Friday, May 25, 2012

Online Video Marketing এর ৫ সুত্র


ভিডিও সম্পর্কে মানুষ্যের আগ্রহ অন্যান্য মিডিয়া থেকে বেশি। সেকারনে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা প্রচারের জন্য ভিডিও ব্যবহার করে তুলনামুলক ভাল ফল পাওয়া যায়। অনেকেই মুলত এর ওপরই নির্ভর করে অন্যদের থেকে এগিয়ে থাকেন। ইউটিউবে ভিডিও ব্যবহারের সময় নিজের প্রয়োজনীয় কিওয়ার্ড ব্যবহার করেন।
ভিডিওকে সফলভাবে ব্যবহারের জন্য কিছু নিয়ম মানা আবশ্যক। আপনার বিষয় যাই হোক না কেন তাকে আকর্ষনীয় ভিডিওর মাধ্যমে তুলে ধরে সহজে প্রচার বাড়াতে পারেন।
ভিডিও ব্যবহারের প্রধান ৫ নিয়ম এখানে উল্লেখ করা হচ্ছে।
.          দেখার মত ভিডিও তৈরী করুন
বলা হয় গড়ে মানুষ মাসে ২০ ঘন্টা ইউটিউব বা হুলুর মত ভিডিও সাইটে ভিডিও দেখে। অনেকে লেখার চেয়ে ভিডিও দেখে শিখতে বেশি পছন্দ করে। একারনেই জনপ্রিয়তার দিক থেকে গুগলের পরেই ইউটিউব।
ভিডিও ব্যবহারের প্রথম শর্ত একে আকর্ষনীয়ভাবে উপস্থাপন করুন। এমন কোন বক্তব্য তুলে ধরুন যা নিয়ে অন্যের আগ্রহ রয়েছে।
.          যত বেশি সম্ভব প্রচার করুন
ইরেজিতে সব যায়গায় ছড়িয়ে দেয়াকে বলঅ হয় ভাইরাল। ভাইরাসের মত ছড়িয়ে দেয়া। কাজটি কঠিন। পরিসংখ্যান বলে দুই-তৃতিয়াংশ ভিডিও দর্শক পায় ১ হাজারের কম, মাত্র ১.৭% ভিডিও ১০ হাজারের বেশি মানুষ দেখে। এর মুল কারন সেগুলি সব যায়গায় ছড়িয়ে দেয়ার ব্যবস্থা না করতে পারা।
ভিডিওকে এমনভাবে রাখুন যেন ইচ্ছে করলেই ব্যবহারকারী ডাউনলোড করতে পারেন, অন্যের সাথে শেয়ার করতে পারেন। বিনামুল্যের ভিডিওর জন্য ডাউনলোড প্রোটেকশন কোন উপকারে আসে না।
.          হলিউডের মানের সাথে তুলনা করুন
ভিডিওর ষ্টান্ডার্ড হলিউড। যে ভিডিও তৈরী করবেন তাকে হলিউডের নিয়মে উপস্থাপন করুন। ভিডিওর মান, শব্দের মান ইত্যাদি উন্নত করা বর্তমানে খুবই সহজ। অধিকাংশ মোবাইল ফোনেই ভাল মানের ভিডিও রেকর্ড করা যায়। সেইসাথে ডিজিটাল ক্যামেরা হলে তো কথাই নেই।
ভিডিও রেকর্ড করার পর তাকে নিয়ম মেনে এডিট করে নিন। অনেক ভিডিও এডিটিং সফটঅয়্যার পাওয়া যায় যেগুলি খুব সহজে ব্যবহার করা যায়।
.          ভিডিওকে সংক্ষিপ্ত রাখুন
মানুষ ভিডিও দেখতে পছন্দ করে একথা যেমন ঠিক তেমনি এজন্য খুব বেশি সময় ব্যয় করতেও আগ্রহি না। আপনার প্রয়োজনে বড় ভিডিও রাখবেন না একথা বলা হচ্ছে না। সব ভিডিওই ছোট কিংবা সব ভিডিও বড় এমন না হওয়াই সবথেকে ভাল।  তথ্যের ভিডিও বড়জোর কয়েক মিনিটের এবং শিক্ষামুলক ভিডিও দীর্ঘ হতে পারে।
.          বেশি ব্যয় প্রয়োজন নেই
আপনি ভিডিওকে শক্তিশালি মাধ্যম হিসেবে ব্যবহার করবেন, এজন্য প্রচুর ব্যয় হবে, এই ধারনা ঠিক না। খুব অল্প খরচে, অনেক সময় শুধুমাত্র সময় এবং শ্রম ব্যয়ে উচু মানের ভিডিও তৈরী করা যায়। এগুলি প্রচারের জন্যও ব্যয় প্রয়োজন নেই। ইমেইল, ফেসবুকের মত সোস্যাল নেটওয়ার্ক ইত্যাদি ব্যবহার করে প্রচার করতে পারেন। ইউটিউবে প্রচার করতে পারেন। সাথে কিছু খরচ করলে অবশ্যই ভাল ফল পাওয়া যায়। ইউটিউবে কিছু টাকা খরচ করলে দ্রুত প্রচারের ব্যবস্থা করা যায়। এই খরচ অন্তত গুগলের এডওয়ার্ডস থেকে অনেক কম।

ব্যবসায়িক ব্লগের ক্ষেত্রে প্রচার যত বেশি আয় তত বেশি। প্রচারের অন্যান্য পদ্ধতির সাথে ভিডিও সবসময়ই ভাল ফল এনে দেয়।

No comments:

Post a Comment