Monday, May 21, 2012

নতুন প্রজন্মের ক্যামেরা Lytro


যে কোন ক্যামেরায় ছবি উঠানোর পর সবচেয়ে বেশি যে সমস্যা পাওয়া যায় তা হচ্ছে ঘোলাটে বা ঝাপসা ছবি। কখনো পুরো ছবি ঝাপসা, কখনো ছবির কোন অংশ ঝাপসা। যে যায়গা স্পষ্ট পেতে চান সেই যায়গা ঝাপসা অন্য যায়গা স্পষ্ট, ইত্যাদি।
ফটোগ্রাফি সম্পর্কে যার সামান্য ধারনা আছে তিনি জানেন বিষয়টি ফোকাস সম্পর্কিত। ছবি উঠানোর সময় নির্দিস্ট যায়গা স্পষ্ট করার পর ছবি উঠাতে হয়। একেই বলে ফোকাস ঠিক করা। দক্ষ ফটোগ্রাফার যতটা ভালভাবে ফোকাস করতে পারেন অনভিজ্ঞ ফটোগ্রাফার ততটা পারেন না।
অন্য কথায়, ভাল, স্পষ্ট ছবি উঠানোর জন্য আপনাকে ঠিকভাবে ফোকাস করা শিখতে হবে।
লাইট্রো ক্যামেরা নির্মাতারা বলেছেন সেটা প্রয়োজন হবে না। সামনে যাই থাক, ছবি উঠান। এরপর ফোকাস ঠিক করুন। কোন যায়গা স্পষ্টভাবে পেতে চান বলে দিন, ঠিক সেটাই পাবেন।
প্রযুক্তিগতভাবে এর নাম লাইট ফিল্ড ক্যামেরা। সামনে যাকিছু আছে তার পুরোটাই সেভ করে রাখে ছবি উঠানোর সময়। এরপর যেভাবে পেতে চান সেভাবেই ছবি পেতে পারেন।
একটি উদাহরন দিয়ে দেখা যাক। আপনি বাগানে ফুলের ওপর বসা প্রজাপতির ছবি উঠাতে চান। প্রজাপতি স্পষ্ট করলে বাগান অষ্পষ্ট দেখা যায়, বাগান স্পষ্ট করলে প্রজাপতি অষ্পষ্ট পেতে হয়। অথচ আপনি দুটিই চান। লাইট্রো ক্যামেরার সমাধান হচ্ছে ছবি উঠান, তারপর সিদ্ধান্ত নিন আপনি কোন অংশ স্পষ্ট পেতে চান। ছবিতে প্রজাপতি এবং তার পেছনের দৃশ্য দেখে ধারনা পেতে পারেন। সামনের যাকিছু আলোকিত তার পুরো তথ্য জমা থাকে ছবি উঠানোর সময়। সহজ কথায় ছবি উঠানোর আগে যেমন ফোকাস, এপারচার, আইএসও এসব নিয়ে মাথা ঘামাতে হয় তার কিছুই প্রয়োজন হবে না।
মনে হতে পারে এমন ক্যামেরা নিশ্চয়ই যথেষ্ট দামী হবে। সেটাও ভুল ধারনা। ৪০০ ডলারের নিচেই কেনা যাবে এই ক্যামেরা। ৮ এক্স অপটিকাল জুম, এফ/২.০ এপারচার, সরু লম্বাটে গড়নের এই ক্যামেরা কিনতে পারেন যে কেউ।
ক্যামেরা সরাসরি যে মোডে ছবি উঠায় সেটা আপনি সরাসরি ব্যবহার করতে পারেন না। একে জেপেগ ফরম্যাটে কনভার্ট করে নিতে হয়। এজন্য সফটঅয়্যার দেয়া হয় সাথেই।
প্রথমে ছবি উঠাবেন, কোথায় ফোকাস করতে চান সেই যায়গা ফোকাস করবেন (মাউস ক্লিক করা কিংবা ক্যামেরার স্ক্রিনে স্পর্শ করাই যথেষ্ট), তাকে জেপেগ ফাইল হিসেবে সেভ করবেন।
ফটোগ্রাফি এতটাই সহজ।

2 comments:

  1. Bangladesher bajare ki ekhone esheche?

    ReplyDelete
    Replies
    1. বাংলাদেশের ক্যামেরা বিক্রেতারা ফিচার বিবেচনা করে ক্যামেরা আমদানী করেন না। তাদেরকে বলে দিলে আনতে পারেন।

      Delete