অনেকেরই প্রশ্ন ফ্যিল্যান্সার কিভাবে হয় ? তারসাথে প্রফেশনাল যোগ করলে তো কথাই নেই।
সব প্রফেশনালের নিজস্ব কিছু বৈশিষ্ট থাকে। তেমনি প্রফেশনার ফ্রিল্যান্সারদের নিজস্ব বৈশিষ্ট থাকা প্রয়োজন। প্রফেশনাল ফ্রিল্যান্সার হওয়ার জন্য অনুকরনীয় বৈশিষ্টগুলি এখানে উল্লেখ করা হচ্ছে।
. ফ্রিল্যান্সারের মত পোষাক পড়ুন
ফ্রিল্যান্সারের পোষাক কি ? কোট-টাই পড়তে হবে ? কিংবা জিন্স। জিন্স চলতে পারে, কোটটাই মোটেই না। প্রফেশনাল ফ্রিল্যান্সারদের পোষাক একেবারে সাধারন। পায়জামা এবং সাথে ঢোলা সার্ট কিংবা খাটো গেঞ্জি। কিছুটা উন্নতি করলে হাফপ্যান্ট ব্যবহার করতে পারেন। সারেথ অবশ্যই স্যান্ডেল। চশমা জরুরী। যদি পাওয়ার লেন্স প্রয়োজন না হয় তাহলে পুরু ফ্রেমের প্লাষ্টিক চশমা ব্যবহার করুন।
চুল আচড়াবেন না, সেভ করবেন না, গোছল করবেন না, দাত ব্রাশ করবেন না। এগুলি যারা ৯টা-৫টা চাকরী করে তাদের জন্য।
ফ্রিল্যান্সারের পোষাক কি ? কোট-টাই পড়তে হবে ? কিংবা জিন্স। জিন্স চলতে পারে, কোটটাই মোটেই না। প্রফেশনাল ফ্রিল্যান্সারদের পোষাক একেবারে সাধারন। পায়জামা এবং সাথে ঢোলা সার্ট কিংবা খাটো গেঞ্জি। কিছুটা উন্নতি করলে হাফপ্যান্ট ব্যবহার করতে পারেন। সারেথ অবশ্যই স্যান্ডেল। চশমা জরুরী। যদি পাওয়ার লেন্স প্রয়োজন না হয় তাহলে পুরু ফ্রেমের প্লাষ্টিক চশমা ব্যবহার করুন।
চুল আচড়াবেন না, সেভ করবেন না, গোছল করবেন না, দাত ব্রাশ করবেন না। এগুলি যারা ৯টা-৫টা চাকরী করে তাদের জন্য।
. কাজ কিভাবে করবেন
আপনি কি কাজ করতে চান ? ওইসব চাকুরে কিংবা অর্থলোভী লোকজনের জন্য ফ্রিল্যান্সার কখনো কাজ করে না। যদি কখনো কিছু করতে চান টেবিলে বসে নিজের মনমত কিছু করুন। সেটা যদি তাদের পছন্দ না হয় ছুড়ে ফেলে দিন। ওরা কিছু বোঝে নাকি!
আপনি কি কাজ করতে চান ? ওইসব চাকুরে কিংবা অর্থলোভী লোকজনের জন্য ফ্রিল্যান্সার কখনো কাজ করে না। যদি কখনো কিছু করতে চান টেবিলে বসে নিজের মনমত কিছু করুন। সেটা যদি তাদের পছন্দ না হয় ছুড়ে ফেলে দিন। ওরা কিছু বোঝে নাকি!
. কাজ খোজা
সত্যিকারের প্রফেশনাল ফ্রিল্যান্সার কখনো কাজ খোজে না। কাজ খোজার মত কাজই যদি করবেন তাহলে আবার ফ্রিল্যান্সার কেন ?
নিজের ওয়েবসাইট তৈরী করে বসে থাকুন। আপনার কাছে কাজ করার জন্য লোকজন ধর্না দেবে। অবশ্য তারঅর্থ এই না যে কেউ ধর্না দিলেই আপনাকে তাদের কাজ করতে হবে। এটাই তো ফ্রিল্যান্সারের স্বাধীনতা।
সত্যিকারের প্রফেশনাল ফ্রিল্যান্সার কখনো কাজ খোজে না। কাজ খোজার মত কাজই যদি করবেন তাহলে আবার ফ্রিল্যান্সার কেন ?
নিজের ওয়েবসাইট তৈরী করে বসে থাকুন। আপনার কাছে কাজ করার জন্য লোকজন ধর্না দেবে। অবশ্য তারঅর্থ এই না যে কেউ ধর্না দিলেই আপনাকে তাদের কাজ করতে হবে। এটাই তো ফ্রিল্যান্সারের স্বাধীনতা।
. কাজের সময় ঠিক করা
ফ্রিল্যান্সারের প্রথম শর্ত, কোন ধরনের সময় মানবেন না। সময় না মানার জন্যই তো ফ্রিল্যান্সার হয়েছেন।
ফ্রিল্যান্সারের প্রথম শর্ত, কোন ধরনের সময় মানবেন না। সময় না মানার জন্যই তো ফ্রিল্যান্সার হয়েছেন।
. যন্ত্রপাতি
নতুন কোন মডেল বাজারে এলো কিংবা আসতে যাচ্ছে খোজ রাখুন। নতুন ধরনের ল্যাপটপ, নতুন স্মার্টফোন ইত্যাদি সংগ্রহ করুন। টেবিল-চেয়ার-লাইট ইত্যাদির পেছনে অপচয় করবেন না।
নতুন কোন মডেল বাজারে এলো কিংবা আসতে যাচ্ছে খোজ রাখুন। নতুন ধরনের ল্যাপটপ, নতুন স্মার্টফোন ইত্যাদি সংগ্রহ করুন। টেবিল-চেয়ার-লাইট ইত্যাদির পেছনে অপচয় করবেন না।
. ক্লায়েন্ট
ফ্রিল্যান্সারদের জন্য সবচেয়ে দুঃখজনক সত্যি হচ্ছে এই অপছন্দের লোকগুলির সাথে কাজ করতে হয়। কিন্তু কি আর করা। কাজ করতে হলেই ভাল আচরন করতে হবে এমন কথা নেই।
কথাবার্তা-আচার আচরনে জানিয়ে দিন আপনি তাদের থেকে অনেক ওপরে। তাদের সাথে ভাল আচরন করলেই তারা মাথায় চেপে বসবে অথবা সরে যাবে।
ফ্রিল্যান্সারদের জন্য সবচেয়ে দুঃখজনক সত্যি হচ্ছে এই অপছন্দের লোকগুলির সাথে কাজ করতে হয়। কিন্তু কি আর করা। কাজ করতে হলেই ভাল আচরন করতে হবে এমন কথা নেই।
কথাবার্তা-আচার আচরনে জানিয়ে দিন আপনি তাদের থেকে অনেক ওপরে। তাদের সাথে ভাল আচরন করলেই তারা মাথায় চেপে বসবে অথবা সরে যাবে।
. অবসর
কখনো কাজ করে কিংবা ক্লায়েন্টে সাথে কথা বলে অবসর সময়টুকু নষ্ট করবেন না। বই পড়ার মত কাজ করবেন না। বরং সেই সময় ফেসবুক ব্যবহার করুন, নতুন আসা গেম খেলুন কিংবা কারো সাথে রাজনীতি কিংবা বাজারদর নিয়ে আলাপ করুন।
কখনো কাজ করে কিংবা ক্লায়েন্টে সাথে কথা বলে অবসর সময়টুকু নষ্ট করবেন না। বই পড়ার মত কাজ করবেন না। বরং সেই সময় ফেসবুক ব্যবহার করুন, নতুন আসা গেম খেলুন কিংবা কারো সাথে রাজনীতি কিংবা বাজারদর নিয়ে আলাপ করুন।
আপনি নিশ্চয়ই বোকা নন। ভালমতই বুঝেছেন এধরনের যোগ্যতাসম্পন্ন ফ্রিল্যান্সার হওয়ার জন্য প্রথম যোগ্যতা হতে হয়, করব বলে সেকাজ না করা। সবাই যখন মিথ্যে বড়াই করছে তখন আপনি করলে সমস্যা কোথায়?
No comments:
Post a Comment