Monday, February 6, 2012

ইন্টারনেটে সহজে আয়ের জন্য fast2earn এফিলিয়েশন

ইন্টারনেট থেকে সহজে আয়ের সবচেয়ে প্রচলিত পদ্ধতি এফিলিয়েশন। কোন কোম্পানী হয়ে প্রচার করবেন। এফিলিয়েশন থেকে আয় বিভিন্ন ধরনের হতে পারে। তাদের সাইটে ভিজিটর পাঠালে প্রতি ভিজিটরের জন্য টাকা পাবেন,  কেউ সদস্য হলে আরো বেশি টাকা পাবেন, কিছু বিক্রি হলে তারথেকেও বেশি কমিশন পাবেন। প্রচার করতে পারেন নিজের ওয়েবসাইটে, ব্লগে, ফেসবুক-টুইটারে কিংবা এগুলি যদি নাও থাকে শুধুমাত্র ইমেইল ব্যবহার করেও অন্যের কাছে লিংক পাঠাতে পারেন। সেই লিংকে কেউ ক্লিক করলে আপনি টাকা পাবেন।
এধরনের একটি সহজ নেটওয়ার্ক ফাষ্ট২আর্ন। কিভাবে এই নেটওয়ার্ক ব্যবহার করবেন জেনে নিন।
.          তাদের সাইটে যান http://fast2earn.com/-97147.htm
.          নিজের নাম এবং ইমেইল এড্রেস দিন।
.          পছন্দমত পাশওয়ার্ড টাইপ করে দিন।
সদস্য হওয়ার জন্য এটুকুই যথেষ্ট। সাথেসাথেই আপনার একাউন্ট তৈরী হবে। নিজের একাউন্টে ঢুকুন।
.          Banners লেখা বাটনে ক্লিক করুন। বিভিন্ন ধরনের বিজ্ঞাপনের ব্যানার দেখতে পাবেন। কোন বিজ্ঞাপন থেকে কত আয় হবে সেটাও দেখা যাবে। পছন্দমত কোন বিজ্ঞাপন ব্যবহারে জন্য তার সাথে দেয়া Get Banner Code বাটনে ক্লিক করুন। সেখানে কোড পাওয়া যাবে।
.          কোডটি কপি করুন এবং আপনার ব্লগ, ওয়েবসাইট, ফেসবুক, ইমেইল ইত্যাদি যায়গায় ব্যবহার করুন। সেখানে ব্যানারটি দেখা যাবে।
আপনার কত আয় হয়েছে সেটা আপনার সাইটে লগ-ইন করলেই দেখা যাবে। তারা টাকা দেয় পেপল ছাড়া এলার্ট-পে এবং ব্যাংকচেকের মাধ্যমে। কাজেই বাংলাদেশ থেকে ব্যবহার করতে সমস্যা নেই।
এলার্ট পে এর সদস্য না হয়ে থাকলে এখনই সদস্য হয়ে নিন এবং আয় শুরু করুন। সাধারনভাবে প্রতিজন লিংকে ক্লিকের জন্য (একই ব্যক্তির বারবার ক্লিক করা যাবে না) আয় ৭ সেন্ট, সেই লিংক থেকে কেউ সদস্য হলে ১.৮ ডলার এবং কেউ কিছু কিনলে ১৫% কমিশন এটাই নিয়ম। তবে বিজ্ঞাপনভেদে তারতম্য আছে।
যত বেশি প্রচার করতে পারবেন আপনার আয় তত বেশি। কাজেই যদি ব্লগ না থাকে তাহলে ব্লগ তৈরী করে নিন। এই সাইটে ব্লগ তৈরীর টিউটোরিয়াল রয়েছে।

 ফ্রিল্যান্সিং এবং ইন্টারনেটে আয়


ব্লগিং এবং ইন্টারনেট


ওয়ার্ডপ্রেসে বিনামুল্যের ব্লগ তৈরী
কিভাবে ইমেইল একাউন্ট তৈরী করবেন
 ব্লগার বনাম ওয়ার্ডপ্রেস
ওয়ার্ডপ্রেসে বাংলা ব্যবহার
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও
বিনামুল্যের ওয়েব হোষ্টিং
ব্লগিং থেকে আয়ের মুলমন্ত্র
ফ্রিল্যান্স রাইটারদের সেরা ১০ ব্লগ
ব্লগ লিখুন হলিউড ষ্টাইলে
ব্লগারে কাষ্টম থিম ব্যবহার
ভাল ব্লগার হওয়ার ৭ উপায়
ভাল ব্লগার বনাম ভাল ভিজিটর
কেন নিজস্ব ব্লগ তৈরী করবেন
বিনামুল্যের ব্লগিং এর জন্য উইবলি
ব্লগারে বাংলা ব্লগ তৈরী
বেশি ভিজিটর পাওয়া এবং ভিজিটর ধরে রাখার উপায়
এডসেন্স ব্যবহার করতে চান ? গুগলের গাইডলাইন মেনে চলুন
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের সময় যে নিয়ম মেনে চলবেন
ব্লগার ব্লগকে ওয়ার্ডপ্রেসে ব্যবহার 
ফ্রিল্যান্সারের সাধারন কিছু নিয়ম 
ব্লগ টাইটেলের ৫ খারাপ উদাহরন
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য সাবমিট-ষ্টার্ট ব্যবহার করুন
টাকা আয় করুন আমাজন থেকে
ইমেইল মার্কেটিং এর জন্য অটো রেসপন্ডার ব্যবহার
এফিলিয়েট মাকেটিং এর জন্য লিংকশেয়ার 
এফিলিয়েট মার্কেটি সাফল্যের ৫ সুত্র
পেইড ব্লগ রিভিউ এর ভাল-মন্দ 
গুগলের নিষেধাজ্ঞা এড়াবেন কিভাবে  
যে ১০ কারনে গুগলে সাইট র‌্যাংকিং বাড়ানো হয় 
প্রচারের জন্য সোস্যাল মিডিয়া মার্কেটিং 
ওয়েব ডিজাইনের মুলনীতি ঠিক রাখুন 

14 comments:

  1. thnx bro i will add this on my site:http://www.earnmoneyzzzz.blogspot.com

    ReplyDelete
  2. sir, akhan kar link to facebook a nai na bolben ami ki korbo.www.kousar-ru.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. আমি ফেসবুক ব্যবহার করি না বলে যাচাই করতে পারছি না। কোন কোন সাইট বিশেষ লিংক ব্লাকলিষ্ট করে বাদ দেয়। সেটা একটা সম্ভাবনা। ফাষ্ট২আর্ন এর বিরুদ্ধে কিছু অভিযোগ রয়েছে। ২০০ ডলার জমা হলে তবে তারা টাকা দেয়। এই সাইটের একাউন্টে ৬০ ডলার মত জমা হয়েছে। সেটা ২০০ ডলারে গেলে নিশ্চিত হওয়া সম্ভব।
      আপনার ব্লগে এদের লিংক কিংবা ব্যানার বিজ্ঞাপন ব্যবহার করতে নিশ্চয়ই সমস্যা নেই। আলাদাভাবে কিছু না করে যদি আয় হয় মন্দ কি ?

      Delete
  3. কত ডলার হলে টাকা তোলা যাবে তা বলবেন কি।আমি জানতে চাচ্ছি।
    www.kousar-ru.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. ২০০ ডলার হলে টাকা উঠানো যায়। তাদেরকে একারনেই সন্দে করা হয়। এই সাইটের লিংকে ৬২ ডলার জমা হয়েছে, এরপর আয়ের গতি কমে গেছে। আপনার ব্লগে লিংক রাখতে পারেন কিন্তু অনেকেরই মত এরা খুব নির্ভরযোগ্য না।

      Delete
  4. vai akane min payment 200$.amar 38$ hoyse kintu tara amake 2.44$ payza accounte diase.ai 2.44$ payacilem sale kore.tader payment proofa 2/8/10$ etc ase bt 200 nai.tobu mone hoy tara pay korbe.

    ReplyDelete
    Replies
    1. তাদের আচরন সন্দেহজনক। জমা টাকার পুরোটাই দেয়া উচিত ছিল। এভাবে অল্প টাকা দিয়ে পেমেন্ট প্রুফ দেখানোর অর্থ তারা টাকা দেয় সেটা প্রমান করা। আয় সম্ভবত কখনোই ২০০ ডলারে যাবে না। এদিকে বেশি গুরুত্ব না দেয়াই ভাল।

      Delete
  5. nice blog, i want to make a blog, how can i make this?

    ReplyDelete
  6. facebook ar kun jaigai code ati past korbo doa kore janabenki?

    ReplyDelete
  7. আমি সাইন আপ করছি এবং৭ জন রেফার তৈরী করছি কিন্তু ডলার পাছিছ না ।

    ReplyDelete
    Replies
    1. এদের সম্পর্কে টাকা না দেয়ার অভিযোগ রয়েছে। এফিলিয়েশনের জন্য অন্য সাইট ব্যবহার করুন। যেমন আয় কম হলেও ক্লিক্সসেন্স ঠিকমত টাকা দেয়।

      Delete
  8. ক্লিক্সসেন্স এর address টা যদি দিতেন তাহলে ঠুঁ মেরে দেখতাম একবার @ ak

    ReplyDelete
    Replies
    1. এই পেজে বামদিকে ক্লিকসেন্স এর ব্যানার বিজ্ঞাপন আছে।

      Delete
  9. এটাকি আসোলেয় নম্ভব ????

    ReplyDelete