Monday, June 4, 2012

ওয়েব ডিজাইন শেখার জন্য ড্রিমওয়েভার কতটা গুরুত্বপুর্ন


ড্রিমওয়েভার ব্যবহার হচ্ছে ১০ বছরের বেশি সময় ধরে। একই কাজের জন্য একই ধরনের অন্য সফটঅয়্যারগুলি এসে জনপ্রিয়তা লাভ করে বিদায় নিলেও ড্রিমওয়েভারের জনপ্রিয়তা ক্রমশ বৃদ্ধি পেয়েছে এবং পাচ্ছে। ওয়েব ডিজাইনের সফটঅয়্যার টুল হিসেবে পেশাদার ওয়েব ডিজাইনাররা এটা ব্যবহার করছেন।
তারপরও এর ব্যবহার নিয়ে পক্ষে বিপক্ষে মত রয়েছে। অনেকে সরাসরি এর বিপক্ষে কথা বলেন। কেন সেটা করা হয় এবং বাস্তবতা আসলে কি তুলে ধরা হচ্ছে এই পোষ্টে।
ড্রিমওয়েভার এর মুল বৈশিষ্ট WYSIWYG (What You See Is What You Get) ফিচার।  কাজ করার সময় স্ক্রিন যেমন দেখা যাবে ঠিক তেমনই রেজাল্ট পাওয়া যাবে। মুল বিতর্কের কারন এটাই। সমালোচকদের বক্তব্য, এভাবে কাজ করে মুল কোডকে এড়িয়ে যাওয়া হচ্ছে। আপনি নির্দিষ্ট যায়গায় নির্দিষ্ট ফন্ট ব্যবহার করলেন আর সফটঅয়্যার তারজন্য কোড লিখে দিল, এরফলে আপনি মুল কোড সম্পর্কে ততটা গুরুত্ব দিচ্ছেন না। এতে সমস্যা হতে পারে।
বাস্তবে সমস্যা হয়ও। একটি ব্রাউজারে ঠিকভাবে কাজ করলেও অন্য ব্রাউজারে ঠিকভাবে কাজ করবে এই নিশ্চয়তা নেই, যতক্ষন না সেটা নিশ্চিত করা হয়।
পক্ষের যুক্তি হচ্ছে, ড্রিমওয়েভার অন্যান্য এধরনের সফটঅয়্যারের মত কোড তৈরী করেই থেমে নেই। একইসাথে কোড এবং ভিজ্যুয়াল দুটি মোড ব্যবহার করার সুযোগ রয়েছে। অর্থাত কাজ করার সাথেসাথেই কোড দেখে নেয়ার এবং প্রয়োজনে সেখানে টাইপ করে কাজ করার সুযোগ রয়েছে, অথবা শুধুমাত্র কোড ব্যবহার করেও কাজ করতে পারেন। সেক্ষেত্রে কোডভিত্তিক কাজ করার সময় কিছু কাজ সহজে করে নিতে পারেন ভিজ্যুয়াল মোডে। একদিকে কাজ যেমন নিখুত হয় অন্যদিকে সময় কমে।
সবচেয়ে বড় সুবিধে এর দ্রুত টেম্পলেট ব্যবহারের ব্যবস্থা। একটি পেজ তৈরী করে তাকে ৩০টি একই ধরনের পেজ হিসেবে ব্যবহার করা যায় মুহুর্তের মধ্যে। মুল টেম্পলেটে পরিবর্তণ করলে বাকি সবগুলি পেজে সেই পরিবর্তণ পাওয়া যায়। এই সুবিধে রেখে প্রতিটি পেজের জন্য পিএইচপি কোড লেখার নিশ্চয়ই যুক্তি নেই।
মুলত কোডভিত্তিক কাজও যদি করা হয়, কোডিং এর জন্য নোটপ্যাড ২ কিংবা নোটপ্যাড ++ জনপ্রিয় হলেও তাদের ইন্টারফেস ড্রিমওয়েভারের মত এতটা সহজব্যবহারযোগ্য না।
ওয়েব ডিজাইন শেখার জন্য ড্রিমওয়েভার শেখা প্রয়োজন কি-না ?
একথা উত্তর হতে পারে, প্রয়োজন হবেই এমন কথা নেই। ব্যবহার করলে অনেক অতিরিক্ত সুবিধে পাওয়া যাবে।
ড্রিমওয়েভার কখন শেখা হবে এর উত্তর তুলনামুলক কঠিন। কেউ কেউ এখান থেকেই শুরুর কথা বললেও অনেকে মনে করেন শুরুতে কিছুটা এইচটিএমএল জেনে তারপর শুরু করলে ভাল ফল পাওয়া যায়।

No comments:

Post a Comment