কোন বিশেষ
বিষয়ে দক্ষ হতে চান নাকি সকল কাজের কাজি হতে চান ?
এ প্রশ্নের
উত্তর সহজ না। এমনকি অনেক সময় নিজের ইচ্ছের ওপর নির্ভর করে না। পরিবেশ, সমাজ,
কাজের সুযোগ সবকিছুর ওপর নির্ভর করে। কম্পিউটারভিত্তিক কাজের ক্ষেত্রে জটিলতা আরো
বেশি। একসময় কিছুটা ওয়ার্ড প্রসেসিং, কিছু ডাটাবেজ ম্যানেজমেন্ট, কিছুটা
স্প্রেডসিট জেনে নিজেকে কেউকেটা ভাবা যেত। সময়ের সাথেসাথে সেই ধারনা পাল্টেছে।
কাজের পরিধি বেড়েছে, ধরন পাল্টেছে। কিছুটা
জেনে এখন নিজেকে দক্ষ হিসেবে পরিচয় দেয়া যায় না।
দুইয়ের মধ্যে
কোনটি বেছে নেয়ার সময় প্রধান যে যুক্তি তা হচ্ছে;
.
কোন বিষয়ে দক্ষ
হলে উচু মানের কাজ করার সুযোগ যায়, এবং করা যায়। অন্তন্ত উচুমানের কাজ না জেনে
লক্ষ টাকার ওয়েবসাইট তৈরী বা এনিমেশন কাজ পাবেন না। কাজেই দক্ষতা বেশি প্রয়োজন।
.
দক্ষ হওয়ার
জন্য অভিজ্ঞতা প্রয়োজন, অভিজ্ঞতার জন্য শেখার সুযোগ, কাজের সুযোগ ইত্যাদি প্রয়োজন (ধরে
নেয়া হচ্ছে চেষ্টার ঘাটতি নেই)। তারপরও নিজের পছন্দের বিষয়ে কাজ পাওয়া যাবে এমন
নিশ্চয়তা নেই। কাজেই একটিমাত্র বিষয়ে চেষ্টা না করে একাধিক বিষয়ে চেষ্টা করলে সফলতার
সম্ভাবনা বেশি।
এই দুটি বিষয়ের
টানাটানিতে অধিকাংশ ব্যক্তিকেই হিমসিম খেতে হয়। আজ যে কাজকে সম্ভাবনাময় মনে হয়
আগামীকাল সেখানে অন্য বিষয় উপস্থিত হয়। তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে পরিবর্তণ হয় খুবই
দ্রুত। সেটাও অনেকের সিদ্ধান্তের ক্ষেত্রে সমস্যা হয়ে দাড়ায়।
সমাজের
প্রভাবকেও বাদ দেয়ার উপায় নেই। যার কাজ মুলত ওয়ার্ড প্রসেসিং তাকে গ্রাফিক
ডিজাইনের কাজ করতে বলা হচ্ছে। সমাজে অনেকেই মনে করেন কেউ কম্পিউটারে কাজ করলে সে
সবই করতে পারে। ফলে বাধ্য হয়ে তাকে সেদিকে দৃষ্টি দিতে হচ্ছে। কোন অফিসে কম্পিউটার
অপারেটর নিয়োগ দেয়ার সময় মুল কাজের সাথে অতিরিক্ত এমন সব বিষয় উল্লেখ করা হয় যেগুলি
তারপক্ষে জানার কোন সুযোগ নেই। ফলে যিনি চাকরীর জন্য আবেদন করেন তিনি অনায়াসে
প্রোগ্রামিং থেকে শুরু করে হার্ডঅয়্যার সার্ভিসিং পর্যন্ত সবকিছুই উল্লেখ করেন। সি++
থেকে মেশিন ল্যাংগুয়েজ পর্যন্ত উল্লেখ করা এধরনের আবেদনপত্র দেখার সুযোগ হয়েছে।
আশ্চর্যজনকভাবে যারা যত বেশি জানার উল্লেখ করেন তাদের চাকরী পাওয়ার সুযোগ তত বেশি
হয়। যিনি নিয়োগ দেন তিনি হয়ত মেপে দেখেন কার বৃত্তান্ত কত বড়।
যারা ফ্রিল্যান্সিং
কাজ করছেন তারা ভাল করেই জানেন এসব কাগুজে যোগ্যতার মুল্য কতটুকু। অনলাইন
ফ্রিল্যান্সিং এর সময় কেউ জিজ্ঞেস করে না আপনি কোন বিষয়ে কতটুকু পড়াশোনা করেছেন
কিংবা কতগুলি বিষয় জানেন। তাদের একটাই প্রশ্ন, যে কাজ করতে হবে সেই কাজে দক্ষতা
কতটুকু।
বাংলাদেশের
পরিস্থিতি হচ্ছে, একদিকে সমাজ, শিক্ষাব্যবস্থা সবাইকে আগ্রহি করছে সকল কাজের কাজি
হতে, অন্যদিকে অন্তত ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে সফলতা নির্ভর করছে নির্দিষ্ট বিষয়ে
দক্ষতার ওপর।
অনেকেই
নির্দিষ্ট বিষয় চিনতে এতটাই সময় ব্যয় করেন যে শেষ পর্যন্ত ঠিকপথে চলার মত সময় থাকে
না। পরিস্থিতির কাছে আত্মসমর্পন করতে হয়।
সব বিষয়ে
কিছুটা করে জানা, নাকি একটি বিষয়ে দক্ষতা বাড়ানো, এবিষয়ে যত দ্রুত সিদ্ধান্ত নেয়া
যায় ততই মংগল।
কোনটি ভাল একথার
উত্তরে বলা যেতে পারে, বিষয়টি ব্যক্তির ওপর নির্ভর করে। কারো জন্য নির্দিস্ট একটি
বিষয় সুবিধেজনক, কেউ একাধিক বিষয়ে কিছুটা করে জনেও সফল হতে পারেন।
No comments:
Post a Comment