচ্ছের ওপর নির্ভর করে থাকতে হয়। নিজস্ব সার্ভার এবং ডোমেন ব্যবহারের সময় তাদের নামের অংশ বাদ দেয়া যায়।
আয়ের জন্য বিষয়টি গুরুত্বপুর্ন। অনেক কোম্পানী এফিলিয়েশন দেয়ার সময় শুধুমাত্র নিজস্ব ডোমেনকে সুযোগ দেয়। সেখানে ব্লগার ব্লগে অনুমোদন পাবেন না।
যারা ওয়েব ডিজাইনের কাজ করেন তাদের সাইট পরীক্ষার জন্য সার্ভার প্রয়োজন হয়। নিজস্ব ডোমেন এবং সার্ভার ব্যবহারের সুবিধে-অসুবিধে নিয়ে আগে লেখা হয়েছে। বরং দেখা যাক কোন হোষ্টিং বাছাই করার সময় কোন বিষয়গুলি খোজ নেয়া জরুরী।
যারা ওয়েব ডিজাইনের কাজ করেন তাদের সাইট পরীক্ষার জন্য সার্ভার প্রয়োজন হয়। নিজস্ব ডোমেন এবং সার্ভার ব্যবহারের সুবিধে-অসুবিধে নিয়ে আগে লেখা হয়েছে। বরং দেখা যাক কোন হোষ্টিং বাছাই করার সময় কোন বিষয়গুলি খোজ নেয়া জরুরী।
. প্রতিষ্ঠিত কোম্পানী ব্যবহার করা
আপনার সাইট এমন কারো কাছে রাখবেন যে কোম্পানী হঠাত করে উধাও হয়ে যাবে না। আপনার প্রথম লক্ষনীয় বিষয় হচ্ছে তারা কতদিন ধরে কাজ করছে, তাদের সেবা কারা নিচ্ছে সে বিষয়ে খোজ নেয়া। নতুন কিংবা স্বল্প পরিচিতির কোম্পানী ব্যবহার করা ঝুকিপুর্ন।
আপনার সাইট এমন কারো কাছে রাখবেন যে কোম্পানী হঠাত করে উধাও হয়ে যাবে না। আপনার প্রথম লক্ষনীয় বিষয় হচ্ছে তারা কতদিন ধরে কাজ করছে, তাদের সেবা কারা নিচ্ছে সে বিষয়ে খোজ নেয়া। নতুন কিংবা স্বল্প পরিচিতির কোম্পানী ব্যবহার করা ঝুকিপুর্ন।
. খরচের পরিমান কত
ডোমেন এবং হোষ্টিং এর জন্য বছর হিসেবে টাকা দিতে হয়। কতখানি যায়গা ব্যবহার করবেন সেই হিসেবে টাকার পরিমান কমবেশি হয়। সেই টাকা যেন আপনার কাছে গ্রহনযোগ্য হয় সেটা দেখেই তাদের সেবা নিন। বিভিন্ন হোষ্টিং ব্যবস্থার মুল্যতালিকা যাচাই করে সহজেই এসব তথ্য পারেন।
ডোমেন এবং হোষ্টিং এর জন্য বছর হিসেবে টাকা দিতে হয়। কতখানি যায়গা ব্যবহার করবেন সেই হিসেবে টাকার পরিমান কমবেশি হয়। সেই টাকা যেন আপনার কাছে গ্রহনযোগ্য হয় সেটা দেখেই তাদের সেবা নিন। বিভিন্ন হোষ্টিং ব্যবস্থার মুল্যতালিকা যাচাই করে সহজেই এসব তথ্য পারেন।
. তারা কি সুবিধে দেবে
সার্ভার ভাড়া করার অর্থ তাদের কম্পিউটারে নির্দিষ্ট পরিমান যায়গা ভাড়া করে। আপনার ফাইলগুলিকে সেখানে রাখবেন, ইন্টারনেট ব্যবহারকারীরা সেগুলি ব্যবহারের সুযোগ পাবে।
এরসাথে সংশ্লিষ্ট বিষয়গুলির কথা ভুলে যাবেন না। একসাথে কতজন ব্যবহারকারী সেই সার্ভার ব্যবহার করার সুযোগ পাবে সেটা নির্ভর করে তাদের অবকাঠামোর ওপর। নতুনদের কাছে বিষয়টি জটিল মনে হতে পারে। সরলভাবে, একসাথে কতজন আপনার সাইট ব্যবহার করতে পারবে সেটা উল্লেখ করা থাকে। এদিকে দৃষ্টি দিন।
ওয়েব ডিজাইনের কাজের সময় সাবডোমেন ব্যবহার করা হয়। আপনাকে কত টাকায় কয়টি সাবডোমেন ব্যবহারের সুযোগ দেবে, সেগুলি ব্যবহার কতটা সহজ, আপনি নিজেই সাবডোমেন তৈরী করতে পারেন কি-না, কয়টি ইমেইল ব্যবহারের সুযোগ দেবে ইত্যাদি দেখে নিন। আপনাকে সবকিছুই বেশি দেখে নিতে হবে এমন কথা নেই, হয়ত সবচেয়ে কমই আপনার প্রয়োজন। ভবিষ্যতে টাকা দিয়ে বেশি পাওয়ার ব্যবস্থা সম্পর্কে জেনে নিন।
সার্ভার ভাড়া করার অর্থ তাদের কম্পিউটারে নির্দিষ্ট পরিমান যায়গা ভাড়া করে। আপনার ফাইলগুলিকে সেখানে রাখবেন, ইন্টারনেট ব্যবহারকারীরা সেগুলি ব্যবহারের সুযোগ পাবে।
এরসাথে সংশ্লিষ্ট বিষয়গুলির কথা ভুলে যাবেন না। একসাথে কতজন ব্যবহারকারী সেই সার্ভার ব্যবহার করার সুযোগ পাবে সেটা নির্ভর করে তাদের অবকাঠামোর ওপর। নতুনদের কাছে বিষয়টি জটিল মনে হতে পারে। সরলভাবে, একসাথে কতজন আপনার সাইট ব্যবহার করতে পারবে সেটা উল্লেখ করা থাকে। এদিকে দৃষ্টি দিন।
ওয়েব ডিজাইনের কাজের সময় সাবডোমেন ব্যবহার করা হয়। আপনাকে কত টাকায় কয়টি সাবডোমেন ব্যবহারের সুযোগ দেবে, সেগুলি ব্যবহার কতটা সহজ, আপনি নিজেই সাবডোমেন তৈরী করতে পারেন কি-না, কয়টি ইমেইল ব্যবহারের সুযোগ দেবে ইত্যাদি দেখে নিন। আপনাকে সবকিছুই বেশি দেখে নিতে হবে এমন কথা নেই, হয়ত সবচেয়ে কমই আপনার প্রয়োজন। ভবিষ্যতে টাকা দিয়ে বেশি পাওয়ার ব্যবস্থা সম্পর্কে জেনে নিন।
. সুবিধেজনক যায়গায় ডোমেন রেজিষ্ট্রেশন করা
আপনি এক যায়গায় ডোমেন রেজিষ্ট্রেশন করে সেটা আরেকজনের সার্ভারে ব্যবহার করতে পারেন। তবুও, দুটি এক যায়গায় ব্যবহার করলে কাজ সহজ হতে পারে। একইসাথে প্যাকেজমুল্য হিসেবে খরচ কম হতে পারে। আবার বিপরীতভাবে এক যায়গায় হোষ্টিং সুবিধেজনক আরেক যায়গায় ডোমেন রেজিষ্ট্রেশন সুবিধেজনক এমন অবস্থাও হতে পারে। সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেয়া ভাল।
আপনি এক যায়গায় ডোমেন রেজিষ্ট্রেশন করে সেটা আরেকজনের সার্ভারে ব্যবহার করতে পারেন। তবুও, দুটি এক যায়গায় ব্যবহার করলে কাজ সহজ হতে পারে। একইসাথে প্যাকেজমুল্য হিসেবে খরচ কম হতে পারে। আবার বিপরীতভাবে এক যায়গায় হোষ্টিং সুবিধেজনক আরেক যায়গায় ডোমেন রেজিষ্ট্রেশন সুবিধেজনক এমন অবস্থাও হতে পারে। সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেয়া ভাল।
. তাদের সেবার ধরন
ব্লগ বা ওয়েবসাইটে নানা ধরনের সমস্যা হতে পারে যা হয়ত আপনার নিজের পক্ষে সমাধান করা কঠিন। এমন পরিস্থিতিতে তারা সহযোগিতা করেন। পরামর্শ দেয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের সেট-আপ করার কাজ তারা করে দেন। টেলিফোন, ইমেইল, লাইভ চ্যাট ইত্যাদির মাধ্যমে সাথেসাথে সেবা পাওয়ার সুযোগ থাকা গুরুত্বপুর্ন।
ব্লগ বা ওয়েবসাইটে নানা ধরনের সমস্যা হতে পারে যা হয়ত আপনার নিজের পক্ষে সমাধান করা কঠিন। এমন পরিস্থিতিতে তারা সহযোগিতা করেন। পরামর্শ দেয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের সেট-আপ করার কাজ তারা করে দেন। টেলিফোন, ইমেইল, লাইভ চ্যাট ইত্যাদির মাধ্যমে সাথেসাথে সেবা পাওয়ার সুযোগ থাকা গুরুত্বপুর্ন।
সার্ভার ভাড়া করার সময় অনেকগুলি বিষয় গুরুত্বপুর্ন ভুমিকা রাখে। এর অনেকগুলি বোঝার জন্য যথেষ্ট অভিজ্ঞতা প্রয়োজন। এই লেখা যেহেতু যারা নতুন শুরু করতে যাচ্ছেন তাদের জন্য সেহেতু তাদের জন্য এক পরামর্শ সবচেয়ে কার্যকর হতে পারে।
খরচ কিছুটা বেশি হলেও খ্যাতিসম্পন্ন হোষ্টিং সেবা ব্যবহার করুন, নতুন কারো সেবা নেবেন না। কারো সেবা নেয়ার আগে তাদের সম্পর্কে রিভিউ পড়ে নিন। ইন্টারনেটে সার্চ করলে খুব সহজেই এসব তথ্য পাওয়া যাবে। প্রধান হোষ্টিং কোম্পানীগুলির তুলনামুলক আলোচনাও পাওয়া যাবে।
উল্লেখ করা যেতে পারে অধিকাংশ হোষ্টিং কোম্পানী এফিলিয়েশন থেকে আয়ের সুযোগ দেয়। এটাও বিবেচনা করে দেখতে পারেন।
No comments:
Post a Comment