ব্লগ কিংবা ওয়েবসাইট পরিচালনার সময় সবচেয়ে কঠিন কাজ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। নিজের পরিচিতি বিভিন্ন ব্লগ এবং ডিরেক্টরীতে পৌছানো। আপনি একটি একটি করে তাদের সাইটে গিয়ে নাম লেখাতে পারেন। আবার কিছু সাইটের সাহায্যে একবারে সব যায়গায় নাম পাঠিয়ে দিতে পারেন।
যারা এধরনের সেবা দেন তাদের অনেকেই একে ব্যবসা হিসেবে ব্যবহার করেন। অর্থাত তাদের সেবার জন্য অর্থ দিতে হয়। আবার কিছু প্রতিস্ঠঅন বিনামুল্যে এই সেবা দেয়। এ্যাড-মি এধরনের একটি প্রতিস্ঠান। আপনার ব্লগের ঠিকানা, যে কিওয়ার্ডগুলি হিসেবে পরিচিতি পেতে চান সেগুলি লিখে দিলে ৬০০ এর বেশি সার্চ ইঞ্জিন এবং ডিরেক্টরীতে আপনার সাইটের নাম চলে যাবে।
আরো কিছু সুবিধে পেতে পারেন এখান থেকে। তাদের গ্রাহক হলে নিয়মিতভাবে বিভিন্ন পরামর্শ, ইমেইল কোর্স ইত্যাদি পাবেন ইমেইল এর মাধ্যমে। এছাড়া যদি অর্থের বিনিময়ে সেবা নিতে চান তাহলে তাদের দেখা পাবেন এর মাধ্যমে।
তাদের সাইটে গিয়ে ফরম পুরন করুন। আপনার ইমেইলে কনফার্মেশন লিংকে ক্লিক করুন। আপনার কাজ এটুকুই। বিনিময়ে আপনার সাইটে তাদের দেয়া একলাইন কোড ব্যবহার করবেন।
এই সাইটের নিচের দিকে এ্যাড-মি লিংক রয়েছে।
- কিভাবে ইন্টারনেটে অর্থ উপার্জন করবেন
- টাকা কিভাবে হাতে পাবেন
- কিভাবে বেশি কাজ পাবেন
- গুগল এডসেন্স থেকে আয় করার পদ্ধতি
- ফাইল আপলোড করে উপার্জন
- ডাটা এন্ট্রি করে উপার্জন
- গুগল এডসেন্সর এর অজানা তথ্য – ১
- গুগল এডসেন্সর এর অজানা তথ্য - ২
- গুগল এডসেন্সর এর অজানা তথ্য - ৩
- পেইড টু ক্লিক, পিটিসি
- রিভিউ লিখে আয়
- এফিলিয়েট মার্কেটিং
- এডসেন্স ব্যবহারের নিয়ম-কানুন
- অন্যের সাইট থেকে উপার্জন
- ই-বুক বিক্রি করে আয়
- ফ্রিল্যান্সিং কাজ কোথায় পাবেন
- গুগল কাষ্টম সার্চ (এডসেন্স ফর সার্চ) থেকে আয়
- এডসেন্স ব্যবহারের নিয়ম, যে ভুলগুলি করবেন না
- ইমেইল মার্কেটিং
- বই বিক্রি করুন গুগলের সাহায্যে
- ইন্টারনেটে আয় সম্পর্কে ১০টি ভুল ধারনা
- ইন্টারনেটে আয়ের ৫টি সেরা পথ
- ফ্রিল্যান্সার থেকে কিভাবে কাজ পাবেন
- ফটোশপ ডিজাইন বিক্রি করে আয়
- ফেসবুক থেকে আয়
- যে কারনে এডসেন্স ব্যবহারের সুযোগ পাবেন না
- ফ্রিল্যান্সিং কাজে সবচেয়ে বড় ভুল
- ফ্রিল্যান্সিং কাজে সাব-কন্ট্রাক্টর ব্যবহার করে বেশি আয়
- পিটিসি এর অজানা তথ্য
- ক্রিয়েটিভিটি নষ্ট হওয়ার ৫ কারন
- সময় বাচানোর সেরা উপায়
- ক্লায়েন্ট ধরে রাখার জন্য কি করবেন
- এডসেন্স এর বিকল্প বিজ্ঞাপন ব্যবস্থা চিতিকা
- ওয়ার্ডপ্রেস টেম্পলেট বিক্রি করে আয়
- ফ্রিল্যান্সিং কাজে ভাল করার উপায়
- আস্থা অর্জনের ৩ উপায়
- কম সময়ে বেশি কাজ করা
- ফাইলসার্ভে ফাইল আপলোড করে আয়
- ইন্টারনেটে অর্থ আদান-প্রদানের বিভিন্ন পদ্ধতি
- আয় করুন ই-বে থেকে
- ভার্চুয়াল এসিষ্টেন্ট ব্যবহার করে বেশি কাজ করা
- ফ্রিল্যান্সার হিসেবে আপনি কখন ব্যর্থ
- কিভাবে বাস্তবসম্মত লক্ষ্য স্থির করবেন
- ফ্রিল্যান্সিং কাজের ভাল দিক-মন্দ দিক
- ফ্রিলান্সিং পরিকল্পনার ৩ ধাপ
- ফ্রিল্যান্সিং কাজে নিজেকে প্রফেশনাল হিসেবে তুলে ধরা
- ফ্রিল্যান্সার হতে চান ? নিজেকে প্রশ্ন করুন
- সাফল্যের ৪ সুত্র
- টাকা আয় করুন রিভিউ-মি তে রিভিউ লিখে
- ফ্রিল্যান্সারের প্রধান ৫ সমস্যা এবং সমাধান
- ইমেইল মার্কেটিং এর জন্য অটো রেসপন্ডার ব্যবহার
- টাকা আয় করুন আমাজন থেকে
- আউটসোর্সিং-ক্রাউসসোর্সিং-ফ্রিল্যান্সিং বলতে কি বুঝায়
No comments:
Post a Comment