Saturday, June 23, 2012

ভাল ফটোগ্রাফির জন্য কি করতে পারেন


ফটোগ্রাফি একদিকে সহজ অন্যদিকে কঠিন। কিছু না জেনেও যথেষ্ট ভাল ছবি উঠানো যায়, আবার জানতে চাইলে জানার শেষ নেই।
ফটোগ্রাফি বিষয়ে তথ্য বা নির্দেশও অনেকটা তেমনি। যারা নতুন তাদের যেমন সবসময় কাজে আসে তেমনি যারা অভিজ্ঞ তারা অনেক সময় যে বিষয়গুলি এড়িয়ে যান সেগুলি সম্পর্কে সচেতন হতে পারেন।
এধরনের কিছু বিষয় তুলে ধরা হচ্ছে এখানে।

.          ছবির মান ভাল পাওয়ার জন্য ক্যামেরাকে স্থির রাখার ব্যবস্থা করুন। এজন্য ট্রাইপড সবচেয়ে উপযোগি।
.          সুর্য ডুবে যাওয়ার পর মিনিট দশেক আলো থাকে। এই সময়ে কিছু ছবি উঠাতে চেষ্টা করুন।
.          যথেস্ট পরিমান আলো থাকলেও ফ্লাশ ব্যবহার করুন। অধিকাংশ সময় ফ্লাশ ছবির মানকে উন্নত করে।
.          যদি জেপেগ মোডে ছবি উঠান তাহলে হোয়াইট ব্যালান্স ঠিক করে নিন। র-মোডে ছবি উঠানোর পর হোয়াইট ব্যালান্স ঠিক করতে পারেন, জেপেগ মোডে সেই সুযোগ নেই। আগেই হোয়াইট ব্যালান্স সেটিং ঠিক করে নিন।
.          ছবি দেখার সময় কোন অংশ প্রথমে দেখা হবে সেদিকে দৃষ্টি রাখুন। সাধারনভাবে সবচেয়ে উজ্জল অংশ আগে নজরে আসে। মুল বিষয়কে সেখানে রাখুন।
.          খুব বেশি রোদ থাকলে পুরো ছায়ার মধ্যে ছবি উঠান। আলোছায়ার চেয়ে পুরোপুরি ছায়ায় ভাল ছবি পাওয়া যাবে। অথবা পুরোপুরি আলোতে ছবি উঠান। কিছু অংশ আলোতে কিছু ছায়ায় রেখে ছবি উঠাবেন না।
.          পরিবেশের দিকে দৃষ্টি রাখুন। যেমন বাতাসের মধ্যে ফুলের ছবি উঠানে ছবি ঝাপসা হওয়ার সম্ভাবনা থাকে।
.          বৃষ্টির ঠিক পর ভাল ছবি পাওয়া যায়।
.          ভাল ছবির তিন শর্ত, কোন বিষয়ের ছবি উঠাচ্ছেন সেটা ভাবুন, কিভাবে সেদিকে দৃষ্টি আকর্ষন করা যায় সেই চেষ্টা করুন, এবং সেকাজে বাধা হতে পারে এমন বিষয়গুলি বাদ দিন।

3 comments:

  1. sokh kore camera kinbo, valo camera er minimum configuration kemon howa ucit? ekta post dile upokrito hotam.

    ReplyDelete
  2. খুবই সুন্দর একটি পোস্ট ফটোগ্রফি শেখার জন্য।

    অনলাইনে আয়ের প্রশিক্ষণ বিষয়ক ফ্রি আউটসোর্সিং সেমিনার। আউটসোর্সিং শিখুন ঘরে বসে আয় করুন।

    তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষে ইন্টারনেটে প্রতিদিন ৪/৫ ঘণ্টা কাজ করে ঘরে বসে সুনিশ্চিত আয়ের সহজ কিছু কৌশল ও পেমেন্ট পদ্ধতি হাতে-কলমে প্রশিক্ষণের উপর এক কর্মশালার আয়োজন করা হয়েছে আগামী ২৯শে জুন (IPL Edu) ইনস্টিটিউট অফ প্রফেশনাল লারনিং সেন্টারে।

    আপনারা যারা উক্ত “ফ্রি আউটসোর্সিং সেমিনারে” অংশগ্রহণ করতে আগ্রহী তারা এই ব্লগে কমেন্টস এর মাধ্যমে আপনার নাম, ইমেল এবং মোবাইল নাম্বার দিয়ে রেজিষ্ট্রেশন করে কোপন কোড সংগ্রহ করুন।

    বিঃদ্রঃ আসন সংখ্যা সীমিত তাই আপনার অংশগ্রহণ নিশ্চিত করতে এখনই রেজিষ্ট্রেশন করুন।

    জরুরী প্রয়জনে কল করুনঃ ০১৯৭৮-৫৯৯ ৬৬৫ এবং ০১৫৫৮-৫৯৯ ৬৬৫ এই নাম্বারে।

    আউটসোর্সিং শিখুন ঘরে বসে

    আয় করুন।

    ReplyDelete