এই সাইটে ফাষ্ট টু আর্ন থেকে শুরু করে শেয়ার এ সেল, ই-বে, আমাজন ইত্যাদি বিভিন্ন এফিলিয়েশন ব্যবহার করে আয়ের তথ্য উল্লেখ করা হয়েছে। বাংলাদেশে এফিলিয়েশন থেকে আয়ের জন্য বেশকিছু বিষয় বিবেচনায় রাখতে হয়। কোন এফিলিয়েশনের টাকা দেয়ার পদ্ধতি কি থেকে শুরু করে বাংলাদেশে সেটা ব্যবহারের সুযোগ আছে কি-না, বাংলা ওয়েবসাইট বা ব্লগের জন্য কার্যকর কিনা ইত্যাদি বহুকিছু। সেকারনে অনেক এফিলিয়েশন সারা বিশ্বের জন্য সুবিধেজনক হলেও বাংলাদেশে খুব ভাল ফল পাওয়া যায় না।
কাজেই আপনাকে বিভিন্ন ধরনের এফিলিয়েশন সম্পর্কে জেনে তাদের মধ্যে থেকে সুবিধেজনক কোম্পানী বাছাই করতে হয়। এক যায়গায় তাদের পরিচিতি পাওয়া সেই সুযোগ করে দেয়। এজন্য বেশকিছু সাইট রয়েছে যারা নানা ধরনের এফিলিয়েশনের তথ্য দিয়ে সহায়তা করে। এধরনের একটি নেটওয়ার্কের পরিচিতি তুলে ধরা হচ্ছে এখানে।
এফিলিয়েট সিকিং সাইটে বিভিন্ন এফিলিয়েশনের ধরন অনুযায়ী ভাগ করে শতশত কোম্পানীর পরিচিতি পাওয়া যাবে। Affiliate Networks, Ad Networks, 2 Tier Programs, Pay per Sale, Pay Per Lead, Residual Income ইত্যাদি বিভিন্ন ধরনের কিছু উদাহরন।
এখান থেকে ভাল ফল পাওয়ার জন্য আপনি যা করতে পারেন,
. প্রথমে কোন ধরনের এফিলিয়েশনের বৈশিষ্ট কি জেনে নিন।
. আপনার প্রচারের জন্য সুবিধেজনক ধরনের মধ্যে যে কোম্পানীগুলির পরিচিতি দেয়া আছে সেগুলি পড়ে দেখুন।
. কোন কোম্পানী পছন্দ হলে তাদের সদস্য হওয়ার শর্ত, কতটা আয় হতে পারে, কিভাবে টাকা পাবেন ইত্যাদি দেখে নিন।
. তাদের সাইটে গিয়ে সদস্য হোন এবং তাদের লিংক প্রচার করে আয় করুন।
এফিলিয়েশন থেকে আয়ের সাধারন নিয়ম হচ্ছে
. ভালভাবে না জেনে কারো সদস্য হবেন না। তাদের সাইটে গিয়ে যতটা সম্ভব তথ্য সংগ্রহ করুন। প্রয়োজন হলে কোম্পানীর নাম লিখে সার্চ করে সেই কোম্পানী সম্পর্কে অন্যদের রিভিউ পড়ে নিন।
. টাকা দিয়ে সদস্য না হওয়াই ভাল। ইন্টারনেটে ভুয়া কোম্পানীর অভাব নেই।
. অনেক ইন্টারনেট সেবা বাংলাদেশ থেকে ব্যবহার করা যায় না। পেপল, ক্লিকব্যাংক, কমিশন জাংশন ইত্যাদি সাধারন উদাহরন। অথচ এফিলিয়েশন ব্যবহারের সময় এগুলি গুরুত্বপুর্ন। এমন এফিলিয়েশন বাছাই করুন যেখানে এধরনের সীমাবদ্ধতার কারনে সমস্যা হবে না।
. অনেক কোম্পানী নিজস্ব ডোমেন না থাকলে এফিলিয়েশন দেয় না। যদি একে ব্যবসা হিসেবে ব্যবহার করতে চান তাহলে নিজস্ব ডোমেন এর কথা ভাবুন।
. প্রচার যত বেশি আয় তত বেশি। আপনার ব্লগে আকর্ষনীয় তথ্য রাখুন যেন বেশি ভিজিটর পাওয়া যায়। সেইসাথে প্রচারের জন্য অন্যান্য নিয়মগুলি মেনে চলুন।
সারা বিশ্বে বহু মানুষ তাদের পেশা হিসেবে এফিলিয়েশন ব্যবহার করছে। এর প্রধান সুবিধে হচ্ছে শুরুতে কাজটি কঠিন হলেও একবার চালু হলে নিয়মিত আয় আসতে থাকে।
পুরোপুরি পেশা হিসেবেই হোক আর খন্ডকালিন কাজ হিসেবেই হোক, যথেষ্ট পরিমান আয়ের সুযোগ করে দিতে পারে এফিলিয়েশন।
এফিলিয়েট সিকিং এর ঠিকানা : www.affiliateseeking.com
ওয়ার্ডপ্রেসে বিনামুল্যের ব্লগ তৈরী
কিভাবে ইমেইল একাউন্ট তৈরী করবেন
ব্লগার বনাম ওয়ার্ডপ্রেস
ওয়ার্ডপ্রেসে বাংলা ব্যবহার
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও
বিনামুল্যের ওয়েব হোষ্টিং
ব্লগিং থেকে আয়ের মুলমন্ত্র
ফ্রিল্যান্স রাইটারদের সেরা ১০ ব্লগ
ব্লগ লিখুন হলিউড ষ্টাইলে
ব্লগারে কাষ্টম থিম ব্যবহার
ভাল ব্লগার হওয়ার ৭ উপায়
ভাল ব্লগার বনাম ভাল ভিজিটর
কেন নিজস্ব ব্লগ তৈরী করবেন
বিনামুল্যের ব্লগিং এর জন্য উইবলি
ব্লগারে বাংলা ব্লগ তৈরী
বেশি ভিজিটর পাওয়া এবং ভিজিটর ধরে রাখার উপায়
এডসেন্স ব্যবহার করতে চান ? গুগলের গাইডলাইন মেনে চলুন
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের সময় যে নিয়ম মেনে চলবেন
ব্লগার ব্লগকে ওয়ার্ডপ্রেসে ব্যবহার
ফ্রিল্যান্সারের সাধারন কিছু নিয়ম
ব্লগ টাইটেলের ৫ খারাপ উদাহরন
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য সাবমিট-ষ্টার্ট ব্যবহার করুন
টাকা আয় করুন আমাজন থেকে
ইমেইল মার্কেটিং এর জন্য অটো রেসপন্ডার ব্যবহার
এফিলিয়েট মাকেটিং এর জন্য লিংকশেয়ার
এফিলিয়েট মার্কেটি সাফল্যের ৫ সুত্র
পেইড ব্লগ রিভিউ এর ভাল-মন্দ
গুগলের নিষেধাজ্ঞা এড়াবেন কিভাবে
যে ১০ কারনে গুগলে সাইট র্যাংকিং বাড়ানো হয়
প্রচারের জন্য সোস্যাল মিডিয়া মার্কেটিং
ওয়েব ডিজাইনের মুলনীতি ঠিক রাখুন
vai bangladesh toh paypal support kore.jemon paypal bd ar maddome taka received kora jai
ReplyDeleteপেপল কোন মধ্যস্থতাকারী পছন্দ করে না। এধরনের কারো মাধ্যমে কাজ করার আগে ভালভাবে খোজ নিন। অফিসিয়ালি বাংলাদেশে পেপল ব্যবহারের অনুমতি নেই। এমনকি অন্যদেশে একাউন্ট করে বাংলাদেশ থেকে ব্যবহার করা যায় না। আইপি এড্রেস থেকে তারা জানে কোথা থেকে ব্যবহার করা হচ্ছে।
Deleteতাহলে আপনি কিভাবে টাকা আনেন। একটু জানাবেন কি। আমি তো এই ভাবে আনবো ভাবসি।ভাই আপনার আপনার ইমেইল টা দিবেন
ReplyDeleteআমি প্রথমেই খোজ নেই তারা মানিবুকারস, এলার্ট-পে অথবা ব্যাংক চেক দেয় কি-না। অন্যদের এই বিষয়ে সচেতন থাকার কথা অনেকবার বলা হয়েছে।
Deletevai jodi email address ta diten valo hoito amader moto new commer der jonno
ReplyDelete