Saturday, July 2, 2011

Freelancing: কাজের মান ঠিক রাখার জন্য কি করবেন

ফ্রিল্যান্সিং কাজে প্রথমদিকে এমন কাজ করতে হতে পারে যেখানে নিজের পুরো যোগ্যতা দেখানোর সুযোগ নেই। কাজ পেতে হবে এই কারনে যে কোন কাজ হাতে নিতে হয়। স্বাভাবিকের থেকে কমমুল্যের কাজ করতে হয়। এর প্রভাব পড়ে কাজের ওপর। এই অবস্থা দির্ঘকালীন হলে তার প্রভাবও হয় দির্ঘকালীন।
আপনি সচেতন থাকলে এই সমস্যা কাটিয়ে উঠতে পারেন। অবশ্যই সবকিছু আপনার ইচ্ছের ওপর নির্ভর করে না। সেকারনেই এর প্রয়োজনীয়তা বেশি।
কাজের মান ঠিক রাখা, তাকে আরো উন্নত করার জন্য নিজেকে এই প্রশ্নগুলি করুন।
.          যে কাজ করছেন সেকাজে কি আপনি সন্তুষ্ট
কাজে সন্তুষ্টি ভাল কাজের প্রথম শর্ত। যদি কোন কারনে সন্তুষ্ট না হওয়ার বিষয় থাকে তাহলে একে সাময়িক বিষয় বলে ধরে নিন এবং কাটিয়ে উঠতে চেষ্টা করুন। হাতের কাজকেই মনোযোগ দিয়ে করুন।
.           বর্তমান কাজ আপনার দক্ষতা প্রকাশ করছে না বলে মনে হচ্ছে
এমন অবস্থা যে কারো জন্যই হতে পারে। বিখ্যাত ব্যক্তিদের কথা মনে করুন। জ্যাক লন্ডন বক্সিং এর রেফারি থেকে তিমি শিকারী এমন কোন পেশা নেই যেখানে কাজ করেননি। এসব কাজে যা অভিজ্ঞতা তাকে সফলভাবে ব্যবহার করেছেন। আপনি বর্তমান কাজকে অভিজ্ঞতালাভ হিসেবে ধরে নিন।
.          একই কাজ আবারো করতে হলে কি পরিবর্তন আনবেন
কাজ শেষ করেই তাকে মাথা থেকে বাদ না দিয়ে আবারো সে কাজ করলে কতটুকু উন্নতি আনা সম্ভব ভাবুন। সময় থাকলে সেটা করে দেখুন। দক্ষতা বাড়ানোর জন্য এর তুলনা হয় না।
.          কোন কাজ করে সবচেয়ে বেশি আনন্দ পেয়েছেন
কোন কাজ বিশেষভাবে আপনার পছন্দ হলে সেই পছন্দের কারন জানার চেষ্টা করুন। হয়ত এমন কিছু বিষয় রয়েছে যা আপনি সচেতনভাবে লক্ষ্য করেননি। তাকে অন্য কাজে প্রয়োগ করতে চেষ্টা করুন।
.          কোন কাজ সবচেয়ে বেশি সমস্যা তৈরী করেছে
কোন কাজ করার সময় নিশ্চয়ই তাকে কঠিন বলে মনে হয়েছে। তার কারন জানার চেষ্টা করুন। যদি কোনকিছু জানার ঘাটতির কারনে হয় সেটা পুরনের চেষ্টা করুন।
.          আপনার কাজ সম্পর্কে ক্লায়েন্ট এর বক্তব্য কি
আপনার কাজ মুলত ক্লায়েন্টকে নিয়ে। তিনি কি বললেন সেটাই মুল বিষয়। তার বক্তব্য শুনুন, তার দৃষ্টিতে দেখার চেষ্টা করুন। তিনি যা পেতে চান সেটা দিতে চেষ্টা করুন। দুএকটি ক্ষেত্রে ব্যতিক্রম থাকলেও অধিকাংশ ক্ষেত্রে ক্লায়েন্টদের আচরনে মিল খুজে পাবেন। সেগুলি বিবেচনা করে কাজ  করুন।
প্রতি ৬ মাস পরপর এই প্রশ্নগুলি একবার যাচাই করে নিন। বিশ্বব্যাপি সফল ফ্রিল্যান্সাররা সেটাই করেন।

No comments:

Post a Comment