একজন
ফ্রিল্যান্সারের জন্য যা ভাল আরেকজনের জন্য তা উপযোগি নাও হতে পারে। প্রতিটি কাজ
ভিন্ন, প্রতিটি মানুষ ভিন্ন। অনেক সময়ই বিষয়টি উপেক্ষা করা হয়। স্বাভাবিকভাবেই যে
ফল পাওয়ার কথা তা পাওয়া যায় না।
ফ্রিল্যান্সার
সামান্য কিছু তথ্য থেকে এতটাই উপকার পেতে পারেন যে তার জীবন পাল্টে যেতে পারে।
কিন্তু সমস্যা একটাই, কোন পরামর্শ সঠিক, ঠিক তার উপযোগি সেটা যাচাই করা।
অনলাইনে ফ্রিল্যান্সিং
বিষয়ে পরামর্শের অভাব নেই। যারা নিজেরা ভাল ফল পেয়েছেন সেগুলি অন্যদের সামনে তুলে
ধরে তাদের উন্নতি কামনা করেন। এই বিপুল পরিমান তথ্যের মধ্যে সঠিক পরামর্শ বাছাই
করার কাজ কঠিন।
নিজের জন্য সঠিক
পরামর্শ যাচাই করার জন্য কিছু পদ্ধতি এই পোষ্টে তুলে ধরা হচ্ছে।
নিজেকে জানুন
আড়াই হাজার বছর
আগে সক্রেটিস এই দুটি শব্দ বলে গিয়েছিলেন। সাফল্যলাভের জন্য জীবনের প্রতিটি
পর্যায়ে একে কাজে লাগাতে পারেন।
ফ্রিল্যান্সার নিজেকে
কিছু প্রশ্ন করে একাজ করতে পারেন;
.
আমি
ফ্রিল্যান্সিং কেন করব বা করছি
.
আমার
ফ্রিল্যান্সিং এর লক্ষ্য কি
.
কোন ধরনের কাজের
পরিবেশ আমি পছন্দ করি
.
কোন কাজ করতে
পছন্দ করি
.
আমি কতটা কাজ
করতে আগ্রহি
এই
প্রশ্নগুলিকে বিভিন্ন ফ্রিল্যান্সিং পরামর্শের সাথে যাচাই করুন। যেগুলি আপনার সাথে
মেলে না সেগুলি বাদ দিন। বিষয়টিকে এভাবে দেখতে পারেন, কেউ সকালে দেরীতে ঘুম থেকে ওঠেন,
কেউ দেরীতে ঘুমান। একজনকে অন্য ধরনের পরামর্শ দিলে কাজ হওয়ার কথা না।
পরামর্শদাতাকে
জানুন
গোপাল ভাড়
প্রমান করেছিলেন সকলেই কমবেশি ডাক্তার। অসুখ হলে কি করতে হবে সেটা সবাই জানে। আপনি
নিশ্চয়ই এধরনের ডাক্তারের ওপর নির্ভর করে চিকিতসা করতে চান না, কিংবা সেই চিকিতসায়
ভাল ফল আশা করেন না। অনলাইনে যারা পরামর্শ দেন তাদের অনেকেই না জেনে সেটা করেন।
উদাহরন হিসেবে, অনেক ব্লগে বাংলা-টিউটর সাইটের পোষ্ট হুবহু কপি করে ব্যবহার করার
উদাহরন রয়েছে। এভাবে বিভিন্ন যায়গা থেকে একটু একটু করে বিভিন্ন যায়গা থেকে তথ্য সংগ্রহ করলে সেটা
অন্ধের হাতি দেখার মত অবস্থা তৈরী করতে পারে।
যার পরামর্শ
গ্রহন করবেন তার সম্পর্কে কিছু প্রশ্ন করে নিশ্চিত হতে পারেন সেটা কতটা গ্রহনযোগ্য
.
পরামর্শদাতার
অভিজ্ঞতা কতটা
.
তিনি কোন বিষয়ে
কার করেন, আপনার বিষয়ের সাথে তার মিল কতটুকু
.
তার মনোভাব,
দৃষ্টিভঙ্গির সাথে আপনার মিল কতটা
.
তার সম্পর্কে
অন্যরা কি বলেন
এই বিষয়গুলি
জানা খুব সহজ না একথা ঠিক। ফ্রিল্যান্সার হিসেবে নিজের পরিচিতি প্রচার করা উচিত
একথা বারবার উল্লেখ করা হলেও হয়ত লক্ষ করেছেন এই সাইটে নাম পর্যন্ত উল্লেখ করা
হয়নি। অন্তত বাংলা টিউটর সাইটের পরামর্শ এই নিয়মে যাচাই করতে হলে তথ্য পাওয়া কঠিন।
মুল কারনও এটাই, সরাসরি উদাহরন একজনের উপকারে আসলেও অন্যজনের উপকারে নাও আসতে
পারে। সেকারনেই অনেকের প্রশ্ন সত্ত্বেও এই বিষয়গুলি এড়িয়ে যাওয়া হয়।
আবার
বিপরীতভাবে এই নিয়মও কারো সাথে মানানসই হতে পারে। হয়ত আপনি নিজেও নিজেকে গোপন রেখে
শুধুমাত্র কাজের ওপর গুরুত্ব দেন।
অন্যন্য সব
পরামর্শের মত এখানেই একই নিয়ম প্রয়োজ্য, সব নিয়ম সকলের জন্য কার্যকর হবে এমন কথা
নেই। কারো কারো ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম হতেই পারে।
এভাবে
পর্যারোচনা করতে করতে একসময় দৃষ্টিভঙ্গি পাল্টে যায়। তখন সহজেই বুঝে নেয়া যায় কোন
পরামর্শ কতটা কাজে লাগানো সম্ভব।
শিক্ষিত
মানুষের প্রধান বৈশিষ্ট প্রশ্ন করা। কোন পরামর্শ অনুসরন করার আগে সে বিষয়ে নিজেকে
প্রশ্ন করে নিন।
sundor post..asholei sob poramorsho sobar kaje ashe na...onek post pore dekhechi puro post e amar kajer matro duti line, tobe sei duiti line ami cesta kori grohon korte...ja hok amar ekta proshno ache ahsa kori uttor diben, Illustrator cs4 ar cs6 er modhe pharak kotota..ami cs4 e kaj sikhchi...kaj sekhar por amar ki cs6 sikhte hobe. amar ki notun software bebohar kora ucit? ektu kosto kore janaben.
ReplyDeleteCS4 এবং CS6 এর মধ্যে বড় কোন পার্থক্য নেই যেকারনে CS6 ব্যবহার করতে হবে। বরং CS5 ব্যবহার করতে পারেন। এতে CS4 এর সবকিছুর সাথে অতিরিক্ত কিছু সুবিধে পাবেন। ব্যবহার পদ্ধতি একই বলে নতুন করে শিখতে হবে না।
Delete