ব্লগ বা ওয়েবসাইট যাই ব্যবহার করুন না কেন আপনার উদ্দেশ্য সেখানে বেশি পরিমান ভিজিটর পাওয়া। এরসাথে আয়ের সম্পর্ক থাকলে প্রয়োজন আরো বেশি। বেশি ভিজিটর মানেই বেশি আয়। ফাষ্ট টু আর্ন এর মত সাইটের লিংক ব্যবহার করলে প্রতি ভিজিটর থেকে টাকা পেতে পারেন।
সাইটের পরিচিতি জনপ্রিয়তা অনেকগুলি বিষয়ের ওপর নির্ভর করে। ঠিকভাবে সাইট তৈরী, ঠিকভাবে টাইটেল এবং কিওয়ার্ড ব্যবহার, উন্নত মানের বিষয় রাখা সবকিছুই। এবিষয়ে কয়েকটি টিউটোরিয়াল রয়েছে এই সাইটে।
সবকিছু ঠিক করার পরও আরেকটি কাজ করা প্রয়োজন হয়, সাইটের পরিচিতি সার্চ ইঞ্জিনগুলির তালিকায় যোগ করা। এজন্য পিং নামে একটি পদ্ধতি ব্যবহার করা হয় যারফলে যখনই সাইটে কিছু আপডেট করা হবে সেই তথ্য সার্চ ইঞ্জিনে যাবে। বেশকিছু বিনামুল্যের সেবা রয়েছে একাজে সহায়তা করার জন্য।
অটোপিঙার ব্যবহার
. URL এর যায়গায় সাইটের এড্রেস লিখুন
. Start Ping বাটনে ক্লিক করুন।
আপনার সাইটের তথ্য উল্লেখ করা সবগুলি সেবার মাধ্যমে বিশ্বের প্রধান সার্চ ইঞ্জিনগুলিতে চলে যাবে।
ফিড-পিং ব্যবহার
. Blog/Site Name এর যায়গায় আপনার সাইটের নাম লিখুন
. Blog/Site URL এর যায়গায় সাইটের এড্রেস লিখুন
. Check All ক্লিক করে সবগুলি সেবা সিলেক্ট করুন।
. I agree to Terms of Service ক্লিক করুন।
. PING ONLY ONCE বাটনে ক্লিক করুন
আরো কিছু পোষ্টে অন্যান্য pingomatic, blogsearch সহ অন্যান্য পদ্ধতিগুলি উল্লেখ করা হয়েছে। সেগুলিও ব্যবহার করুন।
কোন কোন সার্চ ইঞ্জিনে সত্যিকারের প্রচার পেদে ৬০ দিন পর্যন্ত সময় লাগতে পারে। কাজেই সাথেসাথেই ফল আশা করবেন না। আপনার কাজ নিয়মিতভাবে সাইট আপডেট করা। আপনি যতবার আপডেট করবেন ততবার সাইটের তথ্য সার্চ ইঞ্জিনে যাবে। কাজেই যত বেশি আপডেট করবেন সুফল পাওয়ার সম্ভাবনা তত বেশি।
vaia please amake aktu help korben .Amar akti website ache ami okhane article likhechi kintu internet e search dile ami amar article pai na kibvabe amar article pabo kono software use kora lagbe naki anno kichu please help korun ........
ReplyDeleteসার্চ করলে কত লক্ষ কিংবা কোটি রেজাল্ট পাওয়া যায় নিশ্চয়ই লক্ষ করেছেন। কোন সাইট যত জনপ্রিয় সার্চ রেজাল্টে প্রথমদিকে পাওয়ার সম্ভাবনা তত বেশি। আপনার সাইট রয়েছে অনেক পেছনের দিকে।
Deleteআপনি হঠাত করেই সাইটের রেটিং বাড়াতে পারেন না। নিয়মিত লিখুন এবং প্রচার বাড়ানোর চেষ্টা করে যান। একটু একটু করে সামনের দিকে আসবে।