ক্রাউডসোর্সিং সাইট ফ্রিল্যান্সারে সবসময়ই বেশকিছু লোগো ডিজাইনের প্রতিযোগিতা থাকে। সাধারনভাবে একটি লোগো ডিজাইনের জন্য পুরস্কার ২৯০ ডলার। কখনো কখনো বেশি, কখনো কম। এই ব্যবস্থার সুবিধে হচ্ছে আপনি যদি খুব দক্ষ নাও হন তাহলেও নিজের ভুল জানার সুযোগ পাবেন, ক্রমাগত চেষ্টা করে দক্ষ হওয়ার সুযোগ পাবেন। অন্যান্য কাজের জন্য যেমন আপনাকে প্রথমেই ক্লায়েন্টের অনুমোদন নিতে হয় এখানে সেটা প্রয়োজন নেই। নিজের পছন্দমত কাজ জমা দেবেন, ক্লায়েন্ট কোন পরিবর্তন করতে বললে সেটা করবেন।
কিছু নিয়ম মেনে সহজেই প্রতিযোগিতায় ভাল করতে পারেন। প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য প্রথমেই তাদের সদস্য হতে হয়। এজন্য কোন খরচ নেই। তাদের সাইটে গিয়ে নিজের পরিচয় দিয়ে সদস্য হোন। এই সাইটে ফ্রিল্যান্সারের লিংক দেয়া আছে।
. সাইটে লগইন করুন
. মেনু থেকে Browse Jobs – Browse Contests সিলেক্ট করুন। বর্তমানে যে প্রতিযোগিতাগুলি চালু আছে সেগুলির নাম দেখা যাবে।
. প্রতিটি প্রতিযোগিতার সংক্ষিপ্ত বর্ননা, কতজন জমা দিয়েছেন, পুরস্কার কত, কোন সময়ের মধ্যে জমা দিতে হবে এসব লেখা পাবেন। পছন্দমত প্রতিযোগিতায় ক্লিক করুন। যারা ডিজাইন জমা দিয়েছেন তাদের ডিজাইনের প্রিভিউ দেখা যাবে। ক্লায়েন্ট সেগুলিতে রেটিং দেন, কাজেই তিনি ঠিক কি চান ধারনা পেতে পারেন।
. view Brief বাটনে ক্লিক করে ক্লায়েন্টের দেয়া বক্তব্য পড়ে নিন। কাজের জন্য কোন ইমেজ/উদাহরন প্রয়োজন হলে সেগুলিও পাবেন এখানেই।
. ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী লোগো তৈরী করুন। এর একটি বিটম্যাপ (জেপেগ) প্রিভিউ তৈরী করুন (৯০০-৬০০ পিক্সেল হলে ভাল।
. Submit Design বাটনে ক্লিক করুন
. Upload Image অংশে ক্লিক করে ডিজাইন প্রিভিউটি আপলোড করুন এবং Submit Design বাটনে ক্লিক করুন।
প্রতিযোগিতার অংশ নেয়ার পর্ব এখানেই শেষ। আপনার ডিজাইনটি প্রতিযোগিতার প্রিভিউতে যোগ হবে। ক্লায়েন্ট সেটা দেখে কোন মন্তব্য করলে আপনার মেইলবক্সে পাবেন। নিয়মিত ইমেইল দেখুন।
প্রায় সব প্রতিযোগিতায় মুল ডিজাইন দিতে হয় ইলাষ্টেটর ফরম্যাটে। যদি ইলাষ্ট্রেটর ভাল না জানা থাকে তাহলে শিখে নিন। অন্য সবকাজ করার পরও লোগি ডিজাইন থেকে অতিরিক্ত আয়ের সুযোগ পেতে পারেন।
ফ্রিল্যান্সিং এবং ইন্টারনেটে আয়
ফ্রিল্যান্সিং এবং ইন্টারনেটে আয়
- কিভাবে ইন্টারনেটে অর্থ উপার্জন করবেন
- টাকা কিভাবে হাতে পাবেন
- কিভাবে বেশি কাজ পাবেন
- গুগল এডসেন্স থেকে আয় করার পদ্ধতি
- ফাইল আপলোড করে উপার্জন
- ডাটা এন্ট্রি করে উপার্জন
- গুগল এডসেন্সর এর অজানা তথ্য – ১
- গুগল এডসেন্সর এর অজানা তথ্য - ২
- গুগল এডসেন্সর এর অজানা তথ্য - ৩
- পেইড টু ক্লিক, পিটিসি
- রিভিউ লিখে আয়
- এফিলিয়েট মার্কেটিং
- এডসেন্স ব্যবহারের নিয়ম-কানুন
- অন্যের সাইট থেকে উপার্জন
- ই-বুক বিক্রি করে আয়
- ফ্রিল্যান্সিং কাজ কোথায় পাবেন
- গুগল কাষ্টম সার্চ (এডসেন্স ফর সার্চ) থেকে আয়
- এডসেন্স ব্যবহারের নিয়ম, যে ভুলগুলি করবেন না
- ইমেইল মার্কেটিং
- বই বিক্রি করুন গুগলের সাহায্যে
- ইন্টারনেটে আয় সম্পর্কে ১০টি ভুল ধারনা
- ইন্টারনেটে আয়ের ৫টি সেরা পথ
- ফ্রিল্যান্সার থেকে কিভাবে কাজ পাবেন
- ফটোশপ ডিজাইন বিক্রি করে আয়
- ফেসবুক থেকে আয়
- যে কারনে এডসেন্স ব্যবহারের সুযোগ পাবেন না
- ফ্রিল্যান্সিং কাজে সবচেয়ে বড় ভুল
- ফ্রিল্যান্সিং কাজে সাব-কন্ট্রাক্টর ব্যবহার করে বেশি আয়
- পিটিসি এর অজানা তথ্য
- ক্রিয়েটিভিটি নষ্ট হওয়ার ৫ কারন
- সময় বাচানোর সেরা উপায়
- ক্লায়েন্ট ধরে রাখার জন্য কি করবেন
- এডসেন্স এর বিকল্প বিজ্ঞাপন ব্যবস্থা চিতিকা
- ওয়ার্ডপ্রেস টেম্পলেট বিক্রি করে আয়
- ফ্রিল্যান্সিং কাজে ভাল করার উপায়
- আস্থা অর্জনের ৩ উপায়
- কম সময়ে বেশি কাজ করা
- ফাইলসার্ভে ফাইল আপলোড করে আয়
- ইন্টারনেটে অর্থ আদান-প্রদানের বিভিন্ন পদ্ধতি
- আয় করুন ই-বে থেকে
- ভার্চুয়াল এসিষ্টেন্ট ব্যবহার করে বেশি কাজ করা
- ফ্রিল্যান্সার হিসেবে আপনি কখন ব্যর্থ
- কিভাবে বাস্তবসম্মত লক্ষ্য স্থির করবেন
- ফ্রিল্যান্সিং কাজের ভাল দিক-মন্দ দিক
- ফ্রিলান্সিং পরিকল্পনার ৩ ধাপ
- ফ্রিল্যান্সিং কাজে নিজেকে প্রফেশনাল হিসেবে তুলে ধরা
- ফ্রিল্যান্সার হতে চান ? নিজেকে প্রশ্ন করুন
- সাফল্যের ৪ সুত্র
- টাকা আয় করুন রিভিউ-মি তে রিভিউ লিখে
- ফ্রিল্যান্সারের প্রধান ৫ সমস্যা এবং সমাধান
- আউটসোর্সিং-ক্রাউসসোর্সিং-ফ্রিল্যান্সিং বলতে কি বুঝায়
- ইমেইল মার্কেটিং এ কুশলী হোন
- অনলাইন আয়ের জন্য অফলাইন প্রচার
- ফ্রিল্যান্সিং : গুপ্তধন খুজুন
- ইনবাউন্ড মার্কেটিং
- এফিলিয়েট মার্কেটিং ভাল করার কিছু নিয়ম
- ফ্রিল্যান্সিং কাজে মুল্য নির্ধারন
- ফ্রিল্যান্সার হিসেবে কেন ফ্রি কাজ করবেন না
- ফ্রিল্যান্সিং কাজে কর্মদক্ষতা বাড়ানোর ১০ কৌশল
- ফ্রিল্যান্সারের ১০ ভয়
- কিভাবে লেখক হবেন
- ফ্রিল্যান্সিং বা ছোট ব্যবসা কেন পছন্দ করবেন
- ফ্রিল্যান্সারের মেধা এবং যোগ্যতা
No comments:
Post a Comment