ব্লগ কিংবা ওয়েবসাইট ব্যবহার করছেন এমন অনেকেই প্রশ্ন করছেন সাইটে এডসেন্স কিভাবে যোগ করবেন। ব্লগারে এডসেন্স ব্যবহারের অনুমতি পাওয়ার পরও কেউ কেউ সমস্যাবোধ করছেন। ঠিক কিভাবে এডসেন্স (বা চিতিকা বা ফাষ্ট১আর্ন এর মত অন্য ব্যানার বিজ্ঞাপন) যোগ করবেন উল্লেখ করা হচ্ছে এখানে।
এডসেন্স ব্যবহারের জন্য আপনাকে কয়েকটি ধাপে কাজ করতে হয়। প্রথম কাজ অবশ্যই আপনাকে এডসেন্স ব্যবহারের অনুমতি পাওয়া। নির্দিষ্ট কিছু বিষয় বিবেচনা করে তারা অনুমতি দেয়।
এজন্য যা করবেন;
. ব্লগার ব্যবহারকারীরা ড্যাসবোর্ডে নিচের দিকে Adsense লেখা একটি লিংক পাবেন। সেখানে ক্লিক করুন।
. আপনার সাইটের ঠিকানা, ই-মেইল, আপনার ঠিকানা ইত্যাদি দিয়ে আবেদন করুন।
. আপনার ইমেইলে জানানো হবে আপনি এডসেন্স ব্যবহারের অনুমতি পেয়েছেন কিনা। অনুমতি না দেয়া হলে তার কারন জানানো হবে। সাধারনত ৫ দিনের মধ্যে উত্তর দেয়া হয়।
. যদি অনুমতি দেয়া হয় তাহলে আপনার ই-মেইলে একটি লিংক দেয়া হবে। সেখানে ক্লিক করে তাদের সাইটে যান।
. কোন ধরনের বিজ্ঞাপন ব্যবহার করতে চান সেগুলি সিলেক্ট করুন। টেক্সট লিংক, ইমেজ, ভিডিও ইত্যাদি বিভিন্ন অপশন রয়েছে। পেজের কোথায় ব্যবহার করবেন (সাইডবার, পোষ্টের মাঝখানে) সেটাও সিলেক্ট করুন।
. আপনার পছন্দমত বিজ্ঞাপনের জন্য কোড পাবেন। তাকে কপি করুন।
. আপনার সাইটে পেষ্ট করুন।
ব্লগারে কিভাবে এডসেন্স কোড ব্যবহার করবেন;
. ড্যাসবোর্ডে Design লিংকে ক্লিক করুন।
. Add a Widget লিংকে ক্লিক করুন।
উইজেট হচ্ছে ওয়েবপেজে যোগ করার মত ছোট সফটঅয়্যার। এর মাধ্যমে সাইডবারে বা হেডারে/ফুটারে নানাধরনের ছোট ইউটিলিটি সফটঅয়্যার যোগ করা যায়। যেমন ভিজিটরের তথ্য, সংবাদ শিরোনাম, ইমেজ গ্যালারী, ছবি, ব্যানার বিজ্ঞাপন যে কোনকিছুই।
উইজেট হচ্ছে ওয়েবপেজে যোগ করার মত ছোট সফটঅয়্যার। এর মাধ্যমে সাইডবারে বা হেডারে/ফুটারে নানাধরনের ছোট ইউটিলিটি সফটঅয়্যার যোগ করা যায়। যেমন ভিজিটরের তথ্য, সংবাদ শিরোনাম, ইমেজ গ্যালারী, ছবি, ব্যানার বিজ্ঞাপন যে কোনকিছুই।
. Adsense অংশে যোগ চিহ্নে ক্লিক করুন। এর আগে অবশ্যই এডসেন্স একাউন্ট থাকতে হবে।
. আপনার পছন্দমত সেটিং পরিবর্তন করুন।
অন্যান্য কোম্পানী ব্যানার বিজ্ঞাপনের জন্য তারা বিশেষ কোড দেয় কপি করার জন্য। একই পদ্ধতিতে HTML/JavaScript উইজেট যোগ করুন এবং সেখানে কোডটি কপি-পেষ্ট করে ব্যবহার করুন।
এর পরও কোন সমস্যা হলে অবশ্যই তাদের হেল্প অংশ দেখতে পারেন, তারপর রয়েছে ফোরাম। যারা বিভিন্ন সময় নানারকম সমস্যায় পড়েছেন সেগুলি ফোরামে লেখা রয়েছে এবং অন্যরা তার সমাধান দিয়েছেন। আশা করতে পারেন যে কোন সমস্যার সমাধান সেখানে পাওয়া যাবে।
এর পরও কোন সমস্যা হলে অবশ্যই তাদের হেল্প অংশ দেখতে পারেন, তারপর রয়েছে ফোরাম। যারা বিভিন্ন সময় নানারকম সমস্যায় পড়েছেন সেগুলি ফোরামে লেখা রয়েছে এবং অন্যরা তার সমাধান দিয়েছেন। আশা করতে পারেন যে কোন সমস্যার সমাধান সেখানে পাওয়া যাবে।
This comment has been removed by the author.
ReplyDeletevaia assalamualaikum. ami md mostafizur rahman rajshahi theke.apnar website amar khub valo lage & onek din theke ami visit kori.apnar ay post tio khub valo legese.tasara website dekhe ami clixsense a account korlam. ami http://www.infojanala.blogspot.com website ti developed korsi adsense er jonno but akhono apply korini.ami apnar aktu help chassi.er age r akta website theke koresilam bangla thakar karone approved hoini.
ReplyDeleteAccha ekto screen shot die bojaiben??
ReplyDelete