নির্ভরযোগ্য ক্লিক করে আয়ের সাইট বা পিটিসি সাইটের জন্য নিয়মিতভাবে লিখতে বলেন অনেকে। এধরনের একটি সাইট হিসেবে পিএইচডি-বাক্স ব্যবহার করা যেতে পারে।
সাধারনভাবে কোন পিটিসি সাইট সম্পর্কে সবসময়ই বলা হয়েছে তারা কতদিন ধরে কাজ করছে জেনে নিশ্চিত হবেন তাদের ওপর নির্ভর করা যায় কি-না। সেতুলনায় পিএইচপি-বাক্স একেবারে নতুন। তারপরও এই সাইটের উল্লেখ করা হচ্ছে অন্য বিষয়গুলির কারনে।
একাউন্টে ১ ডলার জমা হলেই টাকা উঠানো যায়। কাজেই অনেক টাকা জমা হওয়ার পর টাকা পাওয়া যাচ্ছে না এধরনের কিছু ঘটার সম্ভাবনা কম। এখনই সদস্য হওয়ার আরেকটি বড় কারন, প্রথম ২০ হাজার সদস্যকে তারা বিনামুল্যে প্রিমিয়াম সদস্যপদ দেবে। এখনও ২০ হাজার সদস্য হয়নি কাজেই এই সুযোগ কাজে লাগানো যেতে পারে এখনই।
তাদের সুবিধের মধ্যে রয়েছে আনলিমিটেড রেফারেল ব্যবহারের সুযোগ। ২০ জুন পর্যন্ত রেফারেল কন্টেস্ট নামে তাদের একটি প্রতিযোগিতা রাখা হয়েছে। সবচেয়ে বেশি রেফারেল সংগ্রহ করে পুরস্কার জিততে হবে। ১০টি পুরস্কারের প্রথম ১০০ ডলার, দ্বিতীয় ৫০ ডলার, তৃতীয় ২৫ ডলার। সাধারনভাবে ক্লিকপ্রতি দেয়া টাকার পরিমানও ভাল, সর্বোচ্চ ২ সেন্ট।
ব্যবহারের নিয়ম অন্যান্য পিটিসি সাইটের মতই। নিজের ইমেইল এড্রেস দিয়ে আবেদন করবেন। ফরম পুরনোর সময় লগিন নেম, পাশওয়ার্ড, নিজের নাম ইত্যাদি দেবেন। ভেরিফিকেশনের জন্য একটি বাটনে ক্লিক করলে ৪ অক্ষরের একটি শব্দ পাওয়া যাবে, সেটা দেখে টাইপ করবেন।
ক্লিক করার জন্য লগিন করে মেনুতে ক্লিক করলে ক্লিক করার জন্য বিজ্ঞাপন পাওয়া যাবে। লক্ষ করলে দেখবেন নিচের দিকের বিজ্ঞাপনগুলি বেশি দামের, ওপরের দিকেরগুলি কমদামী। কাজেই নিচের বিজ্ঞাপনগুলি থেকে শুরু করাই ভাল।
বিজ্ঞাপনে ক্লিক করলে সেটা ওপেন হওয়ার পর ২ সংখ্যার একটি শব্দ পাওয়া যাবে। সেটা টাইপ করে ভেরিফাই করতে হবে।
পিএইচডি-বাক্স টাকা দেয় এলার্ট-পে সহ অন্যান্য পদ্ধতিতে। কাজেই টাকা পেতে সমস্যা হওয়ার কথা না।
VIAA APNI JODI BLOGGER A ADSANC AR ADD DIAR PODDOTI GOLO JODI janatan
ReplyDeleteএ বিষয়ে লেখা আছে এই সাইটে।
Deleteআপনি কি ব্লগার নতুন ইন্টারফেসের কথা বলছেন ? সরাসরি এডসেন্স সাইটে (https://www.google.com/adsense) গিয়ে লগ-ইন করুন।
ReplyDeleteএডসেন্স কিভাবে ব্যবহার করতে হয় এবিষয়ে কয়েকটি পোষ্ট রয়েছে। প্রথমে অনুমোদন নিতে হয়, এরপর তাদের কোড উইজেট হিসেবে (বা পোষ্টের মাঝখানে) যোগ করতে হয়।
vaia blogger a 4/5 application resubmit korechi tobu grant hoina.help me pls
ReplyDeleteবেশকিছু শর্ত পুরন করে এডসেন্স ব্যবহারের অনুমতি দেয়া হয়। একটি শর্ত হচ্ছে বাংলা ভাষার সাইটে অনুমোদন দেয় না (এখন পর্যন্ত)। তাদের শর্তগুলি দেখে মানানসই সাইট তৈরী করুন।
DeleteHELLO VAI, APNAR AI SITE TI KHUB BHALO,
ReplyDeleteFriends,do u want to earn money……..please see this blog
ReplyDeletehttp://sohansiddik.blogspot.com/2012/10/some-real-ptc-sites.html