ফটোশপে ডিজাইন করার সময় আপনার অনেক সময়ই সরলরেখা আকা প্রয়োজন হতে পারে। কিংবা বৃত্ত, আয়তক্ষেত্র বা পঞ্চভুজ। কিংবা এর বাইরে বিশেষ কোন সেপ ব্যবহার করা প্রয়োজন হতে পারে। সাধারন সেপ ছাড়াও নানাধরনের সেপ নানাভাবে ব্যবহার করতে পারেন ফটোশপে।
লাইন টুল ব্যবহার করে আপনি সরলরেখা আকবেন। রেখার পুরুত্ব, রং ইত্যাদি তো পরিবর্তন করা যাবেই, ইচ্ছে করলে মাথায় তীর চিহ্ন যোগ করতে পারেন। কোনকিছু নির্দেশ করার জন্য যা প্রয়োজন হয়।
. টুলবক্সে লাইন টুল সিলেক্ট করুন।
. প্রোপার্টি বারে (মেনুবারের নিচে) ফিল পিক্সেল (বাম থেকে ৪র্থ) সিলেক্ট করুন।
. Weight অংশে রেখার পুরুত্ব কত হবে ঠিক করে দিন। পিক্সেলের মান যত বেশি হত রেখা তত মোটা হবে।
. Geometry অংশে ক্লিক করুন এবং শুরুতে কিংবা শেষে তীরচিহ্ন ব্যবহার করলে সেটা সিলেক্ট করুন।
. পছন্দমত রং সিলেক্ট করুন।
. ক্যানভাসে ক্লিক করে ড্রাগ করুন।
ফটোশপ বিটম্যাপে কাজ করে। ইলাষ্ট্রেটরের মত একবার লাইন বা সেপ একে তার পরিবর্তন করা যাবে না। পছন্দমত আকা না হলে আনডু করে অথবা মুছে দিয়ে নতুনভাবে আকতে হবে। কাজের সুবিধের জন্য পৃথক লেয়ারে আকতে পারেন।
বেসিক সেপ আকা
. লাইন টুল অথবা এই টুলের ফন্তর্গত যে কোন টুল সিলেক্ট করা থাকলে প্রোপার্টি বারে অন্যান্য সেপ টুলগুলি সরাসরি পাওয়া যাবে। সেখানে ক্লিক করে পছন্দের টুল সিলেক্ট করুন, অথবা টুলবক্স থেকে সিলেক্ট করুন।
. পছন্দমত রং সিলেক্ট করুন।
. আগের পদ্ধতিতে ড্রাগ করে সেপ আকুন।
. আকার সময় সিফট মডিফায়ার কি চেপে সুসমভাবে আকতে পারেন। যেমন সিফট চেপে আয়তক্ষেত্র আকলে সেটা সুসম বর্গক্ষেত্র হবে, উপবৃত্ত আকলে সেটা বৃত্ত হবে।
. প্রোপার্টি বারে এ্যাড, সাবট্রাক্ট ইত্যাদি অপশ ব্যবহার করে এক সেপের সাথে আরেক সেপ যোগ করা বা একটি থেকে আরেকটি বাদ দেয়ার কাজ করা যাবে। এরফলে বেসিক সেপ ব্যবহার করে নতুন ধরনের সেপ তৈরী করতে পারেন।
সেপ আকার পর তাকে লেয়ার ইফেক্ট ব্যবহার করে বেভেল (থ্রিডি), ড্রপ স্যাডো, গ্রাডিয়েন্ট কালার ইত্যাদি ইফেক্ট প্রয়োগ করে আকর্ষনীয় ডিজাইন করতে পারেন।
কাষ্টম সেপ তৈরী
বেসিক সেপ এর বাইরে অনেকগুলি কাষ্টম সেপ দেয়া আছে ফটোশপে। এগুলি ব্যবহারের জন্য;
. কাষ্টম সেপ টুল সিলেক্ট করুন।
. প্রোপার্টি বারে Shape অংশে ক্লিক করে পছন্দের সেপ সিলেক্ট করুন।
. ক্যানভাসে ড্রাগ করে সেপটি আকুন।
. সেপ সিলেকশন উইন্ডোতে ছোট তীরচিহ্নে ক্লিক করে একটি মেনু পাওয়া যাবে। সেখান থেকে সেপের জন্য বিশাল এক লাইব্রেরী পাওয়া যাবে। আপনার প্রয়োজনীয় অধিকাংশ সেপই এখানে পাবেন।
No comments:
Post a Comment