Tuesday, July 26, 2011

ইন্টারনেট থেকে সহজে ডাউনলোডের জন্য ব্যবহার করুন ডাউনলোড ম্যানেজার

যারা ইন্টারনেট ব্যবহার করেন তাদের সবসময়ই কিছু না কিছু ডাউনলোড করতে হয়। গ্রাফিক্স কার্ড ড্রাইভার কিংবা ক্যামেরার ম্যানুয়েল কিংবা কোন সফটঅয়্যার। ডাউনলোড করার সময় কিছু না কিচু সমস্যা হয়েই থাকে। হয়ত কোন কারনে ডাউনলোড শেষ হওয়ার আগেই কম্পিউটার বন্ধ করতে হল, ইন্টারনেটের লাইন কেটে গেল। আবারো আপনাকে ডাউনলোড করতে হয় শুরু থেকে। সেইসাথে স্পিডের বিষয় তো আছেই।
ডাউনলোড ম্যানেজার সফটঅয়্যারগুলি নানাভাবে একাজে সহযোগিতা করতে পারে। ডাউনলোড কমান্ড দিলে এগুলি সফটঅয়্যারের লিষ্টে (কিউ) জমা হয়। মাঝখানে বন্ধ করে আবারও যখন চালু করবেন তখন বাকি অংশটুকু ডাউনলোড হবে। ডাউনলোড ফাইলকে কয়েকটি ভাগে ভাগ করে সবগুলি প্যারাফাল ডাউনলোড করে বলে লাইনের পুরো স্পিড কাজে লাগানো যায়। একারনে এদেরকে ডাউনলোড এক্সিলারেটরও বলা হয়। আর অনেক ফাইল সরাসরি ডাউনলোড করা না গেলেও এইসব সফটঅয়্যারের মাধ্যমে ডাউনলোড করা যায়। যেমন ইউটিউব ভিডিও কিংবা কোন ওয়েবপেজ থেকে ফ্লাশ মুভি।
এধরনের একটি সফটঅয়্যার ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার (Internet Download Manager, IDM)। অটো-মোডে ব্যবহারের জন্য সাধারনভাবে আপনার কিছুই করতে হয় না। ইনষ্টল করুন, এর প্লাগইন আপনার ব্রাউজারের সাথে যোগ হবে। এরপর যখনই কিছু ডাউনলোড করবেন সে নিজে থেকেই সেটা ডিটেক্ট করবে এবং এর মাধ্যমে ডাউনলোড হবে।
ম্যানুয়েল ডাউনলোডের জন্য কোন লিংকে রাইট-ক্লিক করে Download with IDM সিলেক্ট করুন।
যদি আপনার ব্রাউজারের সাথে কাজ না করে তাহলে সফটঅয়্যারটি চালু করুন, অপশন টুলে ক্লিক করুন, জেনারেল ট্যাব থেকে আপনার ব্রাউজারের নাম সিলেক্ট করে দিন।
কোন ফাইল কিছুটা ডাউনলোড করার পর বন্ধ হয়েছে, তাকে পুনরায় চালু করার জন্য সফটঅয়্যারটি ওপেন করুন। লিষ্টে ডাউনলোড ফাইলটির ওপর রাইটক্লিক করে Resume Download সিলেক্ট করুন।
ফ্লাশ ভিডিও ফাইল ডাউনলোডের জন্য পেজে রাইট-ক্লিক করে Download FLV Video Content with IDM সিলেক্ট করুন।
ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার একাজের জন্য একমাত্র সফটঅয়্যার না, এধরনের আরো সফটঅয়্যার রয়েছে। GetRight Pro, Internet Download Accelerator, Hi Download, Mass Downloader, Download Direct ইত্যাদি এধরনের সফটঅয়্যার। এদের মধ্যে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার সফটঅয়্যারটি বেশি জনপ্রিয়।

No comments:

Post a Comment