Monday, July 25, 2011

মোবাইল ব্লগিং এর ভালমন্দ

যারা ব্লগার তারা অনেকগুলি ব্লগ ব্যবহার করেন। একাধিক ব্লগ ব্যবহারের কারনে নানাধরনের সুবিধে পাওয়া যায়। ভিন্ন ভিন্ন ব্লগ থেকে আয়ের বিষয় তো আছেই, ব্লগিং এর কাজও সহজ হয় এরফলে। মোবাইল ব্লগিং খুব দ্রুত ব্লগারদের প্রিয় হয়ে উঠেছে। ফলে ব্লগিং এর কাজ আরো সহজ হয়েছে।
ওয়ার্ডপ্রেস বা ব্লগার যাই ব্যবহার করুন না কেন, মোবাইল ফোন ব্যবহার করে আপনি অনেকগুলি সুবিধে যেমন পাবেন তেমনি কিছু বিষয়ে অস্বাচ্ছন্দবোধ করতে পারেন। মোবাইল ব্লগিং এর ভালমন্দ দিকগুলি জেনে নিন।
ভাল দিক
.          যে কোন মোবাইল ফোন ব্যবহার করে ব্লগ আপডেট করতে পারেন। সেটা আধুনিক স্মার্টফোন হোক আর একেবারে সাধারন ফোনই হোক, তাতে যদি এসএমএস পাঠানোর সুযোগ থাকে তাহলে যে কোন সময় যে কোন যায়গা থেকে ব্লগ আপডেট করার সুযোগ পাবেন।
.          আপনার ফোনে যদি ইমেইল ব্যবহারের সুযোগ থাকে তাহলে ইমেইল করে ব্লগপোষ্ট পাঠাতে পারেন। ওয়ার্ডপ্রেস, ব্লগার, লাইভজার্নাল, টাইপপ্যাড সকলেরই এই ব্যবস্থা রয়েছে।
.          কোন ঘটনার যায়গা থেকে ছবি উঠিয়ে সরাসরি ব্লগে পাঠাতে পারেন।
.          সাধারনত ব্লগারকে ঘন্টার পর ঘন্টা কম্পিউটারের সামনে কাটাতে হয়। মোবাইল ফোন ব্যবহার করে এরহাত থেকে রক্ষা পেতে পারেন।
.          অন্য কাজ করার ফাকে ফাকে ব্লগ আপডেট করতে পারেন। খেলা দেখা, টিভি দেখা, বেড়ানো কোনকিছুই বাদ দিতে হবে না।

সীমাবদ্ধতা
.          আপনার যদি বিভিন্ন ধরনের প্লাটফর্মে অনেকগুলি ব্লগ থাকে প্রত্যেককে ভিন্ন ভিন্নভাবে আপডেট করতে হবে। ইদানিং কিছু সফটঅয়্যার ব্যবহার করে একইসাথে একাধিক ব্লগে আপডেট করা যায়, তাহলেও সব যায়গায় কাজ করার মত ব্যবস্থা এখনো গড়ে ওঠেনি।
.          মোবাইল ফোনে বেশি টাইপ করতে অসুবিধে মনে হতে পারে। বিশেষ করে ফুল কিবোর্ড না থাকলে কাজটি কষ্টকর। সেইসাথে বানান চেক করার মত কাজগুলি নিয়েও সমস্যা হতে পারে।
.          মোবাইল ফোন ব্যবহারের খরচ বেশি হতে পারে।
.          ফোন থেকে ব্লগপোষ্ট পাঠানো গেলেও টেক্সট ফরম্যাটিং এর সুযোগ নেই। লেখার সাথে হাইপারলিংক যোগ করতে পারেন না কিংবা ছবির ক্যাপশন যোগ করতে পারেন না।
.          এই সমস্যাগুলি এড়ানোর জন্য কিছু সফটঅয়্যার আছে। তাহলেও কম্পিউটার ব্যবহারের সমপর্যায়ে যাওয়া সম্ভব হয়নি।
আপনি যদি মোবাইল ফোনের মাধ্যমে ব্লগ আপডেট করতে চান তাহলে আপনার ব্লগ প্লাটফর্ম সেটা কিভাবে ব্যবহার করে জেনে নিন। সেইসাথে তুলনামুলক ভাল স্মার্টফোন বেছে নিন।

No comments:

Post a Comment