সহজে আয়ের
সাইটগুলির মথ্যে মাই-ব্রাউজার-ক্যাশ এর কাজের পদ্ধতি ভিন্ন। অন্যান্য পিটিসি সাইটে
যেমন লগিন করে নির্দিষ্ট বিজ্ঞাপনে ক্লিক করতে হয় এখানে সেটা করতে হয় না। ট্রাকিং
সফটঅয়্যার নামে তাদের একটি সফটঅয়্যার ইনষ্টল করতে হয়। এরপর সাধারনভাবে ইন্টারনেট
ব্যবহার করলে বিজ্ঞাপন দেখা যায়। সেখান থেকে আয় আসে।
সাধারনভাবে
পিটিসি সাইট থেকে আয়ের পরিমান খুবই কম। সেকারনে যদি ব্যবহার করতেই হয় তাহলে যেভাবে
সবচেয়ে বেশি আয় করা যায় সেভাবে করাই ভাল। মাই-ব্রাউজার-ক্যাশ ব্যবহারের তেমনি কিছু
নিয়ম রয়েছে যা মেনে আয় বাড়ানো যায়।
প্রথমেই
রেফারেল আয় সম্পর্কে কিছুটা ধারনা। আপনার লিংক ব্যবহার করে যারা সদস্য হবেন তারা
যে আয় করবেন তার অংশ আপনি পাবেন। বিনামুল্যের সদস্য হিসেবে আপনি পাবেন তার আয়ের ২০
ভাগ (টাকা দিয়ে সদস্য হলে ৩০ ভাগ)। অর্থাত আপনি একা যে পরিমান আয় করতে পারেন ৫
জনকে রেফার করলে সমপরিমান আয় পেতে পারেন কিছু না করেই।
সরাসরি রেফারেল
সদস্য করার সুযোগ না থাকলে টাকা দিয়ে রেফারেল সদস্য কিনতে পারেন। বিপরীতভাবে আপনি
নিজের একাউন্ট বিক্রি করতে পারেন রেফারেল সদস্য হিসেবে।
এখানে
বিনামুল্যের সদস্য ছাড়া টাকা দিয়ে দুধরনের মেম্বারশীপ কেনা যায়, সিলভার এবং গোল্ড।
বিনামুল্যের সদস্য হিসেবে ৪০ জন পর্যন্ত রেফারেল সদস্যর আয় পেতে পারেন, সিলভার
মেম্বারশীপের জন্য এই সংখ্যা ৪০০।
এবারে আয়ের
পদ্ধতিগুলি দেখে নেয়া যাক;
.
বামদিকের মেনু
থেকে download software ক্লিক করে সফটঅয়্যার ডাউনলোড করুন এবং ইনষ্টল করুন (যদি না করা থাকে)।
.
সফটঅয়্যারটি
চালু করুন এবং আপনার ইমেইল-পাশওয়ার্ড দিয়ে একাউন্টের সাথে লিংক করুন। সফটঅয়্যারটি
নিজে থেকেই বিজ্ঞাপন দেখাবে। কিছু বিজ্ঞাপন পপ-আপ হিসেবে পাওয়া যাবে, কিছু
বিজ্ঞাপন অন্যান্য ওয়েবসাইটের মধ্যেই দেখা যাবে। কোন বিজ্ঞাপনে টাকা পাওয়ার জন্য ক্লিক করতে হয়,
কোথাও ক্লিক না করেই টাকা পাওয়া যায়।
.
তাদের সাইটে
লগিন করে account setting ক্লিক করুন এবং Ad frequency কে High সেট করে নিন।
রেফারেল শেয়ার
কেনা
.
Complete offers for cash লিংকে ক্লিক করুন। এখানে বিভিন্ন ধরনের কাজ দেয়া থাকে।
কিছু ডাউনলোড করলে কিংবা কোথাও সদস্য হলে টাকা পাওয়া যায়। সুবিধেজনক কাজ বেছে ৫
ডলার পর্যন্ত আয় করুন।
.
Account Balance অংশে Transfer ক্লিক করে টাকাকে Purchase Balance অংশে আনুন।
এখানকার টাকা ব্যবহার করে কিছু কেনা যায়। যদি একাউন্টের টাকা উঠাতে চান তাহলে
এখানে আনবেন না কারন একে পুনরায় একাউন্টে ফেরত নেয়া যায় না।
.
Purchase referral Share ক্লিক করে রেফারেল সদস্য কিনুন।
এখন সাধারনভাবে
ইন্টারনেট ব্রাউজ করুন। আপনার আয় আসতে থাকবে।
রেফারেল শেয়ার
পাওয়ার জন্য বিনামুল্যের সদস্য হিসেবে দিনে ২০টি বিজ্ঞাপনে ক্লিক করতে হয়। টাকা
দিয়ে সদস্য হলে সরাসরি রেফারেল শেয়ার পাওয়া যায়।
অনেক সময়
বিভিন্ন কারনে কোন সদস্যের টাকা তাদের কাছে জমা হয়, অন্য কথায় কারো একাউন্ট বাতিল
হবে বা একাউন্ট বন্ধ করলে তাদের জমা টাকা দেয়া হয় না। সেই টাকা রেফারেল শেয়ার
হিসেবে একটিভ সদস্যদের মধ্যে ভাগ করে দেয়া হয়।
ক্যাশ অফার
টাস্ক ফর ক্যাশ
নামে তাদের একটি বিভাগ রয়েছে। সেখানে মাইক্রোওয়ার্ক নামে ছোট কাজ দেয়া থাকে। একটি
কাজের জন্য ৫০ সেন্ট থেকে ৫০ ডলার পর্যন্ত পাওয়া যেতে পারে।
অন্যান্য
পিটিসি সাইটের মত টাকা দিয়ে সদস্য হলে অবশ্যই আয়ের সুযোগ বেশি। তারপরও, যেহেতু
বিনা টাকায় আয়ের সুযোগ রয়েছে সেহেতু শুরুতে বিনা টাকায় কিছুদিন কাজ করে অভিজ্ঞতা
বাড়ানোই ভাল।
এখনও তাদের
সদস্য না হলে হতে পারেন এই লিংক থেকে : http://www.mybrowsercash.com/index.php?refid=236088
referral chara kono goti nai...:( jader referral ache tarai kebol monthly earning er cinta korte pare...ami ek dine 8 cent porjonto earn korchi
ReplyDeleteসহজ কোন বিষয় নিয়ে ব্লগ তৈরী করুন এবং সেখানে লিংক রাখুন। রেফারেল পাওয়া যাবে। এছাড়া ৫.৫ ডলার ব্যয়ে রেফারেল কিনতে পারেন।
Deleteনিজে ক্লিক করে যথেষ্ট পরিমান আয় করা সত্যিই কঠিন।
clicking er pichone time dear chea sekhar kaje time deatai beshi valo hobe naki bolen?
Deleteএই সাইটের আগের লেখাগুলি যদি দেখেন দেখবেন ক্লিক করে আয়ের সমালোচনা করা হয়েছে। এবিষয়ে অনেকের আগ্রহ দেখে কয়েকটি সাইট যাচাই করে বাস্তবতা তুলে ধরা হয়েছে। কাউকেই কাজের বদলে ক্লিক করার পরামর্শ দেয়া হয়নি। বিড করে কাজ পাওয়া কঠিন, অনেকে ধৈর্য্য হারিয়ে ফেলেন। ক্লিক করে আয় তাদেরকে কম্পিউটারের সামনে ধরে রাখতে পারে। এটাই উপকার। সাথে ব্লগ বা অন্যভাবে প্রচার করলে নিজে ক্লিক না করেও কয়েকশ জনের রেফারেল আয় পাওয়া সম্ভব।
Deleteগ্রাফিক ডিজাইনের একটি সুবিধে উল্লেখ করছি। এখানে আগেই কাজের নমুনা তৈরী করে আপলোড করা যায়। ফলে যারা নতুন তারাও চমতকার ডিজাইন করে সহজে কাজ পেতে পারেন।
AMI ACC OPEN KORLAM ,BUT E MAIL VARIFICATION ASHLO NA.JE KARONE ACTIVE HOSSE NA.VEBE SILAM EMAIL VUL DIESILAM.KITU JOKON FORGET MY PASSOWRDE CLICK KORLAM THEN TARA AMAKE PASSOWRD DILO.NOTUN ACC. KOLA JASSE NA. KI KORBO?
ReplyDeleteইমেইল এর junk ফোল্ডার দেখুন। লিংক থাকার কারনে অনেক সময় এগুলি সেখানে জমা হয়।
DeleteTaka Debay Kesar Maddomay????
ReplyDeletevaiya.....tnx
ReplyDeleteaj pray ak mash por open korei apnar ans. pelam......age jodio
apnar site visit korsi , but ans. kheyal kori ni...open hoise...onek gulo add click korlam , kintu..acc balance passi na.........r aktu ki bolben ki korbo?.......o 2 din opekkha korsi,tao balence bare na
তাদের সাইটে কিছু সমস্যা হয়েছে। তাদের হোমপেজে এবিষয়ে তথ্য দেয়া হয়েছে।
DeleteFriends,do u want to earn money from ptc sites……..please see this blog
ReplyDeletehttp://sohansiddik.blogspot.com/2012/10/some-real-ptc-sites.html
ak vai, ami cse er ek student j ei bosorei chance paisi ar kisu din holo pc kinsi. ptc dia suru korar issa silo but problem hoitedse. clixsense e account khulsi but kisu buzi na, buxp.info e khulsi but kno jani click kori but taka ase na! ki kori jkon to???!!!
ReplyDeleteAmar email nafis.sadik01@gmail.com
ama k ektu help koren!
http://bangla-tutor.blogspot.com/2011/12/ptc-start-online-earning-today.html
Deleteএই পোষ্টে ক্লিকসেন্স ব্যবহারের নিয়ম লেখা আছে। আমার জানামতে এই একটামাত্র সাইট নির্ভরযোগ্য। যারা বেশি টাকা দেয়ার কথা বলে তাদের অধিকাংশ যায়গায় টাকা উঠানো যায় না।
ক্লিক করে কখনোই বেশি আয় করা যায় না। কাজ করে আয়ের অন্যান্য যে পদ্ধতিগুলি উল্লেখ করা আছে সেদিকে যাওয়াই ভাল।
vaia,mybrowsercash er taka ki payza diye tola jabe?
ReplyDeleteযাবে।
Delete