Thursday, March 1, 2012

ফ্রিল্যান্সারে মেম্বারশিপের ফি কমানো হয়েছে

শীর্ষস্থানীয় ফ্রিল্যান্সিং সাইট ফ্রিল্যান্সারে সদস্য হওয়া যায় দুভাবে, বিনামুল্যে এবং মাসিক ২৪.৯৫ ডলার দিয়ে গোল্ড মেম্বারশীপ। দুইয়ের পার্থক্য হচ্ছে বিনামুল্যের সদস্য হিসেবে আপনি মাসে সর্বোচ্চ ৩০টি বিড করার সুযোগ পান। গোল্ড মেম্বার ইচ্ছেমত বিড করার সুযোগ ছাড়াও কাজ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পান। ক্লায়েন্ট সাধারনত গোল্ড মেম্বারকে বেশি বিশ্বাস করেন বলে তারা বেশি কাজ পায়।
সদস্য ব্যবস্থাকে নতুনভাবে সাজানো হয়েছে। নতুন ব্যবস্থা বিনামুল্যের সদস্যপদ ছাড়াও বেসিক, ষ্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম নামে মোট ৪ ধরনের সদস্যপদ তৈরী করা হয়েছে। এদের জন্য ফি যথাক্রমে মাসে ৪.৯৫, ২৪.৯৫ এবং ৪৯.৯৫ ডলার। এছাড়া বিনা খরচে ৩০ দিনের বেসিক মেম্বারশিপের সুযোগও রাখা হয়েছে। এটা ব্যবহার করলে আপনি যে সুবিধেগুলি পাবেন;
.          সরাসরি ব্যাংকে টাকা পাওয়ার সুযোগ।
.          পছন্দের ক্লায়েন্ট কাজ জমা দিলে সাথেসাথে সেটা জানার সুযোগ।
.          কাজকে বুকমার্ক করে রাখা।
.          বিনামুল্যের সদস্যের তুলনায় ৫০০ গুন বেশি বিড করার সুযোগ।
.          বিনামুল্যের সদস্যের তুলনায় ১৫০ ভাগ বেশি দক্ষতা অর্জন।
.          বিনামুল্যের সদস্যের তুলনায় ৪ গুন বেশি নতুনা কাজ দেখানোর সুযোগ।

বিনামুল্যে বেসিক সদস্য হওয়ার পর লাভজনক মনে করলে পুরো সদস্যপদ নিতে পারেন অথবা পছন্দ না হলে বাদ দিয়ে সাধারন বিনামুল্যের সদস্য হিসেবে থাকতে পারেন।

ফ্রিল্যান্সারের ঠিকানা :  www.freelancer.com

No comments:

Post a Comment