Sunday, March 18, 2012

নিজস্ব ডিজিটাল কন্টেন্ট ফ্রিল্যান্সারের কি কাজে আসে

ডিজিটাল কন্টেন্ট বিষয়টি সবাই কমবেশি জানেন। ছবি, ভিডিও, ডিজাইন, কার্টুন, অডিও, ই-বুক, আর্টিকেল, ব্লগপোষ্ট এমনকি ব্লগের কমেন্ট। আরো সহজভাবে বললে ইন্টারনেটে যাকিছু পাওয়া যায় সবকিছুই। এসবের কারনেই মানুষ ইন্টারনেট ব্যবহার করে। ফ্রিল্যান্সার কি একে কাজে লাগাতে পারেন নিজের উপকারে ?
ফ্রিল্যান্সার এর মুল উদ্দেশ্য নিজেকে এমনভাবে তুলে ধরা যার মাধ্যমে তিনি পেশাগতভাবে উপকৃত হবেন। কাজেই উত্তরটাও খুব সহজ, তিনি এদেরকে নিজের প্রচারের কাজে ব্যবহার করতে পারেন। সেইসাথে যদি সচেতনভাবে সেকাজ করেন তাহলে ফল পাওয়ার সম্ভাবনা আরো বেশি।
কিভাবে ভাল ফল পাওয়া যেতে পারে সে সম্পর্কে ধারনা দেয়া হচ্ছে এখানে।
প্রথমেই প্রশ্ন আসতে পারে কোন ধরনের কন্টেন্ট বেশি উপকারী। অবশ্যই এমন কিছূ যা অন্যকে আকৃষ্ট করবে। এজন্য যে গাইডলাইন মানা যেতে পারে তা হচ্ছে;

.          এমন কোন বিষয় তুলে ধরা যা অন্যের সমস্যার সমাধান দেবে।
.          এমন ভিডিও যা গুরুত্বপুর্ন তথ্য প্রকাশ করে।
.          এমন কোন লিংক যা অন্যের কাজে আসতে পারে।
.          এমন কন্টেন্ট যা সহজে পুরনো হবে না।
.          নিজের সেরা কাজগুলির উদাহরন।

একটি কৌতুক কিংবা মজাদার অভিজ্ঞতাও গুরুত্বপুর্ন বিষয় হতে পারে। অবশ্য সেটা যেমন অন্যকে আঘাত না করে সেদিকে দৃষ্টি রাখা প্রয়োজন কারন কৌতুকে সেধরনের সম্ভাবনা থেকে যায়।

ফ্রিল্যান্সারের কাজের ধরন অনুযায়ী বা বক্তব্য অনুযায়ী কন্টেন্ট তৈরী গুরুত্বপুর্ন, তেমনভাবে নিয়মিত কন্টেন্ট সরবরাহ করাও গুরুত্বপুর্ন। অধিকাংশ ক্ষেত্রেই ফ্রিল্যান্সার নিজস্ব ব্লগ ব্যবহার করেন। ব্লগের সাধারন নিয়ম হচ্ছে সম্ভব হলে প্রতিদিন সেটা আপডেট করতে হয়।

সাথে আরেকটি বিষয় গুরুত্বপুর্ন, আপনার কন্টেন্টকে ভিজিটর কিভাবে দেখছেন। প্রশংসা করা হচ্ছে নাকি সমালোচনা করা হচ্ছে। এমনকি কখনো কখনো গালাগালিও করা হতে পারে। কিছু মানুষ গালাগালি করতে পছন্দ করে। ইন্টারনেটকে তারা একটি প্লাটফর্ম হিসেবে ব্যবহার করে। সেখানে আপনার খুব বেশি কিছু করার নেই। প্রকাশের অযোগ্য মন্তব্য মুছে দিতে পারেন। মুল সমস্যা হতে পারে যদি কঠোর সমালোচনা করা হয়। আপনি মুছে দিলেও সেটা ইন্টারনেট থেকে হারিয়ে যাচ্ছে না। অবশ্য এটাও ঠিক, সবাই প্রশংসা, সমালোচনা এবং গালাগালির পার্থক্য বোঝেন।
আপনার মুল উদ্দেশ্য যখন নিজের ভাল পরিচিতি তৈরী করা তখন কন্টেন্ট প্রকাশের আগে যাচাই করে নেয়া ভাল তার প্রভাব বা ফল কি হতে পারে।
ফ্রিল্যান্সার হিসেবে নিজের পরিচিতি তুলে ধরার জন্য ডিজিটাল কন্টেন্ট তাই গুরুত্বপুর্ন ভুমিকা পালন করে। এজন্য অতিরিক্ত সময় ব্যয় করতে হয় একথা ঠিক, তারপরও যা ফল পাওয়া যায় সেটা বড় পাওনা।

No comments:

Post a Comment