Sunday, February 26, 2012

ঘুমিয়ে ইন্টারনেটে টাকা আয়

ঘুমিয়ে টাকা আয়, কথাটি হাস্যকর সন্দেহ নেই। আপনি ঘুমাবেন এজন্য আপনাকে কেউ টাকা দেবে না এটাই স্বাভাবিক।
কথাটি ভিন্নভাবে বলা। মুল বক্তব্য হচ্ছে আয় করার জন্য ক্লিক করার মত সাধারন কাজও করা প্রয়োজন নেই, এমনকি কম্পিউটারের সামনে বসারও প্রয়োজন নেই। আপনি যখন ঘুমিয়ে থাকবেন তখনও আপনার আয় হতে থাকবে।
অবশ্যই এজন্য আপনার আগেই সে ব্যবস্থা করে নিতে হবে। আরো নির্দিষ্টভাবে বললে, ব্লগ বা ওয়েবসাইট তৈরী করতে হবে, সেখানে আয়ের লিংক রাখতে হবে। এরপর সেখানে কেউ ক্লিক করলে আপনার আয় হবে। আপনার কিছু করতে হবে না। এটাই ঘুমিয়ে আয়।
প্রশ্ন করা স্বাভাবিক, ব্লগ বা ওয়েবসাইট তৈরী করার কাজ তো করতে হবে ? সেটা বেশ জটিল। সেবিষয়ে কিছুই যখন জানা নেই।
একাজে সহযোগিতা করতে রয়েছে বেশ কিছু প্রতিস্ঠান। কিভাবে ব্লগ তৈরী করবেন থেকে শুরু করে সেখানে কি রাখবেন সবকিছু তারা করে দেবে। আপনার কিছু জানারও প্রয়োজন নেই। তারা যা-যা করতে বলেছে সেটা করে যাবেন।
উদাহরন হিসেবে ফাষ্ট ২ আর্ন এর কাজের পদ্ধতি দেখা যাক। তাদের সম্পর্কে আগেও লেখা হয়েছে। যদি সেটা দৃষ্টি এড়িয়ে যায় তাহলে জেনে নিন আপনি কিভাবে কিছু না করে আয়ের পথ তৈরী করতে পারেন।
.          এখানে ক্লিক করে (http://fast2earn.com/-97147.htm ) তাদের সাইটে গিয়ে একাউন্ট তৈরী করুন। এজন্য একটি ইমেইল এড্রেস থাকাই যথেষ্ট। কোন ধরনের খরচ নেই (টাকা দিয়ে একাউন্ট আপগ্রেড করে আয় বাড়াতে পারেন)।
.          সদস্যপদ পাওয়ার পর তাদের পাঠানো ই-মেইল পড়ুন। সেখানে ধাপে ধাপে লেখা রয়েছে কিভাবে ব্লগারে ব্লগ তৈরী করবেন, সেখানে পোষ্ট হিসেবে কি লিখবেন, কিভাবে বিজ্ঞাপনের লিংক যোগ করবেন, কিভাবে ব্লগের তথ্য সার্চ ইঞ্জিনে পাঠাবেন। যা-যা করতে বলা হয়েছে ঠিক সেটাই করুন।
.          টাকা পাওয়ার জন্য এলার্ট-পে (https://www.alertpay.com/ ) এর একাউন্ট খুলুন। এই সাইটে একাউন্ট খোলার টিউটোরিয়াল রয়েছে।

আপনার কাজ এটুকুই। নিশ্চিতভাবেই আপনার একাউন্টে টাকা জমা হতে শুরু করবে। আপনি সাইটের প্রচারে যত দক্ষতার পরিচয় দেবেন আয় তত বেশি।
এরপরও কিছু প্রশ্ন থাকতে পারে। শুরু করার পর তাদের দেয়া কয়েকটি কথা লিখে ব্লগ জনপ্রিয় করা যায় কি-না। কিংবা এটাই যদি পদ্ধতি হয় তাহলে বহু মানুষের একই ধরনের, একই লেখা নিয়ে ব্লগ থাকার কথা।
বাস্তবতা হচ্ছে, তারা নিয়মিতভাবে নতুন পোষ্ট লেখার জন্য লিংকসহ টেক্সট লিখে দেবে। প্রতিবার সেগুলি কপি করে নিজের ব্লগে ব্যবহার করবেন। ব্লগার ছাড়াও উইবলি ব্লগ তৈরীর নির্দেশও দেয়া হবে নিয়মিতভাবে।
সেই একই পোষ্ট বহু মানুষ ব্যবহার করে এটাও সত্য। সেকারনে সার্চ করলে এধরনের বহু সাইট পাবেন যাদের মুল বিষয় একই। ইন্টারনেটে আয়ের কিছু তথ্য।
আপনার সুবিধে হচ্ছে, তাদের নির্দেশ মেনে আপনি ব্লগিং শিখে ফেলছেন, একই সাথে আয় হচ্ছে। আরো বেশি আয়ের জন্য নিশ্চয়ই ব্লগকে আরো উন্নত করবেন। তাদের লেখার বাইরে অন্য আকর্ষনীয় বিষয় নিয়ে নিজের লেখা, ছবি, ভিডিও যোগ করবেন যা আরো বেশি ভিজিটর আকর্ষন করবে। শুধুমাত্র তাদের দেয়া লিংকের ওপর নির্ভর করতে হবে এমন কথাও নেই, গুগলের এডসেন্স থেকে শুরু করে অন্যান্য বিজ্ঞাপনের লিংক ব্যবহার করতে পারেন।
এখানে ছবি হিসেবে যে স্ক্রিনশট ব্যবহার করা হয়েছে সেটা দুসপ্তাহের আয়। বিনামুল্যের একাউন্টে প্রথম ২ সপ্তাহে ৪০ ডলার আয় অত্যন্ত লোভনীয়। তুলনার হিসেবে বলা যায়, পিটিসি থেকে এই পরিমান আয় করতে বছর পার হয়, গুগল এডসেন্সে আয় শুরু হতে কয়েকমাস সময় লাগে। 
এই সাইটে নতুন নতুন বিজ্ঞাপনদাতা যোগ দিচ্ছেন। কাজেই ভবিষ্যতে আরো উন্নত হবে এটা ধরে নেয়া যেতে পারে।
সার্চ করলে এধরনের আরো সাইট নিশ্চয়ই পাবেন। ঘুমিয়ে আয় কথাটা হাস্যকর শোনালেও অবাস্তব না।

9 comments:

  1. Vi yahoo search a deklam fast2earn naki scam.

    ReplyDelete
    Replies
    1. অনেকে এখান থেকে টাকা পেয়েছেন এটা নিশ্চিত। তারপরও, স্ক্যাম হতে পারে। অনেক কোম্পানী কিছুদিন কাজ করার পর টাকা দিতে গড়িমসি করে। কারো তেমন অভিজ্ঞতা থাকতে পারে। বিনামুল্যে যতক্ষন কিছু পাওয়া যায় ততক্ষন কাজ করতে আপত্তি থাকার কথা না নিষ্চয়ই। অভিজ্ঞতাও একধরনের অর্জন।
      বিষয়টি তুলে ধরার জন্য ধন্যবাদ। আগ্রহিদের সচেতনতা বাড়াতে সহায়তা করবে।

      Delete
  2. ভাই আমি গুগুল এ্যাডসেন্স এর মাধ্যমে আয় করতে চাই আমাকে কি করতে হবে। আমি একেবারেই এই দিকে নতুন। কম্পিউটারে গ্রাফিক্স এর কাজ করছি ১১ বছর কিন্তু ইন্টারনেট আয় সম্পর্কে ধারনা খুবই কম। যদি কেউ আমার 01768179304 মোবাইল নম্বরে মিসড কল দেন তবে আমি কল ব্যাক করব। কারণ সব কিছু লিখে মনের বিষয় গুলো জানানো সম্ভব হয় না। সত্যি ভাই আমি ডিস্টার্ব করব না। শুধু শিখবার জন্য যেটুকু ফোন করা দরকার সেই টুকুসময় ফোন করব। Please Help Me

    ReplyDelete
    Replies
    1. ইন্টারনেটে আয় দ্রুত শিখে ফেলার কোন পদ্ধতি নেই। এজন্য তথ্য সংগ্রহ করা এবং কাজ শুরুর বিকল্প নেই। দীর্ঘদিন ধরে একটু একটু করে শিখতে হবে। কাজ শুরুর প্রয়োজনীয় সমস্ত তথ্য এখানে পাবেন।
      যে কোন প্রশ্নের উত্তরের জন্য ইন্টারনেট সার্চ করুন। কোথাও না কোথাও উত্তর পাবেন।

      Delete
  3. dear vai oder minimum payment dehki 200 dolar.kaj korle ora dibe taka.

    ReplyDelete
    Replies
    1. ২০০ ডলার আয় করে টাকা পেয়েছে এমন কেউ উত্তর দিলে নিশ্চিত হওয়া যেত। সাধারনভাবে যাচাই করার যে পদ্ধতিগুলি আছে সেগুলির বিবেচনায় বিশ্বাস করা যায়। প্রথমত তারা টাকা চাচ্ছে না, বিনা খরচে ২০০ ডলার আয়ের চেষ্টা করতে পারেন। এছাড়া এটা একদিকে বিজ্ঞাপন নেটওয়ার্ক অন্যদিকে পিটিসি, দুটিই বৈধ।
      আশা করি টাকা পেয়েছেন এমন কেউ উত্তর দেবেন। অথবা এখানে উল্লেখ করা একাউন্টে ২০০ ডলার জমা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়।

      Delete
  4. vai apanar email address ta diben naki.apnar blog ami everyday pori.email details kota boltam

    ReplyDelete
  5. ami jodi amar http://mahmud100.blogspot.com site er jonno google adsense apply er age egulor jonno apply kori tahole google adsense pete ki kono problem hobe ??

    ReplyDelete
    Replies
    1. এডসেন্স এর সাথে অন্য বিজ্ঞাপন ব্যবহার করা যায়। তবে গুগলের নিজস্ব কিছু নিয়ম আছে সেগুলি মানতে হয়। এই সাইটে এবিষয়ে লেখা রয়েছে।

      Delete