ব্যবসা সফল
ব্লগ তৈরী করতে অনেক সময় প্রয়োজন হয়। আকর্ষনীয় বিষয় নিয়ে লিখতে হয়, গুরুত্বপুর্ন
তথ্য যোগ করতে হয়, ভিজিটরদের প্রতিক্রিয়া পর্যবেক্ষন করতে হয়। কোন ব্লগের কাজ আসলে
কখনো শেষ হয় না, সবসময়ই আরো ভাল করার জন্য চেষ্টা চালিয়ে যেতে হয়। এরপরও একসময় মনে
করা যেতে পারে সেটা স্বয়ংসম্পুর্ন একটি ব্লগ যখন সেখানে যথেস্ট পরিমান ভিজিটর আসতে
থাকেন। সন্তোষজনক ভিজিটর পাওয়ার পর ব্লগারের চেষ্টা থাকে তাকে আয়ের জন্য ব্যবহার
করার।
ব্লগে বিজ্ঞাপন
ব্যবহার করা আয়ের একটি গ্রহনযোগ্য পদ্ধতি। সবসময়ই এটাই একমাত্র পথ না। এমনকি বিশেষ
ধরনের ব্লগের জন্য সেটা বেমানানও হতে পারে। অনেক ভিজিটর আদৌ বিজ্ঞাপন দেখতে পছন্দ
করেন না। প্রয়োজনীয় তথ্য খোজ করেন। এমন অবস্থায় ব্লগ থেকে আয়ের একটি পদ্ধতি পেইড
রিভিউ।
ব্যবসার
ক্ষেত্রে মনে করা হয় প্রচারই প্রসার। যতভাবে সম্ভব ব্যবসা প্রতিস্ঠানগুলি নিজেদের
প্রচার করে। সংবাদমাধ্যমগুলি তো বটেই, ভিডিও গেম, সিনেমা এমনকি উপন্যাসও লেখা হয়
বিজ্ঞাপনের কথা মাথায় রেখে। লেখককে বলা হয় তিনি বিশেষ কোন বিষয় এমনভাবে প্রকাশ
করবেন যেন সেটা পাঠকের আগ্রহ সৃষ্টি করে, বিনিময়ে তিনি অতিরিক্ত টাকা পাবেন।
ব্লগ এধরনের
প্রচারের জন্য খুবই উপযোগি যায়গা। যেখানে কোন পন্য সম্পর্কে লেখা থাকে সেখানে
বিশেষ কোন পন্য বা কোম্পানীর কথা প্রচার
করা যায়। মুলত একারনেই ইন্টারনেট জুড়ে মোবাইল ফোন, ক্যামেরা থেকে শুরু করে নানারকম
পন্যের রিভিউ এর ছড়াছড়ি। যে জিনিষ বাজারে আসবে ৩ মাস পর তার বিস্তারিত তথ্য পাওয়া
যায়। এটা সম্ভব হয় সেই কোম্পানী টাকা দিয়ে রিভিউ লেখান, সেজন্য প্রয়োজনীয় তথ্য সরবরাহ
করেন বলে।
পেইড রিভিউ এর
সবকিছু ভাল ধরে না নিয়ে বরং এর সমস্যার দিকগুলি শুরুতে জেনে নেয়া যাক। ব্লগে যারা
নিয়মিত ভিজিটর, ফলোয়ার তাদের দিকে দৃষ্টি রেখে কাজটি করা উচিত। তারা যেভাবে পছন্দ
করেন সেভাবেই তথ্য দেয়া ভাল।
পেইড রিভিউ
লেখার সময়ও কিছুটা নিরপেক্ষতা রাখা প্রয়োজন। যিনি পেইড রিভিউ এর জন্য টাকা দেবেন
তিনি নিশ্চয়ই সমস্ত ভালভাল কথা চাইবেন। একমাত্র, সর্বপ্রথম, সর্বশ্রেষ্ঠ এধরনের
কথাগুলি বিজ্ঞাপনে ব্যবহার করা হয় একারনেই। যতটা সম্ভব এধরনের বক্তব্য থেকে দুরে
থাকা ভাল। সাধারনের যাকিছু জানা প্রয়োজন, যাকিছু ভাল এবং মন্দ সবই তুলে ধরা
প্রয়োজন। এরপর রিভিউ এর সাথে যখন ভিজিটরের কমেন্ট যোগ হতে থাকে তখন সেটা
সত্যিকারের গুরুত্বপুর্ন তথ্যে পরিনত হয়।
পেইড রিভিউ এর
প্রথশ সুবিধে হচ্ছে এর মাধ্যমে সরাসরি টাকা পাওয়া যায়। আন্তর্জাতিকভাবে একটি পেইড
রিভিউ এর জন্য ২০০ ডলার পাওয়া সাধারন বিষয়, বিশেষজ্ঞ রিপোর্টের জন্য আরো বেশি।
অতিরিক্ত
সুবিধে হচ্ছে ব্লগ আরো তথ্যবহুল করার সুযোগ, বেশি ভিজিটর পাওয়া।
কাজেই ব্লগারদের
জন্য পেইড রিভিউ ব্যবহার না করার কোন যুক্তি নেই।
প্রশ্ন থাকতে
পারে পেইড রিভিউ এর কাজ কোথায় পাবেন ?
জনপ্রিয় সংবাদপত্রে
কোন পন্য বা কোম্পানীর বর্ননা থাকলে ভালভাবে লক্ষ্য করুন, স্পষ্ট দেখবেন সেটা
প্রচারের লক্ষে তৈরী। সাধারন পাঠক হয়ত ততটা সচেতনভাবে লক্ষ করেন না, বাস্তবে কোন
কোন সংবাদপত্র হিসেব করে বলে দিতে পারে তাদের প্রতিটি শব্দের দাম কত টাকা।
বাংলাদেশে ইন্টারনেটকে
এখনও ততটা জনপ্রিয় মনে করা হয় না। যদিও অবস্থার পরিবর্তণ হচ্ছে। অনেকেই রিভিউ পড়ার
জন্য ইন্টারনেটে খোজ করেন। পেইড রিভিউ ক্রমেই আরো পরিচিতি লাভ করবে এটাই
স্বাভাবিক। সেক্ষেত্রে একে ব্যবসায়িক দৃষ্টিতে দেখাই ভাল। অন্যের ব্যবসার প্রচার
নিশ্চয়ই বিনালাভে করতে পারেন না।
No comments:
Post a Comment