এডবি ইলাষ্ট্রেটরে রেকট্যাংগল বা অন্যান্য সেপ তৈরী করবেন সেটা শিখেছেন। এবারে বিভিন্ন ধরনের সেপ একসাথে করে কিভাবে ড্রইং তৈরী করা যায় দেখা যাক। একাধিক সেপকে একসাথে করা কিংবা একটি থেকে অপরটিকে বাদ দেয়ার জন্য সেপ বিল্ডার টুল বলে একটি টুল রয়েছে। এটা ব্যবহার করা হবে এই কাজে।
উদাহরন হিসেবে সহজ একটি ফুল আকার চেষ্টা করুন। এর মাঝখানে রয়েছে একটি বৃত্ত। চারিদিকে পাপড়ি হিসেবে কয়েকটি উপবৃত্ত।
. ইলিপস টুল ব্যবহার করে একটি বৃত্ত আকুন।
প্রয়োজনে যতগুলি বৃত্ত আকা প্রয়োজন ততগুলি অবশ্যই একে নিতে পারেন। তারথেকে একটিকে কপি করে ব্যবহার করে দেখা যাক।
প্রয়োজনে যতগুলি বৃত্ত আকা প্রয়োজন ততগুলি অবশ্যই একে নিতে পারেন। তারথেকে একটিকে কপি করে ব্যবহার করে দেখা যাক।
. সিলেকসন টুল ব্যবহার করে বৃত্তটি সিলেক্ট করুন।
. কিবোর্ডে অলট কি চেপে ধরে বৃত্তের মাঝের যে কোন যায়গা ধরে ড্রাগ করুন। এর কপি তৈরী হবে। একে সমান রাখান জন্য অলট ধরে রেখে সিফট কিও চেপে ধরুন। একটি বৃত্তের ঠিক গা ঘেসে আরেকটি কপি তৈরী করুন।
. সিলেকশন টুল ব্যাবহার করে ড্রাগ করে দুটি বৃত্ত সিলেক্ট করুন।
. টুলবক্সে রোটেট টুল ডাবল ক্লিক করুন। রোটেট ডায়ালগ বক্স পাওয়া যাবে।
. ৯০ ডিগ্রী ঘুরানোর জন্য ৯০ টাইপ করুন এবং কপি বাটনে ক্লিক করুন। বৃত্তদুটি কপি হবে এবং তা ৯০ ডিগ্রী কোনে পাওয়া যাবে।
আপনার বৃত্তগুলি ডিফল্ট ফিল এর কারনে একটি অপরটির পেছনে থাকতে পারে। সবগুলি সিলেক্ট করুন এবং ফিল হিসেবে None ব্যবহার করুন। শুধুমাত্র বৃত্তগুলির রেখা দেখা যাবে।
সেপ বিল্ডার টুল ব্যবহার
. সবগুলি বৃত্ত সিলেক্ট করা অবস্থায় টুলবক্স থেকে সেপ বিল্ডার টুল সিলেক্ট করুন।
. মাউস পয়েন্টারকে বৃত্তগুলির ওপর আনুন। যে যায়গায় আনা হবে সেই যায়গা (+) চিহ্ন সহ হাইলাইট হবে। ক্লিক করলে দুটি অংশ যোগ হওয়ার কথা। বাস্তবে এই ড্রইং এর বাইরের অংশ বাদ দেয়া হবে। কিবোর্ডে অলট চেপে ধরে বাইরের একটি অংশে ক্লিক করুন। সেই অংশটি বাদ যাবে।
. একইভাবে বাকি যায়গাগুলি থেকে অংশগুলি বাদ দিয়ে ছবির মত আকার আনুন।
. চারটিকে কপি করে ৮টি পাপড়ি বানাতে পারেন আগের পদ্ধতিতে। এবারে কপি করার সময় ৪৫ ডিগ্রী কোন ঘুরান। সবগুলি সিলেক্ট করে আবারো ফিল হিসেবে None ব্যবহার করুন।
সেপ বিল্ডার টুল ব্যবহার করে রং করা
সেপ বিল্ডার টুল ব্যবহার করে সেপের নির্দিষ্ট অংশকে রং করতে পারেন।
. সেপ বিল্ডার টুলে ডাবল ক্লিক করুন। সেপ বিল্ডার টুল অপশন ডায়ালগ বক্স পাওয়া যাবে।
. Cursor Swatch Preview টিক চিহ্ন দিন। এরফলে সিলেক্ট করা রংটি (পাশের দুটি রং সহ) মাউসপয়েন্টারের সাথে দেখা যাবে।
. সবগুলি অবজেক্ট সিলেক্ট করুন এবং সেপ বিল্ডার টুল সিলেক্ট করুন।
. কালার প্যালেট থেকে একটি রং সিলেক্ট করুন।
মাউস পয়েন্টারে ৩টি রং দেখা যাবে। মাঝেরটি বর্তমান সিলেক্ট করা রং, পাশের দুটি কালার প্যালেটের পাশের দুটি রং। রাইট-লেফট এরো কি ব্যবহার করে কিবোর্ড থেকেই রং বদল করা যাবে।
মাউস পয়েন্টারে ৩টি রং দেখা যাবে। মাঝেরটি বর্তমান সিলেক্ট করা রং, পাশের দুটি কালার প্যালেটের পাশের দুটি রং। রাইট-লেফট এরো কি ব্যবহার করে কিবোর্ড থেকেই রং বদল করা যাবে।
. যেখানে রং ব্যবহার করতে চান সেখানে সেই রং সিলেক্ট করা অবস্থায় ক্লিক করুন।
লোগো তৈরীর সময় এভাবে অনায়াসে পছন্দের সেপ তৈরী করে নিতে পারেন।
Brother help me,I am no found the shape builder tool in Illustrator CS2 & CS3. So what is the alternative tool against of CS2 & CS3?
ReplyDeleteসেপ বিল্ডার টুল নতুন ফিচার। আগের ভার্শনে কম্পাউন্ড অবজেক্ট ব্যবহার করে কিছু কাজ করা যায়, সব সুবিধে পাওয়া যায় না। সবচেয়ে ভাল হয় সিএস৫ ইনষ্টল করে নিলে।
DeleteThank u for your suggestion.As a learners I am new in graphic design. So I need your help for take to ahead me.
ReplyDelete