মাসে কতজন
ভিজিটর পেলে মনে হতে পারে যথেস্ট ভিজিটর রয়েছে ?
সার্চ ইঞ্জিন
অপটিমাইজেশন নিয়ে যখন কাজ করেন তখন এটা স্বাভাবিক প্রশ্ন। নিজের সাইটের জন্যই হোক
অথবা অন্যের সাইটে ভিজিটর তৈরীর দায়িত্ব নিয়েই হোক, মাপকাঠি ভিজিটরের সংখ্যা।
ওয়েবসাইটের
মালিক দ্রুত অধিকসংখ্যক ভিজিটর পেতে চাইবেন এটাই স্বাভাবিক। অনেক সময়ই এই সংখ্যা
কত বুঝতে সমস্যা হতে পারে। বিবেচনার জন্য যে বিষয়গুলির দিকে দৃষ্টি দিতে হয় সেগুলি
উল্লেখ করা হচ্ছে এখানে।
প্রথমে একটি
বিষয় বিবেচনায় রাখা ভাল। ভিজিটর বলতে বলা হচ্ছে ইউনিক ভিজিটর। একজন ভিজিটর ১০টি
পেজ ভিজিটর করলে সেটা ১জন ভিজিটর হিসেবে গন্য করা হবে।
ধরা যাক কোন
সাইটে মাসিক ভিজিটর ১ হাজার, আরেক সাইটে ৫০ হাজার। তার অর্থ কি এই যে প্রথম সাইটটি
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে পিছিয়ে পরছে ?
অবশ্যই না। আন্তর্জাতিক
মানের কোন কোম্পানীর প্রয়োজন হয় লক্ষ লক্ষ ভিজিটর, কিংবা কোটি ভিজিটর। কিন্তু
স্থানীয়ভাবে কাজ করে এমন ব্যবসা প্রতিস্ঠান হয়ত কয়েকশ ভিজিটর পেলে খুশি। কাজেই
ভিজিটরের সংখ্যা কত হলে যথেষ্ট সেটা বিবেচনার মুল বিষয় ভিজিটররা সাইটকে কিভাবে
ব্যবহার করেন।
কোন গ্রাফিক
ডিজাইনার বা ওয়েব ডিজাইনার এর সাইটের কথা কল্পনা করুন। তিনি কখনো সংবাদপত্রের মত
বিপুল সংখ্যক ভিজিটর পাবেন না। তার সেটা প্রয়োজনও নেই। তিনি যদি সাইটের সাহায্যে ক্লায়েন্ট
পেতে চান তাহলে ১০০ সত্যিকারের ক্লায়েন্ট প্রয়োজনের থেকেও বেশি। অবশ্য একথা ঠিক
ভিজিট করলেই সবাই ক্লায়েন্ট হবেন না। শুরুতে অনেকের জন্যই দিনে ৫০ থেকে ১০০ ভিজিটর
যথেস্ট মনে হতে পারে। এই সংখ্যা যদি বছরখানেক পর হাজারে উন্নিত হয় তাহলে সেটা খুবই
ভাল ফল।
আরেকটি বিষয়
বিবেচনায় রাখা উচিত। সাইটের ধরন কি। সেই একই বিষয়ে অন্যদের সাথে প্রতিযোগিতার
পরিমান কতটা। যদি একই ধরনের সাইট নিয়ে কারো সাথে প্রতিদ্বন্দিতা করতে হয় তাহলে
অবশ্যই তারসাথে মিল রেখে ভিজিটরের সংখ্যা বাড়ানোর দিকে দৃষ্টি দেয়া প্রয়োজন। এমনকি
সেখানে সম্ভাবনা কম থাকলে বিষয় পরিবর্তন করাও লাভজনক।
ভিজিটরের
সংখ্যা কত শুধুমাত্র এর ওপর নির্ভর করে সাইটের ভালমন্দ বিচার করা যায় না এই কারনেই।
১০০ জনে ১০জন আপনার উপকারে আসতে পারে, ১ হাজারে ১০ জন উপকারে আসতে পারে। আপনার
উপকারের পরিমান ওই ১০ জনই।
কাজেই কতজন
ভিজিটর পেলে তাকে যথেস্ট মনে করা যায় একথার নির্দিস্ট উত্তর নেই। শুধুমাত্র
ভিজিটরের সংখ্যার ওপর গুরুত্ব না দিয়ে মানের দিকে দৃষ্টি দেয়াই বেশি লাভজনক।
ধন্যবাদ ভাই। চমৎকার লিখেছেন।
ReplyDeleteআপনার এই ব্লগ এর এর বিভিন্ন পোস্ট নিয়ে আমরা কয়েকটি টিউটোরিয়াল ইবুক তৈরি করতে চাই। আপনার মতামত পেলে আমরা কাজটি শুরু করতে পারি।
দয়া করে আপনার মতামত জানাবেন। ধন্যবাদ।
খুব ভাল উদ্দ্যোগ। সমর্থন করছি। লেখার সাথে সুত্র উল্লেখ করা নিয়ম। আমার লেখা কিছু বই সম্ভবত আপনাদের সাইটে আছে।
Deleteমতামত জানানোর জন্য ধন্যবাদ। আমাদের সাইট এ আপনার লেখা কিছু টিউটোরিয়াল থাকতে পারে কিন্তু ভাই ঐ গুলা আমাদের তৈরি না। বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা। আর লেখার সাথে সুত্র যদি আমরা নাই দিতাম তাহলে আর আপনাকে এখানে জিজ্ঞেস করার প্রয়োজন পড়ত না কপি করে নিয়ে নিতাম :p
Deleteযাই হোক আপনি এই বই টা ডাউনলোড করে দেখুন... http://www.mediafire.com/download.php?vbofqgnwzn09n6i
আমরা যদি আপনার সাইট থেকে কোন ইবুক তৈরি করি তাহলে টিক এই রকম হবে। ধন্যবাদ।
বই বলতে আমি গল্প/উপন্যাস বুঝিয়েছি। সেগুলি বিনামুল্যে ডাউনলোডের জন্য পিডিএফ হিসেবে তৈরী। অনেক লেখায় আমি নিজের নাম ব্যবহার করি না তবে সাইটের ঠিকানা ব্যবহার করি।
Deleteওকে। আমরা যদি আপনার সাইট থেকে বই তৈরি করি তাহলে পাবলিশ করার আগে অবশ্যই আপনার কাছে এক কপি পাঠানো হবে । আপনার আনুমতি পেলেই তবে বইটি প্রকাশ করা হবে। সে পর্যন্ত ভাল থাকুন। খোদা হাফেয।
Deleteকপিরাইট নিয়ে কোন রকম চিন্তা করবেন না।
I request "bangla boi" to make a mobile version of their new e-book. It is simple just set the page size as 2" for PDF file. Please publish download link in this blog.
ReplyDeleteভাইয়া আপনার পোষ্ট গুলো অনেক ভাল and useful.আমি একটি website খুলতে চাই।এজন্য আমার কি কি জানা প্রয়োজন ? কি কি দরকার ? কি কি করা জেতে পারে? and কি পরিমান খরচ হবে জদি বলতেন আমার খুব উপকার হতো। (exaple:fushionbd.com or dhakawap.com) এর মত website খুলতে চাই। ধন্যবাদ ।
ReplyDeleteওয়েবসাইট তৈরী বিষয়ে এখানে অনেকগুলি পোষ্ট রয়েছে। সেগুলি থেকে মোটামুটি ধারনা। ভাল ওয়েবসাইটের জন্য ভাল বিষয়/বক্তব্য সবচেয়ে জরুরী।
Deleteখরচ বলতে সাধারনভাবে ডোমেন-হোষ্টিং এর জন্য বার্ষিক খরচ বুঝানো হয়। এটা সামান্য। লোকবল ব্যবহার করলে তার খরচ এরসাথে যোগ করবেন।