Sunday, January 29, 2012

পিটিসি সাইট ক্লিকসেন্সে কাজ যোগ করা হয়েছে

ক্লিক করে টাকা আয়ের একটি জনপ্রিয় পিটিসি সাইট ক্লিকসেন্স। এই সাইটে ক্লিক করে বিজ্ঞাপন দেখে যেমন টাকা পাওয়া যায় তেমনি ক্লিকগ্রিড সহ আরো কিছু পদ্ধতিতে টাকা আয় করা যায়। এসবের সাথে সার্ভে সহ সাধারন কিছু কাজের ব্যবস্থা যোগ করা হয়েছে। এর নাম ক্লিকসেন্স টাস্ক। এরমধ্যে খুব সাধারন কিছু কাজ রয়েছে যেমন নির্দিষ্ট কিওয়ার্ড লিখে গুগলে সার্চ করা, ইমেজ কিংবা ভিডিওকে নির্দিস্ট নিয়মে সাজানো ইত্যাদি। স্বাভাবিকভাবেই এতে আয় ক্লিক করে আয়ের থেকে বেশি।
কিছু কাজের জন্য যেহেতু দক্ষতা প্রয়োজন সেহেতু সেই কাজে প্রশিক্ষন এবং দক্ষতা যাচাইয়ের ব্যবস্থা রয়েছে। কাজ করার আগে সেখানে দক্ষতা যাচাই করে নিতে পরামর্শ দেয়া হয়েছে। যাচাইয়ে যদি সফল না হন (হতেই পারে) তাহলে সেই কাজ না করে অন্য কাজ করতে।
কাজ ভেদে কয়েক সেন্ট থেকে কয়েক ডলার পর্যন্ত পেতে পারেন। কোন কাজ যতবার করবেন ততবার টাকা পাবেন। হোমপেজে টাস্ক বাটনে ক্লিক করে কাজ করতে হবে। সেখানে কাজের নাম, কতবার করা যাবে, প্রতিবার কত আয় হবে এসব তথ্য পাওয়া যাবে।
সাধারনভাবে নিজের একাউন্টে ঢুকলে কাজের তালিকা পাওয়ার কথা। কিছু কাজ বিশেষ দেশ হিসেবে বিতরন করা হতে পারে। আপনার জন্য বরাদ্দ নেই এমন কাজে ক্লিক করবেন না। এরফলে আপনার একাউন্ট বাতিল করা হতে পারে।
আরো তথ্য জানা প্রয়োজন হলে তাদের সাইটে হেল্প অংশ দেখতে পারেন। এছাড়া বিশেষ প্রশ্ন করার ব্যবস্থাও রয়েছে।
ক্লিকসেন্সের সাধারন সদস্য হওয়া যায় বিনামুল্যে। সদস্য হবেন এই ঠিকানায়
তারা অর্থ দেয় চেক, পেপল এবং এলার্ট পে এর মাধ্যমে। আমেরিকার বাইরে চেকের জন্য ১০০ ডলার জমা হতে হয়। এলার্ট-পে সেতুলনায় কম টাকা জমা হলেই পাওয়া যায়। এলার্ট পে একাউন্ট করার নিয়ম জেনে নিন এখানে

1 comment: