ফ্রিল্যান্সারের এমন অবস্থা হতে পারে যেখানে জরুরী ভিত্তিতে অর্থ প্রয়োজন, সেকারনে জরুরী ভিত্তিতে কাজ প্রয়োজন। ইচ্ছে করলে কি দ্রুত কাজ পাওয়া যায় ?
সুখবর হচ্ছে বেশিকিছু পরীক্ষিত পদ্ধতি ব্যবহার করে দ্রুত কাজ পাওয়া সম্ভব। দুসপ্তাহের মধ্যে আপনি ফল পাবেন। নিচের যে দুটি পদ্ধতি আপনার জন্য বেশি উপোযোগি তাকে ব্যবহার করতে চেষ্টা করুন।
. পরিচিতদের মধ্যে কাজ খুজুন
আপনার বন্ধু-বান্ধব, আত্বিয়, আগে একসাথে কাজ করেছেন এমন কেউ, আগে কোন কোম্পানীর কাজ করেছেন এমন ব্যক্তিদের সাথে যোগাযোগ করুন। তাদের জানান আপনি ঠিক কি কাজ করেন, সেই বিষয়ে কতটা দক্ষতা অর্জন করেছেন এই সেই বিষয়ে তার জানামতে কারো কাছে কাজ আছে কিনা।
যাদের সাথে যোগাযোগ করছেন তাদের নিজেদের হাতে কাজ থাকতে হবে এমন কথা নেই। তারা এমন কোন সুত্র দিতে পারেন যার মাধ্যমে আপনি কাজ পাবেন। যেখানে কাজের সম্ভাবনা আছে সেখানে মেইল পাঠান।
তবে, সবাইকে আপনার জরুরী অর্থ প্রয়োজন একথা না বলাই ভাল। এটা পেশাদারীত্বের জন্য ক্ষতিকর। আপনার দক্ষতার ভিত্তিতে কাজ পাবেন, প্রয়োজন বিবেচনা করে না।
আপনার বন্ধু-বান্ধব, আত্বিয়, আগে একসাথে কাজ করেছেন এমন কেউ, আগে কোন কোম্পানীর কাজ করেছেন এমন ব্যক্তিদের সাথে যোগাযোগ করুন। তাদের জানান আপনি ঠিক কি কাজ করেন, সেই বিষয়ে কতটা দক্ষতা অর্জন করেছেন এই সেই বিষয়ে তার জানামতে কারো কাছে কাজ আছে কিনা।
যাদের সাথে যোগাযোগ করছেন তাদের নিজেদের হাতে কাজ থাকতে হবে এমন কথা নেই। তারা এমন কোন সুত্র দিতে পারেন যার মাধ্যমে আপনি কাজ পাবেন। যেখানে কাজের সম্ভাবনা আছে সেখানে মেইল পাঠান।
তবে, সবাইকে আপনার জরুরী অর্থ প্রয়োজন একথা না বলাই ভাল। এটা পেশাদারীত্বের জন্য ক্ষতিকর। আপনার দক্ষতার ভিত্তিতে কাজ পাবেন, প্রয়োজন বিবেচনা করে না।
. আগের এবং বর্তমান ক্লায়েন্টকে বলুন
আগে যাদের কাজ করেছেন তাদের সাথে যোগাযোগ করুন কিংবা বর্তমানে যার কাজ করছেন তার পরিচিত কোন যায়গা থেকে কাজ পাওয়া সম্ভব কিনা খোজ করুন। ক্লায়েন্টের কাছে সুপারিশ চাইতে দ্বিধা করবেন না।
আগে যাদের কাজ করেছেন তাদের সাথে যোগাযোগ করুন কিংবা বর্তমানে যার কাজ করছেন তার পরিচিত কোন যায়গা থেকে কাজ পাওয়া সম্ভব কিনা খোজ করুন। ক্লায়েন্টের কাছে সুপারিশ চাইতে দ্বিধা করবেন না।
. কোন সোস্যাল নেটওয়ার্কে অতিরিক্ত সময় দিন
ফেসবুক-টুইটারের মত কোন একটি সোস্যাল নেটওয়ার্ক অথবা কোন ফোরামে ব্যবহার করে ক্রমাগত কাজের চেষ্টা করতে থাকুন। ফোরামে অনেক কাজ থাকে শুধুমাত্র সদস্যদের জন্য। কাজেই সাধারন ফ্রিল্যান্সিং সাইট থেকে প্রতিযোগি কম এবং কাজ পাওয়ার সম্ভাবনা বেশি।
ফেসবুক-টুইটারের মত কোন একটি সোস্যাল নেটওয়ার্ক অথবা কোন ফোরামে ব্যবহার করে ক্রমাগত কাজের চেষ্টা করতে থাকুন। ফোরামে অনেক কাজ থাকে শুধুমাত্র সদস্যদের জন্য। কাজেই সাধারন ফ্রিল্যান্সিং সাইট থেকে প্রতিযোগি কম এবং কাজ পাওয়ার সম্ভাবনা বেশি।
. সরাসরি ইমেইল প্রচারনা শুরু করুন
সরাসরি মেইল বলতে ইমেইল এড্রেস সংগ্রহ করে তাদের কাছে মেইল পাঠানো বুঝানো হচ্ছে। আপনি সরাসরি ইমেইল করে কাজ চাইতে পারেন না। সাধারনত কোন তথ্য পাঠিয়ে মেইল করা হয় সাথে কাজের কথাটি জুড়ে দেয়া হয়। এমন কোন তথ্য দিন যা নিয়ে সেই ব্যক্তির আগ্রহ রয়েছে।
যদি যোগাযোগের মত যথেষ্ট ঠিকানা না পান, যেখানে কাজ পাওয়ার সম্ভাবনা রয়েছে তাদের ওয়েবসাইটে যান, সেখান থেকে ইমেইল এড্রেস সংগ্রহ করুন এবং মেইল পাঠান। তবে মেইল এমনভাবে পাঠাবেন না যারফলে তারা বিরক্ত হতে পারেন। বরং আগ্রহ দেখান এমনভাবে মেইল পাঠান।
সরাসরি মেইল বলতে ইমেইল এড্রেস সংগ্রহ করে তাদের কাছে মেইল পাঠানো বুঝানো হচ্ছে। আপনি সরাসরি ইমেইল করে কাজ চাইতে পারেন না। সাধারনত কোন তথ্য পাঠিয়ে মেইল করা হয় সাথে কাজের কথাটি জুড়ে দেয়া হয়। এমন কোন তথ্য দিন যা নিয়ে সেই ব্যক্তির আগ্রহ রয়েছে।
যদি যোগাযোগের মত যথেষ্ট ঠিকানা না পান, যেখানে কাজ পাওয়ার সম্ভাবনা রয়েছে তাদের ওয়েবসাইটে যান, সেখান থেকে ইমেইল এড্রেস সংগ্রহ করুন এবং মেইল পাঠান। তবে মেইল এমনভাবে পাঠাবেন না যারফলে তারা বিরক্ত হতে পারেন। বরং আগ্রহ দেখান এমনভাবে মেইল পাঠান।
ফ্রিল্যান্সারদের সময়মত বেতনের বিষয় নেই ফলে এধরনের অবস্থাকে খারাপ সময় মনে হতে পারে। বাস্তবে এই অভিজ্ঞতা ফ্রিল্যান্সারকে কারো কাজে উদ্বুদ্ধ করে, নতুন পথ দেখায়।
অবশ্য তাই বলে জরুরী সময়ের জন্য অপেক্ষা করা প্রয়োজন নেই। সাধারনভাবেই এই পদ্ধতিগুলি ব্যবহার করতে পারেন।
ফ্রিল্যান্সিং এবং ইন্টারনেটে আয়
ফ্রিল্যান্সিং এবং ইন্টারনেটে আয়
- কিভাবে ইন্টারনেটে অর্থ উপার্জন করবেন
- টাকা কিভাবে হাতে পাবেন
- কিভাবে বেশি কাজ পাবেন
- গুগল এডসেন্স থেকে আয় করার পদ্ধতি
- ফাইল আপলোড করে উপার্জন
- ডাটা এন্ট্রি করে উপার্জন
- গুগল এডসেন্সর এর অজানা তথ্য – ১
- গুগল এডসেন্সর এর অজানা তথ্য - ২
- গুগল এডসেন্সর এর অজানা তথ্য - ৩
- পেইড টু ক্লিক, পিটিসি
- রিভিউ লিখে আয়
- এফিলিয়েট মার্কেটিং
- এডসেন্স ব্যবহারের নিয়ম-কানুন
- অন্যের সাইট থেকে উপার্জন
- ই-বুক বিক্রি করে আয়
- ফ্রিল্যান্সিং কাজ কোথায় পাবেন
- গুগল কাষ্টম সার্চ (এডসেন্স ফর সার্চ) থেকে আয়
- এডসেন্স ব্যবহারের নিয়ম, যে ভুলগুলি করবেন না
- ইমেইল মার্কেটিং
- বই বিক্রি করুন গুগলের সাহায্যে
- ইন্টারনেটে আয় সম্পর্কে ১০টি ভুল ধারনা
- ইন্টারনেটে আয়ের ৫টি সেরা পথ
- ফ্রিল্যান্সার থেকে কিভাবে কাজ পাবেন
- ফটোশপ ডিজাইন বিক্রি করে আয়
- ফেসবুক থেকে আয়
- যে কারনে এডসেন্স ব্যবহারের সুযোগ পাবেন না
- ফ্রিল্যান্সিং কাজে সবচেয়ে বড় ভুল
- ফ্রিল্যান্সিং কাজে সাব-কন্ট্রাক্টর ব্যবহার করে বেশি আয়
- পিটিসি এর অজানা তথ্য
- ক্রিয়েটিভিটি নষ্ট হওয়ার ৫ কারন
- সময় বাচানোর সেরা উপায়
- ক্লায়েন্ট ধরে রাখার জন্য কি করবেন
- এডসেন্স এর বিকল্প বিজ্ঞাপন ব্যবস্থা চিতিকা
- ওয়ার্ডপ্রেস টেম্পলেট বিক্রি করে আয়
- ফ্রিল্যান্সিং কাজে ভাল করার উপায়
- আস্থা অর্জনের ৩ উপায়
- কম সময়ে বেশি কাজ করা
- ফাইলসার্ভে ফাইল আপলোড করে আয়
- ইন্টারনেটে অর্থ আদান-প্রদানের বিভিন্ন পদ্ধতি
- আয় করুন ই-বে থেকে
- ভার্চুয়াল এসিষ্টেন্ট ব্যবহার করে বেশি কাজ করা
- ফ্রিল্যান্সার হিসেবে আপনি কখন ব্যর্থ
- কিভাবে বাস্তবসম্মত লক্ষ্য স্থির করবেন
- ফ্রিল্যান্সিং কাজের ভাল দিক-মন্দ দিক
- ফ্রিলান্সিং পরিকল্পনার ৩ ধাপ
- ফ্রিল্যান্সিং কাজে নিজেকে প্রফেশনাল হিসেবে তুলে ধরা
- ফ্রিল্যান্সার হতে চান ? নিজেকে প্রশ্ন করুন
- সাফল্যের ৪ সুত্র
- টাকা আয় করুন রিভিউ-মি তে রিভিউ লিখে
- ফ্রিল্যান্সারের প্রধান ৫ সমস্যা এবং সমাধান
- আউটসোর্সিং-ক্রাউসসোর্সিং-ফ্রিল্যান্সিং বলতে কি বুঝায়
- ইমেইল মার্কেটিং এ কুশলী হোন
- অনলাইন আয়ের জন্য অফলাইন প্রচার
- ফ্রিল্যান্সিং : গুপ্তধন খুজুন
- ইনবাউন্ড মার্কেটিং
- এফিলিয়েট মার্কেটিং ভাল করার কিছু নিয়ম
- ফ্রিল্যান্সিং কাজে মুল্য নির্ধারন
- ফ্রিল্যান্সার হিসেবে কেন ফ্রি কাজ করবেন না
- ফ্রিল্যান্সিং কাজে কর্মদক্ষতা বাড়ানোর ১০ কৌশল
- ফ্রিল্যান্সারের ১০ ভয়
- কিভাবে লেখক হবেন
- ফ্রিল্যান্সিং বা ছোট ব্যবসা কেন পছন্দ করবেন
- ফ্রিল্যান্সারের মেধা এবং যোগ্যতা
No comments:
Post a Comment