Monday, June 25, 2012

ফ্রিল্যান্সারদের জন্য কিছু পরামর্শ


ফ্রিল্যান্সারদের শেখার শেষ নেই। যে বিষয়ে কাজ করেন সেই বিষয়ে দক্ষতা অর্জন হয়ত একসময় শেষ হয়, ক্লায়েন্টের সাথে যোগাযোগের শেখার শেষ হয় না। ক্রমাগত নতুন নতুন ক্লায়েন্টের কাছে নতুন অভিজ্ঞতা লাভ করতে হয়। অনেক সময়ই শিখতে হয় ক্ষতি হওয়ার পর।
কিছু বিষয় লক্ষ্য করে আগেই সাবধান হওয়া সম্ভব। খুব সহজ কথায় বেশি কাজের পিছনে না ছুটে অল্প কাজের পেছনে ভালভাবে সময় দেয়া, অধিকাংশ ক্ষেত্রে এটাই ভাল ফল দেয়। এই কাজে সহায়তা করার কিছু গুরুত্বপুর্ন পদ্ধতি উল্লেখ করা হচ্ছে এখানে।
.          কাজ ভালভাবে বুঝুন
অনেক ফ্রিল্যান্সারই কাজের বর্ননা ভালভাবে পড়ে দেখেন না, কাজের ধরন এবং অর্থের পরিমান দেখেই কাজ পাওয়ার চেষ্টা করেন। ক্লায়েন্ট খুব সহজেই বুঝে যান কাজের প্রতি কার মনোযোগ কতটুকু। হয়থ এমন বিশেষ কিছু তিনি আশা করছেন যা সাধারন কাজ থেকে আলাদা। বিশেষভাবে সেই কাজের গুরুত্ব উল্লেখ না করলে কাজ পাওয়ার সম্ভাবনা কমে যায়।
কাজ পাওয়ার প্রথম শর্ত, কাজ ভালভাবে বুঝুন। ক্লায়েন্ট ঠিক কি চান জেনে বিড করুন, কাজ পাওয়ার সম্ভাবনা বারবে।
.          ক্লায়েন্ট পর্যালোচনা করুন
কিছু সময় ব্যয় করে কাজ এবং ক্লায়েন্ট নিয়ে ভাবুন। কোন কোম্পানী হলে সেই কোম্পানী সম্পর্কে খোজ নিন। একই ধরনের ক্লায়েন্ট/.কোম্পানী/কাজ আগে করলে সেই কাজের কথা ভাবুন। অধিকাংশ ফ্রিল্যান্সারের অভিজ্ঞতা, একেক দেশের ক্লায়েন্ট একেক রকম হন, একে ধরনের কোম্পানী একেক রকম হয়। আরো নির্দিস্ট করে বললে, নতুন ফ্রিল্যান্সারদের বিমা, ব্যাংক বা অর্থ বিষয়ক প্রতিস্ঠানের কাজে হাত না দেয়া ভাল। এরা অত্যন্ত খুতখুতে হয়। কোন কোন দেশের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য।
.          অতিরিক্ত কাজের জন্য বলুন
অধিকাংশ ফ্রিল্যান্সার যোগাযোগের শুরুতেই বলেন না আমাকে আরো কাজ দিন। এই সংকোচ কাটিয়ে আগ্রহ দেখিয়ে বলুন, আপনার কাজের সুযোগ পেয়ে আমি খুশি। আপনার আরো কাজ করতে চাই।
.          যোগাযোগের ক্ষেত্রে অতিরিক্ত পদক্ষেপ নিন
সাধারনভাবে বলা হয় বাংলাদেশের মানুষ যোগাযোগের ক্ষেত্রে দুর্বল। শিক্ষাব্যবস্থা, সমাজ যাই কারন হোক না কেন, ফ্রিল্যান্সার হিসেবে এই দুর্বলতা কাটিয়ে ওঠা জরুরী। নিজে থেকে কাজ চাওয়ার সময় ইতস্তত করবেন না। আপনি বড়জোর কাজ হারাতে পারেন, এরবেশি ক্ষতির সম্ভাবনা নেই। কাজ চাওয়ার কারনে ক্লায়েন্ট আপনাকে জেলে পাঠাবেন না।
.          কাজের পরও যোগাযোগ রাখুন
কাজ শেষ হওয়ার সাথেসাথেই তারসাথে সম্পর্ক শেষ করে দেবেন না। হয়ত ফ্রিল্যান্সিং সাইটের মাধ্যমে কারো ছোট কাজ করেছেন, এর বাইরে তারকাছ থেকেই বড় কাজ পেতে পারেন। তার মাধ্যমে অন্য কারো কাজ পেতে পারেন। যতটা সম্ভব ক্লায়েন্টের সাথে যোগাযোগের সম্পর্ক রাখুন। অনেকেই ক্লায়েন্টদের একটি লিষ্ট বানিয়ে রাখেন। বিভিন্ন সময় সেই লিষ্ট থেকে যোগাযোগ করুন, বিশেষ দিনে শুভেচ্ছা জানান। এমনকি যার কাজের জন্য বিড করে কাজ পাননি তার সাথেও যোগাযোগ রাখুন
কিছু বিক্রি করা সবসময়ই কঠিন। ফ্রিল্যান্সার অনেকটাই সেলস রিপ্রেজেন্টেটিভ এর মত। বারবার যোগাযোগ করে কাজ বিক্রি করতে হয়। ক্লায়েন্ট আপনাকে কাজ দেবে একথা না ভেবে আপনি ক্লায়েন্টর কাছে কাজ নেবেন এভাবে ভাবুন। একসময় এটা অভ্যেসে পরিনত হবে।

2 comments:

  1. Onek gulo valo totho ek sathe. khub valo laglo pore. Ekta ongsho clear koren nai, kon desh gulor client beshi khut-khute?

    ReplyDelete
    Replies
    1. কোন দেশ সম্পর্কে খারাপ মন্তব্য করা উচিত না। ব্যক্তিগতভাবে মধ্যপ্রাচ্যের কাজ করতে সমস্যাবোধ করি।

      Delete