Tuesday, June 28, 2011

Edius: ইন্টারফেস পরিচিতি এবং কাজের নিয়ম ভিডিও ক্যাপচার, ইমপোর্ট ইত্যাদি

এডিয়াস ব্যবহার করে প্রফেশনাল ভিডিও থেকে শুরু করে সৌখিন ভিডিও সব ধরনের এডিটিং এর কাজ করতে পারেন। ক্যানোপাস এর প্রফেশনাল ভিডিও এডিটিং কার্ডের সাথে এই সফটঅয়্যার দেয়া হয়, কাজেই এর সামর্থ্য নিয়ে সন্দেহ করার সুযোগ নেই। ভিডিও এডিটিং এর প্রথম কাজ ভিডিওকে সফটঅয়্যারের ব্যবহারযোগ্য করা। এডিয়াসে কাজটি কিভাবে করবেন জানা যাক।
বর্তমানের সব ক্যামেরাই রেকর্ড করে ডিজিটাল মিডিয়াতে, মেমোরী কার্ডে। সাধারন হ্যান্ডিক্যামই বলুন আর হলিউডে ব্যবহার করা সবচেয়ে উচুমানের ক্যামেরাই বলুন। এডিয়াস সরাসরিডিজিটাল এসএলআর অথবা ক্যামকোর্ডারের AVCHD, XDCAM, DVCPRO, XF সহ সব ধরনের ফরম্যাট ব্যবহার করে।
অন্যান্য উচুমানের এডিটিং সফটঅয়্যারের মত কাজ শুরু আগে ফুটেজ রাখার যায়গা ঠিক করে নিতে হয়। কাজটি যেভাবে করবেন;
.          এডিয়াস চালু করুন।
.          আপনার নিজস্ব প্রোফাইল থাকলে সেটা সিলেক্ট করুন। এখানে ডিফল্ট এডমিনিষ্ট্রেটর সিলেক্ট করা হচ্ছে।
.          New Project ক্লিক করুন।
.          প্রোজেক্টের জন্য নাম টাইপ করে দিন।
.          যে ফোল্ডার ব্যবহার করতে চান সেই ফোল্ডার সিলেক্ট করুন।
.          কোন ধরনের ভিডিও তৈরী করবেন বলে দেয়ার জন্য Customize অংশে টিক চিহ্ন দিন এবং OK বাটনে ক্লিক করুন।
.          প্রিসেট লিষ্ট থেকে নির্দিস্ট প্রিসেট সিলেক্ট করুন।
.          OK বাটনে ক্লিক করুন।
এডিয়াসের মুল স্ক্রিন পাওয়া যাবে।

এডিয়াস ইন্টারফেস
ডিফল্ট এডিয়াস ইন্টারফেসে সাধারন মেনু ছাড়া ৪টি উইন্ডো রয়েছে।
.          প্রথমটি প্রিভিউ উইন্ডো। কোন ক্লিক সিলেক্ট করলে (লাইব্রেরী অথবা টাইমলাইনে) তার প্রিভিউ দেখা যাবে এখানে। কোন ক্লিপের শুরু এবং শেষের অংশ বাদ দেয়ার কাজ করা যাবে। ডিফল্ট এখানে সিলেক্ট করা ক্লিপের প্রিভিউ দেখা যায়। মেনু থেকে View – Dual Mode সিলেক্ট করে টাইমলাইন এবং লাইব্রেরী দুটি প্রিভিউ একসাথে দেখা যায়।
.          ওপরে ডানদিকে রয়েছে লাইব্রেরী। ক্লিপ ইমপোর্ট করার পর সেগুলি এখানে দেখা যাবে। এছাড়া ক্লিপ ইমপোর্ট করার অপশন এবং ইফেক্ট ব্যবহারের জন্য ট্যাব রয়েছে এই উইন্ডোর নিচের অংশে।
.          নিচে ডানদিকে রয়েছে ইনফরমেশন উইন্ডো।
.          নিচে বামদিকে বড় অংশ জুড়ে টাইমলাইন। ক্লিপগুলি সাজানো, ইফেক্ট ব্যবহার, টাইমিং ঠিক করা ইত্যাদি কাজ করা হবে এখানে।
উইন্ডোগুলির যে কোনটি ইচ্ছে করলে (অথবা ভুল করে) ক্লোজ করা যায়। পুনরায় ডিফল্ট উইন্ডো ফিরে পেতে মেনু থেকে View – Window Layout - Normal কমান্ড ব্যবহার করুন।

ফুটেজ ইমপোর্ট করা
আপনি দুভাবে ফুটেজ ইমপোর্ট করতে পারেন। ক্যামেরাকে সরাসরি ইউএসবি পোর্ট লাগাতে পারেন, অথবা ফায়ারঅয়্যার পোর্ট ব্যবহার করে ক্যাপচার করতে পারেন। এবং অবশ্যই মেমোরী কার্ড থেকে কপি করতে পারেন।
ইউএসবি কেবল ব্যবহার করে ইমপোর্ট
.          ইউএসবি কেবল ব্যবহার করে ক্যামেরাকে কম্পিউটারের সাথে সংযোগ দিন।
.          লাইব্রেরী উইন্ডোতে নিচের দিকে Source Browser ট্যাব ক্লিক করুন।
ক্যামেরা ঠিকভাবে সংযুক্ত হলে একটি ড্রাইভ হিসেবে ক্যামেরাকে দেখা যাবে।
.          ড্রাইভটি সিলেক্ট করুন। ফুটেজগুলি দেখা যাবে।
.          যে ফুটেজগুলি ইমপোর্ট করতে চান সেগুলি সিলেক্ট করুন। কন্ট্রোল কি চেপে একাধিক ক্লিপ সিলেক্ট করা যাবে। কোন ক্লিপের প্রিভিউ দেখার জন্য সেটা সিলেক্ট করে উইন্ডোর ওপরের দিকে Show in player বাটনে ক্লিক করুন (কিবোর্ডে এন্টার কি)। ক্লিপটি প্রিভিউ (প্লেয়ার) উইন্ডোতে পাওয়া যাবে। প্লে বাটনে ক্লিক করে ক্লিপটি দেখে নেয়া যাবে।
.          প্রয়োজনিয় ক্লিপগুলি সিলেক্ট করার পর Add and transfer to Bin বাটনে ক্লিক করুন। ভিডিওগুলি বিন এ চলে আসবে।
(উইন্ডোর ওপরের বাটনগুলির ওপর মাউস পয়েন্টার এনে সেগুলির নাম জেনে নিন)।
.          ভিডিওতে যদি অডিও সিডি থেকে মিউজিক ব্যবহার করতে চান তাহলেও একই পদ্ধতিতে অডিও সিডি থেকে নির্দিষ্ট মিউজিট ট্রাক ইমপোর্ট করতে পারেন।

ফায়ারঅয়্যার ব্যবহার করে ক্যাপচার
ভিডিও টেপ থেকে রেকর্ড করার জন্য সরাসরি ইউএসবি থেকে ইমপোর্ট করার সুবিধে পাওয়া যায় না। এজন্য ক্যাপচার করতে হয়। ক্যাপচারের জন্য বর্তমানে ফায়ারঅয়্যার পোর্ট সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি। ক্যাপচারের জন্য আপনার কম্পিউটারে অবশ্যই ফায়ারঅয়্যার পোর্ট বা কার্ড থাকতে হবে।
ক্যাপচারের অপশন ব্যবহারের জন্য প্রথমে আপনাকে ক্যাপচার ডিভাইস বলে দেয়া প্রয়োজন। এজন্য যা করবেন;
.          ক্যামেরাকে (বা ভিসিআরকে) ফায়ারঅয়্যার পোর্টে সংযোগ দিন এবং অন করুন।
.          মেনু থেকে Setting – System Setting – Hardware – Device Preset সিলেক্ট করুন।
.          New বাটনে ক্লিক করুন। আপনার ক্যামেরা সংযোগ ঠিক থাকলে সেটাকে পাওয়া যাবে।
.          ডিভাইসের একটি নাম টাইপ করে দিন। ইচ্ছে করলে পছন্দমত আইকন ব্যবহার করতে পারেন।
.          Next বাটনে ক্লিক করুন। এখানে আপনার ক্যামেরা কিভাবে কানেক্ট করা হয়েছে সেটা বলে দেবেন (এইচডিভির জন্য সাধারনত জেনেরিক এইচডিভি)
.          ভিডিও ফরম্যাট অংশে ভিডিওর ফরম্যাট সিলেক্ট করে দিন।
.          কোন কোডেক ব্যবহার করবেন সেটা সিলেক্ট করে দিন। যদি নিশ্চিত না হন তাহলে ক্যানোপাস এইচকিউ ব্যবহার করুন।
.          Next বাটনে ক্লিক করুন। Apply বাটনে ক্লিক করুন।
.          এখন মেনু থেকে Capture – Select Input Device কমান্ড ব্যবহার করে ডিভাইসটি ব্যবহার করা যাবে।
.          প্লেয়ারের প্লে বাটনে ক্লিক করে প্লে করুন, রেকর্ড বাটনে ক্লিক করে রেকর্ড করুন।
আগামী টিউটোরিয়ালে ফুটেজ ব্যবহার, অপ্রয়োজনীয় অংশ বাদ দেয়া, ট্রানজিশন ইত্যাদি উল্লেখ করা হবে

বেসিক এডিটিং এবং ট্রানজিশন ব্যবহার

3 comments:

  1. ঝক ঝকে ভিডিও ক্যাপচার কি ভাবে করবো জানতে চাই। আমার monarch এর smart edit pro capture card আছে, তাতে ঝক ঝকে ভিডিও ক্যাপচার হয় না। এ ক্ষেত্রে কি ভাবে কোন software দিয়ে
    capture করলে ঝক ঝকে ভিডিও পাবো জানালে কৃতজ্ঞ থাকবো। নমস্কার

    g k majumdar

    ReplyDelete
    Replies
    1. ভাল ভিডিও পাওয়ার প্রথম শর্ত ভাল ক্যামেরায় ভিডিও করা। মিনি-ডিভি ব্যবহার করলে সরাসরি ক্যামেরা থেকে ফায়ারঅয়্যার (আইইই-১৩৯৪) পোর্টই ভাল ভিডিও পাবেন। এনালগ ভিডিও ক্যাপচার করার সময় বিশেষ কোডেক ব্যবহারে করে এভিআই ফরম্যাটে ভাল ভিডিও পেতে পারেন। ক্যাপচার কার্ডের ওপর নির্ভর করে সেখানে কোন কোডেক ব্যবহার করা যাবে। আপনার কার্ডের তথ্যগুলি দেখে নিন।
      ক্যাপচারের মান ভাল পাওয়ার জন্য বিশেষ সফটঅয়্যারের ভুমিকা নেই।

      Delete
  2. ক্যাপচার এর সংজ্ঞা কি?

    ReplyDelete