Monday, May 23, 2011

ওয়েব পেজ তৈরী করতে এইচটিএমএল শিখুন সহজ উদাহরন থেকে, html tutorial

ওয়েব পেজ তৈরীর জন্য HTML জানা প্রয়োজন। অনেকেই সমস্যায় পড়েন ঠিক কোথায় শুরু করবেন, সমস্যায় পড়লে কার কাছে সমাধান পাবেন এই বিষয়গুলি নিয়ে। একাজের জন্য ব্যবহার করতে পারেন বিনা খরচের ডব্লিউ৩স্কুলস সাইট। আপনার আগে থেকে কিছু জানা প্রয়োজন নেই, একেবারে শুরু থেকে যাকিছু করা প্রয়োজন শেখানো হবে। আর যদি আগে এইচটিএমএল ব্যবহার করেন তাহলে যেটুকু বাকি রয়েছে সেটুকু পুরন করার সুযোগ পাবেন।
প্রতিটি বিষয়ের জন্য পৃথক পৃথকভাবে উদাহরন কোড দিয়ে উল্লেখ করা হয়েছে এইচটিএমএল এর সবকিছু। বেসিক, এডভান্সড, উদাহরন এবং রেফারেন্স এই চারটি বিভাগে রয়েছে শতশত টিউটোরিয়াল। আর রয়েছে আপনার এইচটিএমএল দক্ষতা যাচাইয়ের কুইজ।
ভিজিট করুন www.w3schools.com  

No comments:

Post a Comment