Sunday, July 31, 2011

এডবি আফটার ইফেক্টস : আলোর ইফেক্ট তৈরী

ছবির মত এনিমেটেড আলোর ইফেক্ট নিশ্চয়ই দেখেছেন বহু যায়গায়। আফটার ইফেক্টস ব্যবহার করে খুব সহজে এধরনের ইফেক্ট তৈরী করতে পারেন। এজন্য Trapcode এর তৈরী Shine নামে একটি প্লাগইন ব্যবহার করা হয়েছে।
আপনি আলোর রেখা দেখাতে পারেন বিশেষ লেয়ার তৈরী করে সেখানে (যেমন এখানে টেক্সট লেয়ার ব্যবহার করা হয়েছে) অথবা সরাসরি কোন ইমেজ বা ভিডিও থেকেই তারসাথে মিল রেখে আলোকরশ্মি তৈরী করতে পারেন।
.          উদাহরনের মত ফটোশপে লেখাকে তৈরী করে নিন।
.          আফটার ইফেক্টস প্রোজেক্টে ইমপোর্ট করুন।
.          ট্রাপকোড সাইট ইফেক্ট প্রয়োগ করুন। সাথেসাথে ইফেক্ট দেখা যাবে।
.          ইফেক্ট কন্ট্রোল প্যানেল থেকে নিচের পরিবর্তনগুলি করুন

Source point : আলোর কেন্দ্রবিন্দু ঠিক করার জন্য। বাল্ব বা মোমবাতি থেকে আলো বের হচ্ছে দেখানোর জন্য সেখানে ব্যবহার করতে পারেন। একে এনিমেট করা যাবে।
Ray Length : আলোর দৈর্ঘ্য বলে দেয়ার জন্য। একেও এনিমেট করে আলোর বৃদ্ধি বা হ্রাস দেখানো যেতে পারে।
Boost Light : আলোর উজ্জ্বলতা কমবেশি দেখানোর জন্য।
Colorize : আলোর রং পরিবর্তনের জন্য।
Source Opacity : মুল লেয়ারের অপাসিটি কমবেশি করার জন্য। অপাসিটি শুন্য (০) করে উদাহনের লেখাটি অদৃশ্য করে শুধুমাত্র আলোকরশ্মি দেখার ব্যবস্থা করা  যেতে পারে।
Shine Opacity : আলোর অপাসিটি কমবেশি করার জন্য।
Transfer mode : ফটোশপ লেয়ার ইফেক্টের মত লেয়ার ইফেক্ট পরিবর্তনের জন্য।

আফটার ইফেক্টস ব্যবহার করে প্রাথমিক কাজ শিখে নিন এখান থেকে

No comments:

Post a Comment