শখের কারনে অথবা ব্যবসায়িক, যে কারনেই ব্লগ তৈরী করুন না কেন, একই বিষয় নিয়ে অন্যরা কি করছে জানা থাকলে আপনার কাজ অনেক সহজ হবে। মুলত তাদের সাথেই আপনার প্রতিযোগিতা। যদি ব্যবসা বা আয়ের বিষয় থাকে তাহলে আপনার সাফল্য এর ওপর অনেকটাই নির্ভর করে।
মুলত আপনি একই ধরনের ব্লগ দেখে ধারনা পাবেন ব্লগে কি থাকা উচিত, আপনার নিজস্ব ব্লগে কি বাদ পড়েছে। গুগলের ব্লসার্চ কিংবা আইস-রকেট ব্যবহার করে খুব সহজেই আপনি একই ধরনের ব্লগের খোজ পেতে পারেন।
. ওপরে ডানদিকের কোনা থেকে Advanced Blog Search সিলেক্ট করুন। অথবা নতুন ভার্শন ব্রাউজার ব্যবহার করলে বামদিক থেকে Blogs সিলেক্ট করুন।
. সার্চ বক্সে আপনি যে কিওয়ার্ডগুলির ওপর বেশি গুরুত্ব দেবেন সেগুলি লিখুন।
. Search Blogs বাটনে ক্লিক করুন।
একই ধরনের ব্লগগুলির নাম পাওয়া যাবে। সেগুলি কিভাবে তৈরী, কোন ধরনের তথ্য আছে লক্ষ্য করুন। অন্য ব্লগ সম্পর্কে যত বেশি জানবেন আপনার ব্লগ উন্নত করার সুযোগ তত বেশি।
আপনি নিয়মিত ব্লগ পরিচালনা করলে এখান থেকে অন্যদের তুলনায় আপনার ব্লগের অবস্থান (রেটিং) জানার সুযোগ পাবেন।
No comments:
Post a Comment