Monday, April 4, 2011

ব্লগার বনাম ওয়ার্ডপ্রেস : কোনটি ব্যবহার করবেন

ব্লগার এবং ওয়ার্ডপ্রেস, ব্লগারদের কাছে অত্যন্ত জনপ্রিয় দুটি ব্যবস্থা। দুটিতেই বিনামুল্যে ব্লগ তৈরী করা যায়। অর্থাত তাদের সাইটে গিয়ে ফরম পুরন করলেই চলে, সাথেসাথে একটি ব্লগের মালিক হবেন। ডোমেন কিংবা হোষ্টিং এর খরচ নেই। নিজস্ব ডোমেন থেকে পার্থক্য এটুকুই, আপনার সাইটের নামের সাথে blogspot অথবা wordpress লেখা থাকবে। কিন্তু তাতেই বা কি আসে যায়! ওয়েবসাইটে মুলত ভিজিটর আসে সার্চ ইঞ্জিন ব্যবহার করে, সার্চের মাধ্যমে। তারা ওয়েব এড্রেস নিয়ে মাথা ঘামায় না।
দুটি সফটঅয়্যারের রয়েছে নিজস্ব সুবিধা এবং অসুবিধা। আপনার জন্য কোনটি উপযোগি তা ঠিক করার জন্য সেগুলি জানা গুরুত্বপুর্ন। দুটি সফটঅয়্যারের সুবিধে এবং অসুবিধেগুলি দেখা যাক।

ওয়ার্ডপ্রেসের সুবিধে
.          ওয়ার্ডপ্রেস অত্যন্ত শক্তিশালি সিএমএস সফটঅয়্যার। নিউ ইয়র্ক টাইমসের মত অনলাইন পত্রিকা এই সফটঅয়্যার ব্যবহার করে। কাজেই সাধারন ব্লগই হোক আর জটিল কেনাকাটার সাইটই হোক, এখানে সবই করা যায়।
.          বিভিন্ন সার্চ ইঞ্জিনে ব্লগের তথ্য পাঠানোর জন্য কিছুই করতে হয় না। ওয়ার্ডপ্রেস নিজেই এই কাজ করে দেয়।
.          ব্যবহারের জন্য রয়েছে অনেকগুলি থিম। আপনার পছন্দমত থিম সিলেক্ট করুন এবং ইচ্ছেমত উইজেট সিলেক্ট করুন। যাকিছু প্রয়োজন সবই পাওয়া যাবে।
.          আপনি বিনামুল্যে ৩ গিগাবাইট যায়গা পাবেন। সাধারনভাবে এই যায়গা যথেষ্ট। প্রয়োজনে টাকা দিয়ে এই যায়গা বাড়ানো যায়।
.          যে কোনসময় নিজস্ব সার্ভারে ট্রান্সফার করতে পারেন। অথবা তাদের টাকা দিয়ে সেখানেও নিজস্ব হোষ্টিং এর সুবিধে পেতে পারেন।

ওয়ার্ডপ্রেসের সীমাবদ্ধতা
.          বিনামুল্যের হোষ্টিং ব্যবহার করলে টেক্সট, ইমেজ, পাওয়ার পয়েন্ট, পিডিএফ ইত্যাদি কয়েকটি ফরম্যাটের বাইরে অন্য ফরম্যাট ব্যবহার করা যায় না। করতে চাইলে টাকা দিতে হয়।
.          তাদের নিজস্ব থিম ব্যবহার করতে হয়।
.           এইচটিএমএল এডিট করা যায় না, ফলে ওয়েব পেজে কোন পরিবর্তন করা যায় না। অর্থ দিয়ে ফন্ট জাতিয় কিছু পরিবর্তনের সুযোগ পাওয়া যায়।
.          এডসেন্স, বিজ্ঞাপন ইত্যাদি ব্যবহার করা যায় না, ফলে সাইট ব্যবহার করে আয় করার সুযোগ নেই।

ব্লগারের সুবিধে
.          ব্লগার ব্যবহার সহজ। রেজিষ্টার করার সাথেসাথেই ব্যবহার করা যায়।
.          তাদের নিজস্ব থিমের বাইরে যেকোন থিম ব্যবহার করা যায়।
.          ইএচটিএমএল এডিট করা যায়। ফলে সাইটে যেকোনধরনের পরিবর্তন করা যায়।
.          এডসেন্স, বিজ্ঞাপন ইত্যাদি ব্যবহার করে আয় করা যায়।
.          ছবি, ভিডিও ইত্যাদি সবকিছুই ব্যবহার করা যায়।
.          যায়গার সীমাবদ্ধতা নেই। যতটা প্রয়োজন ততটাই ব্যবহারের সুযোগ রয়েছে।

ব্লগারের সীমাবদ্ধতা
.          সফটঅয়্যার ডাউনলোড করে ওয়ার্ডপ্রেসের মত ব্যবহার করা যায় না। নিজস্ব ডোমেন ব্যবহার করলেও তাদের মাধ্যমে করতে হয়।
.          কোড পরিবর্তনের সুযোগ থাকলেও গুগলের ফর্মূলার সাথে না মেলায় কোড মুছে দেয়ার কুখ্যাতি রয়েছে।
.          নিজে থেকে সার্চ ইঞ্জিনে তথ্য যায় না। অবশ্য সার্চ ইঞ্জিনের স্পাইডার নিজে সাইট সম্পর্কে তথ্য সংগ্রহের যে কাজ করে তাতে তথ্য সার্চ ইঞ্জিনে যায়।

ব্লগার নাকি ওয়ার্ডপ্রেস, কোনটি ব্যবহার করবেন বিষয়টি আপনার কাজের ধরনের ওপর নির্ভর করে। যদি নিজস্ব ডোমেন/হোষ্টিং ব্যবহার করেন তাহলে ওয়ার্ডপ্রেস থেকে বেশি সুবিধে পাওয়া যাবে। আয়ের চিন্তা না করে যদি ব্লগিং মুলকথা হয় তাহলেও ওয়ার্ডপ্রেস খুব ভাল যায়গা।
আর ডোমেন রেজিষ্ট্রেশন/হোষ্টিং ইত্যাদি বিষয়কে এড়িয়ে বিনামুল্যে ওয়েবসাইট তৈরী এবং সেখান থেকে আয় করার জন্য ব্লগার বেশি উপযোগি।

18 comments:

  1. blogger er domain kinte hole kothai pawa jai? Er rate nishchoy khub chora?

    ReplyDelete
  2. ব্লাগার বিনামুল্যে ব্যবহারের জন্যই তৈরী, এর ডোমেন কেনা যায় না। তবে নিজস্ব ডোমেনে ব্লগার ব্যবহার করা যায়।
    ডোমেন এর বিজ্ঞাপন নিশ্চয়ই বিভিন্ন ওয়েবসাইটে দেখেছেন। বর্তমানে ১০০০-১৫০০ টাকা (বছরে) বিশ্বসেরা ডোমেন-হোষ্টিং দুইই পাওয়া যায়।

    ReplyDelete
  3. দুটোই যথেষ্ট ভালো মনে হচ্ছে । তবে ওয়ার্ডপ্রেসের অভিজ্ঞতা আমার নাই; তাই এখন পর্যন্ত ব্লগস্পট ই আমার কাছে সেরা । আমার ব্লগটি ভিজিটের আহবান করছি । www.mridospondon.tk

    ReplyDelete
  4. ami apnar blog ar anak baro fan.
    ami jadin taka onlinea ay korbo vabsi sadin takai ami apnar blog daka suru korsi.
    ami daili na holao 10 bar apnar bloga du mari.apnar taka anupranito hoya ami kaj korsi.
    asa kori apni amaka shajjo korban

    apnar kasa kisu prosno uttor dila kubi upokara asbe,

    ami akta blog baniasi (blogandtricks.blogspot.com)

    1.ami amear blog ar layoutta apnar mato chai ki korta hoba?
    2.apni catagoryir nisa kivaba laballgulo ansan?
    3.apni apner blog ar bam pasa kivava natun gadget jukto korsan?
    4.apner nam ar nisa kivave home.blogging and earning etc. agulo ansan?

    doya lora janaban

    ReplyDelete
    Replies
    1. ব্লগার টিউটোরিয়াল অংশে টেম্পলেট পরিবর্তন, লেবেল (ট্যাগ) ব্যবহার, উইজেট যোগ করা ইত্যাদি সবকিছুর টিউটোরিয়াল দেয়া আছে। দেখে দেখে চেষ্টা করুন। দুএকবার ভুল করলেও সমস্যা নেই, একসময় ঠিক ফল পাবেন।

      Delete
  5. apnaka dannobad janonor kano vasa nai.

    apni apnar blogar bam pase kivave gadet disan.
    natun bloga to amon kano sistem nai?

    ReplyDelete
    Replies
    1. ১. ব্লগার ড্যাসবোর্ডে Layout সিলেক্ট করুন।
      ২, বর্তমান লেআউটে যদি বামদিকে গেজেট ব্যবহারের সুযোগ না থাকে তাহলে Template Designer ক্লিক করে লে-আউট পরিবর্তন করে নিন।
      ৩. Add a Gadget ক্লিক করুন। লিষ্ট থেকে যা যোগ করতে চান সেটা যোগ করুন।
      ৪. যদি কোড ব্যবহার করতে হয় (যেমন বিজ্ঞাপন) তাহলে HTML/Javascript সিলেক্ট করে সেখানে কোড কপি/পেষ্ট করুন।

      Delete
  6. apnaka aneak donno bad.asa kori vobissotao helo pabo

    ReplyDelete
  7. airokom kivave anbo.

    Page 1 of 72: 12 3 4 Next Last
    mane main page a 4-5ta post takbe

    ReplyDelete
    Replies
    1. http://24work.blogspot.com/2012/01/numbered-page-navigation-for-blogger.html

      Delete
  8. apnar answerta bujlam na.
    aktu kosto kore bujia bolben.
    arekta prosno cilo.ami ekjon seo expert and graffic designer ami kiveve odeska accaunt kulbo?amear jana mota odeska akta bisas kisu niya kaj korla basi kaj pawaya jai.ami jodi dutai amear accaunta ullak kori tahola.kaj komo pata pari.ami ki korbo?
    odeska kivave 7-8 ta testa pass korbo?
    aktu janaben?

    ReplyDelete
    Replies
    1. ওপরে দেয়া লিংক ওপেন করলে ব্লগারে পেজ নাম্বার ব্যবহারের ছবিসহ বর্ননা পাওয়া যাবে।
      ওডেস্কে একাউন্ট করার জন্য তাদের সাইটে গিয়ে ফরম পুরন করাই যথেস্ট। জব সাইটে কাজ করা বিষয়ে বহু পোষ্ট দেয়া আছে এই সাইটে। এছাড়া ফ্রিল্যান্সিং বিষয়ে একটা ই-বুক দেয়া আছে।

      Delete
  9. apni doya kore aktu amear blogta dekiun
    http://blogandtricks.blogspot.com/
    atate sudu blogar name ar page gulo dekha jasse kano?
    ki somossa hoise?
    aktu taratari bolben doya kore?

    ReplyDelete
    Replies
    1. কোন সমস্যা পেলাম না। ঠিকভাবে ওপেন হচ্ছে।

      Delete
  10. na kisudin age ami amear akta freand ar pc teke duke deki pura astesena kano?

    ReplyDelete
    Replies
    1. ব্লগারের সেবার জন্য পুরোপুরি তাদের ওপর নির্ভর করতে হয়। তাদের বিভিন্ন সমস্যার কারনে অনেক সময় সাইটে ঢোকা যায় না। এখানে ব্যবহারকারীর কিছু করার নেই।
      নিজস্ব ডোমেন-সার্ভার ব্যবহার করলে এই সমস্যা থাকে না।

      Delete
  11. donnobad
    assa kaw jodi valo programing shike.
    tahole tar mullo kototuku?
    kotai?

    ReplyDelete
    Replies
    1. প্রোগ্রামিং শেখা বলতে বিভিন্ন বিষয় বুঝানো হতে পারে, সেকারনে অল্প কথায় এ প্রশ্নের উত্তর দেয়া কঠিন। বর্তমানে বাংলাদেশে থেকে যেসব ক্ষেত্রে সম্ভাবনা আছে সেগুলি এমন;
      ১. নিজে প্রোগ্রাম তৈরী করে বিক্রির চেষ্টা করা। বর্তমানের মোবাইল এপস-কে উদাহরন হিসেবে ধরতে পারেন।
      ২. ওয়েব ডেভেলপার হওয়া।
      ৩. প্রোগ্রামার হিসেবে কোথাও চাকরী করা। মুলত ডাটাবেজ প্রোগ্রমারের চাহিদা বেশি।

      ঠিক কি শিখবেন, শেখার জন্য কতটুকু সহায়তা পাবেন, কাজের সুযোগ কতটা পাবেন, যে প্রোগ্রামিং ভাষা শিখবেন সেটা আপনার জন্য মানাসই কি-না এসব নিশ্চিত না হলে আমি কাউকে এবিষয়ে উতসাহিত করি না। আমি নিজে একসময় এসব আশার কথা বিশ্বাস করেছি, অনেক বছর কাজ করার পর প্রোগ্রামিং বাদ দিয়েছি। বর্তমানে কোন ব্যক্তি বা প্রতিস্ঠানের ওপর নির্ভর না করে পুরোপুরি অনলাইন ফ্রিল্যান্সিং এর ওপর নির্ভর করি।
      কেউ যদি বলে প্রোগ্রামিং শিখে খুব ভাল করা যায়, নিজে যাচাই না করে বিশ্বাস করবেন না। বরং যিনি বলেছেন তার সাফল্য যাচাই করুন। নিজে কাজ না করে অন্যকে পরামর্শ দেয়ার মানুষ আমাদের সমাজে অনেক বেশি।

      Delete