Saturday, July 2, 2011

Photography: বিনামুল্যে ফটোগ্রাফি পত্রিকা

ফটোগ্রাফারদের শেখার শেষ নেই। পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ, ওয়াইল্ডলাইফ যাই হোক না কেন, প্রতিটি বিষয়ের রয়েছে নানা পদ্ধতি, নানারকম কৌশল। আর ঠিকভাবে ছবি উঠানোই শেষ না, এরপর রয়েছে পোষ্ট প্রসেসের বিষয়। ফটোশপ কিংবা লাইটরুম অথবা অন্য কোন সফটঅয়্যারের ব্যবহার। বিষয়গুলি যদি বিনামুল্যে নিয়মিতভাবে কোন পত্রিকায় পাওয়া যায় তাহলে মন্দ হয় না। সেটা সম্ভব করেছে ফটোগ্রাফি বিবি পত্রিকা।
অলাভজনক এই পত্রিকা নিয়মিতভাবে নানারকম ফিচার এবং পরামর্শ প্রকাশ করে ডিজিটাল ফরম্যাটে। বিনামুল্যে ডাউনলোড করা যায় তাদের সাইট থেকে। সম্প্রতি বের হয়েছে এর ৪১তম সংখ্যা। আমেরিকার স্বাধিনতা দিবসের প্রাক্কালে এতে রয়েছে ফায়ারওয়ার্কস (আতসবাজি) এর ছবি উঠানোর কৌশল এবং তার পোষ্ট-প্রসেসর এর নিয়ম।
এই সংখ্যা এবং অন্যান্য সংখ্যাগুলি ডাউনলোড করতে পারেন নিচের লিংক থেকে। ফটোগ্রাফি সম্পর্কে আপনার অনেক প্রশ্নের উত্তর পাবেন এর মাধ্যমে।

No comments:

Post a Comment