Wednesday, January 11, 2012

এলার্ট-পে একাউন্ট কিভাবে তৈরী করবেন

ইন্টারনেটে যেভাবেই আয় করুন না কেন টাকা পাওয়ার জন্য কোন একটি পদ্ধতি ব্যবহার করতে হবে। এধরনের একটি জনপ্রিয় পদ্ধটি এলার্ট-পে। অধিকাংশ পিটিসি সাইট শুধুমাত্র পেপল এবং এলার্ট পে এর মাধ্যমে টাকা দেয়। আপনার যদি পেপল ব্যবহারের সুযোগ না থাকে তাহলে এলার্ট-পে একমাত্র ব্যবস্থা হয়ে দাড়ায়। অনেকেই ঠিক কিভাবে এলার্ট-পে এর সদস্য হতে সমস্যায় পড়েন। এখানে এলার্ট পে এর সদস্য হওয়ার পদ্ধতি ধাপে ধাপে উল্লেখ করা হচ্ছে।
.          তাদের সাইটে গিয়ে বাটনে Sign-Up ক্লিক করুন।
.          দেশের নামের তালিকা থেকে দেশের নাম সিলেক্ট করুন।
.          এলাট-পে তে ৩ ধরনের একাউন্ট ব্যবহার করা যায়। পারসোনাল ষ্টার্টার একাউন্টে কোন খরচ নেই কিন্তু সীমাবদ্ধতা হচ্ছে বেশি টাকা লেনদেন করা যায় না। পারসোনাল প্রো এর খরচ কম (সদস্য হওয়ার খরচ নেই, টাকা লেনদেনের জন্য কিছু ফি দিতে হয়) আর বিজনেস একাউন্টে খরচ বেশি। সাধারনভাবে পারসোনাল প্রো একাউন্ট বেশি গ্রহনযোগ্য। পছন্দসই একাউন্টের জন্য Create Account বাটনে ক্লিক করুন।
.          পরবর্তী স্ক্রিনে আপনার যোগাযোগের তথ্য দিতে হবে। এখানে নাম (First Name, Last Name, দুটি অংশে), ফোন নাম্বার, ঠিকানা (দুই বা এক লাইনে), শহরের নাম, দেশের নাম (আগে দেয়া হয়েছে), রিজিয়ন (মুলত শহরের নাম) এবং পোষ্টাল কোড এই তথ্যগুলি ঠিকভাবে টাইপ করে দিন। এরপর নেক্সট বাটনে ক্লিক করুন।
.          পরবর্তী স্ক্রিনে আপনার ইমেইল এড্রেস দিন।
.          পাশওয়ার্ড অংশে এলার্ট-পেতে যে পাশওয়ার্ড ব্যবহার করতে চান সেটি টাইপ করুন এবং দ্বিতীয়বার টাইপ করে নিশ্চিত হোন সেখানে ভুল করেননি। পাশওয়ার্ডটি নিরাপদ যায়গায় লিখে রাখুন।
.          পাশওয়ার্ড ভুলে গেলে নিরাপত্তামুলক প্রশ্ন থেকে সেটা বের করার ব্যবস্থা করা যায়। এজন্য দুটি প্রশ্ন বাছাই করুন এবং তার উত্তর টাইপ করে দিন। কোন শহরে জন্ম, প্রিয় শহর কোনটি এধরনের দুটি নাম ব্যবহার করতে পারেন।
.          সবশেষে স্ক্রিনে দেখা অক্ষরদুটি ঠিকভাবে টাইপ করুন নির্দিষ্ট যায়গায়। এটা করা হয় যেন কেউ সফটঅয়্যার ব্যবহারে করে একাউন্ট তৈরী না করে।
.          রেজিষ্টার বাটনে ক্লিক করুন। পরবর্তী স্ক্রিনে আপনাকে জানানো হবে আপনার কাছে ইমেইল পাঠানো হয়েছে।
.          ইমেইল ওপেন করুন এবং পাঠানো মেইলটি ওপেন করুন। সেখানে তাদের দেয়া লিংক পাবেন। আপনার ইমেইল এড্রেস ঠিক আছে যাচাই করার জন্য এটা করা হয়। ক্লিক করুন। তাদের সাইট ওপেন হলে সেখানে আপনার পাশওয়ার্ড ব্যবহার করে লগ-ইন করতে পারবেন।
.          এলার্ট পে-তে লেনদেনের সময় একটি কোড (পিন) ব্যবহার করতে হয়। প্রথমবার ঢোকার পর আপনাকে পিনটি টাইপ করে দিতে হবে এবং দ্বিতীয়বার টাইপ করে ভেরিফাই করতে হবে। এটিও এক ধরনের পাশওয়ার্ড, ৪ থেকে ৮টি অক্ষর বিশিষ্ট সংখ্যা হতে হবে। একেও পাশওয়ার্ডের মত সংরক্ষন করুন।
.          সাবমিট বাটনে ক্লিক করলে আপনার একাউন্ট তৈরী এবং একটিভেশনের কাজ শেষ হবে। আপনার একাউন্টের তথ্য দেখতে পাবেন।

এলার্ট-পে ব্যবহার করে বিভিন্ন কাজের জন্য তথ্য রয়েছে তাদের সাইটে। এছাড়া প্রাথমিক কাজগুলি করার জন্য ইউটিউব ভিডিও রয়েছে। তাদের মুল পেজে ভিডিওগুলির লিংক পাবেন।

https://www.alertpay.com/
ফ্রিল্যান্সিং এবং ইন্টারনেটে আয়


ব্লগিং এবং ইন্টারনেট


ওয়ার্ডপ্রেসে বিনামুল্যের ব্লগ তৈরী
কিভাবে ইমেইল একাউন্ট তৈরী করবেন
 ব্লগার বনাম ওয়ার্ডপ্রেস
ওয়ার্ডপ্রেসে বাংলা ব্যবহার
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও
বিনামুল্যের ওয়েব হোষ্টিং
ব্লগিং থেকে আয়ের মুলমন্ত্র
ফ্রিল্যান্স রাইটারদের সেরা ১০ ব্লগ
ব্লগ লিখুন হলিউড ষ্টাইলে
ব্লগারে কাষ্টম থিম ব্যবহার
ভাল ব্লগার হওয়ার ৭ উপায়
ভাল ব্লগার বনাম ভাল ভিজিটর
কেন নিজস্ব ব্লগ তৈরী করবেন
বিনামুল্যের ব্লগিং এর জন্য উইবলি
ব্লগারে বাংলা ব্লগ তৈরী
বেশি ভিজিটর পাওয়া এবং ভিজিটর ধরে রাখার উপায়
এডসেন্স ব্যবহার করতে চান ? গুগলের গাইডলাইন মেনে চলুন
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের সময় যে নিয়ম মেনে চলবেন
ব্লগার ব্লগকে ওয়ার্ডপ্রেসে ব্যবহার 
ফ্রিল্যান্সারের সাধারন কিছু নিয়ম 
ব্লগ টাইটেলের ৫ খারাপ উদাহরন
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য সাবমিট-ষ্টার্ট ব্যবহার করুন
টাকা আয় করুন আমাজন থেকে
ইমেইল মার্কেটিং এর জন্য অটো রেসপন্ডার ব্যবহার
এফিলিয়েট মাকেটিং এর জন্য লিংকশেয়ার 
এফিলিয়েট মার্কেটি সাফল্যের ৫ সুত্র
পেইড ব্লগ রিভিউ এর ভাল-মন্দ 
গুগলের নিষেধাজ্ঞা এড়াবেন কিভাবে  
যে ১০ কারনে গুগলে সাইট র‌্যাংকিং বাড়ানো হয় 
প্রচারের জন্য সোস্যাল মিডিয়া মার্কেটিং 
ওয়েব ডিজাইনের মুলনীতি ঠিক রাখুন 

10 comments:

  1. ভাইয়া, alertpay সম্পর্কে ধারনা দেবার জন্য ধন্যবাদ। social media থেকে কি ভাবে আয় করা যায়, অথবা এ সম্পর্কে ধারনা দিলে কৃতজ্ঞ থাকব।

    ReplyDelete
  2. Thanks vaia, this is realy a nice tutorial...! onnano tutorial er che ami ekhan theke beshi help paeci! arekta bepar jante chai. Alertpay te taka tulte ki moneybooker er moto kono bank er swift code lage othoba ami ki amar bank account verify na kore just amar alertpay account theke arektjoner alertpay account e dollar transfer korte parbo? please eta jana joruri...

    ReplyDelete
  3. অন্য এলার্ট পে একাউন্টে টাকা পাঠানোর জন্য তার ইমেইল এড্রেস জানাই যথেষণ্ট। ব্যাংকের ঝামেলা এড়ানোর আরেকটি সহজ পদ্ধতি হচ্ছে চেক নেয়া। আপনি যে নামে চেক নিতে চান সেটা জানালে আপনার দেয়া ঠিকানায় চেক পাঠাবে। এছাড়া ব্যাংকের অন্যান্য পদ্ধতি থেকে শুরু করে ক্রেডিট কার্ড ব্যবহার পর্যন্ত সবই এলার্ট পে সাপোর্ট করে।

    ReplyDelete
  4. vai ami ClixSense a akta account abong alertpay ta akta account korichy,kinto ClixSense thaka alertpay ta ke bhabay ballance transper korvo aktu janaben?

    ReplyDelete
    Replies
    1. টাকা উঠানোর জন্য কমপক্ষে ১০ ডলার আয় করতে হয়। সেটা করলে টাকার পরিমানের পাশে Cashout নামে একটি লিংক পাবেন। সেখানে ক্লিক করবেন। টাকা পাওয়ার মাধ্যম হিসেবে এলার্ট-পে ইমেইল এড্রেস দেবেন। টাকা এলার্ট-পে একাউন্টে জমা হবে।

      Delete
    2. alertpay email address kunta ? amar je email diye acount kulechi seta......

      Delete
  5. vai alertpay thaka taka cash korbo kikora?and amr kasa ki kora taka asba?pls ans..!

    ReplyDelete
    Replies
    1. ব্যাংক একাউন্টের তথ্য দিয়ে টাকা ব্যাংকে পাঠানো যায়, সেখান থেকে উঠানো যায়। তাদের সাইটে টিউটোরিয়াল দেয়া আছে।

      Delete
  6. Dear brother,
    I tried to sign up in alert pay but found this warning.

    Important notice: Looking for your AlertPay e-wallet?
    As of May 2012, all active AlertPay e-wallet accounts were acquired by MH Pillars Ltd. and transitioned to Payza.
    Visit www.Payza.com to learn more.

    So what i will do now.

    ReplyDelete
    Replies
    1. Payza is the new name for Alert-pay. Sign-up at payza.com

      Delete