Thursday, September 22, 2011

ক্রিয়েটিভিটি এবং নির্দেশের সমতা রক্ষা

গ্রাফিক ডিজাইন, এনিমেশন, বিজ্ঞাপন বা লোগো তৈরী বা এধরনের যে কোন কাজের সময় ক্লায়েন্টের সাধারনক একটি বক্তব্য হয়ত শুনে থাকবেন, একেবারে নতুন কিছু করবেন, অমুকের মত হওয়া চাই। একটু ভালভাবে চিন্তা করলে দেখবেন বিষয়টি রীতিমত হাস্যকর। আপনি যদি অমুকের মতই করেন তাহলে সেটা নতুন হবে কিভাবে ?
ফ্রিল্যান্সার হিসেবে ক্রিয়েটিভ কাজের সময় বিষয়টি রীতিমত সমস্যা সৃষ্টি করে। ডিজাইনার হিসেবে আপনি এই বিষয়ে যথেস্ট পড়াশোনা করেছেন, কোথায় কোন ধরনের ফন্ট ব্যবহার করতে হয়, কোন রং ব্যবহার করতে হয় এগুলি রীতিমত ব্যাকরনের মতই ব্যবহার করতে শিখেছেন। সেখানে একজন ক্লায়েন্ট যদি এমন ফন্ট বা রং ব্যবহার করতে বলেন যা ব্যাকরন বিরোধী তাহলে সমাধান বের করা কঠিন।
আপনাকে যেহেতু কাজ করতে হবে সেহেতু তার পছন্দ ঠিক রাখতেই হয়। একইসাথে আপনার মেধা এবং দক্ষতার প্রকাশ ঘটানোও প্রয়োজন। আপনি নিশ্চয়ই চান আপনার কাজ দেখে কেউ প্রশংসা করুক। এর ওপর নির্ভর করে আপনার প্রচার, প্রসার এবং ভবিষ্যত।
এধরনের সমস্যা এড়ানোর জন্য আপনি কিছু নিয়ম মেনে চলতে পারেন।

.          ক্লায়েন্টের বক্তব্য লিখে নিন
ক্লায়েন্টকে বলুন তার যাকিছু চাহিদা সেগুলি কাগজে পরপর লিখে দিতে। মৌখিক কথার ওপর নির্ভর করবেন না। তিনি যে কোনসময় মত পাল্টাতে পারেন। সেক্ষেত্রে আপনাকে নতুন করে কাজ করতে হতে পারে।
.          ক্লায়েন্টের পছন্দের উদাহরন দেখুন
বিজ্ঞাপন তৈরীকে উদাহরন হিসেবে ধরলে, ক্লায়েন্ট পছন্দের একাধিক বিজ্ঞাপন দেখে নিন। সেগুলির মধ্যে ঠিক কোন বিষয়গুলি তার পছন্দ সেগুলি জানার চেষ্টা করুন।
.          ক্লায়েন্টের কাছে যতটা সম্ভব তথ্য এবং উপকরন নিন
কাজে ব্যবহারের জন্য লোগো বা বিশেষ ইমেজ ক্লায়েন্টের কাছ থেকে নিন। সেগুলির সাথে মিল রেখে বাকি কাজ করুন। তার পছন্দের রং থাকলে সেগুলি ইমেজ হিসেবে নিন। ঠিক সেই রংই ব্যবহার করুন।
.          কতটুকু পরিবর্তন হতে পারে আগেই জানিয়ে দিন
ক্লায়েন্ট যদি আপনাকে স্বাধিনতা না দেয় তাহলে আপনি জেনে নিন কতটুকু পরিবর্তন তিনি গ্রহন করবেন। বিপরীতভাবে তার লেখা বিষয় থেকে অতিরিক্ত পরিবর্তন করলে অতিরিক্ত অর্থ দিতে হবে একথাও জানিয়ে দিন।
.          প্রাথমিক কাজের নমুনা দেখান
একবারে পুরো কাজ শেষ না করে কিছুটা করার পর সেটা দেখিয়ে ক্লায়েন্টের মতামত নিন। তিনি বড় ধরনের পরিবর্তন চাইলে সেভাবে বাকি কাজ করুন।

কাজ যেমন ভিন্ন ভিন্ন, ক্লায়েন্টের মানসিকতা ভিন্ন ভিন্ন, সেকারনে প্রতিনিয়ত আপনার কৌশল বদলানো প্রয়োজন হতে পারে। ফ্রিল্যান্সিং সাইটগুলিতে কাজের বর্ননা এমনভাবে দেয়া হয় যা থেকে খুব সহজেই বুঝে নেয়া যায় তিনি ঠিক কি চান। কেউ নির্দিষ্ট নিয়মের বাইরে যাবেন না, কেউ বলেই দেন এই নির্দেশ মানতে হবে এমন কথা নেই। আপনি আপনার পছন্দমত কাজ করুন।
বাস্তবেও ক্লায়েন্টের কাছে এধরনের আচরন পেতে পারেন। কাজ শুরু আগেই বিষয়টি বোঝার চেষ্টা করুন। যিনি জবা ফুল পছন্দ করেন তাকে গোলাপ দেয়ার নিশ্চয়ই অর্থ হয় না।

No comments:

Post a Comment