Thursday, December 13, 2012

আপনি কি অতিরিক্ত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের শিকার হচ্ছেন


ওয়েবসাইটের প্রচারের জন্য সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO) কতটা গুরুত্বপুর্ন জানার জন্য গুগলের পেঙ্গুইন আপডেট এরদিকে দৃষ্টি দেয়া যথেষ্ট। তারা বলছে ভাল ফল পাওয়ার জন্য অবশ্যই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের দিকে দৃষ্টি দিতে হবে। কোন কিওয়ার্ড বেশি উপযোগি যাচাই করে সেগুলি ওয়েবসাইটে ব্যবহার করতে হবে।
আবার অন্যদিকে তারাই বলছে জোর করে সার্চ ইঞ্জিনে তথ্য পাঠাবেন না। এভাবে সাইটের প্রচার বাড়ানোর চেষ্টা করলে শাস্তিমুলক ব্যবস্থা নেয়া হবে। আপনার সাইট উচুমানের হলে সার্চ ইঞ্জিন নিজেই তাকে প্রাধ্যান্য দেবে।
দুইয়ের মধ্যে সামঞ্জস্য রাখা কঠিন। কারো পক্ষে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ করতে গিয়ে এমন কিছু করে ফেলার সম্ভাবনা থাকে যা গুগলের দৃষ্টিতে অপরাধ।
অতিরিক্ত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে কিনা যাচাইয়ের কয়েকটি দিক তুলে ধরা হচ্ছে এখানে।


.        কিওয়ার্ড ভিত্তিক ডোমেন নেম ব্যবহার
ডোমেন নেম সাধারনত কোম্পানীর নাম প্রকাশ করে। একে সেভাবেই রাখাই ভাল। সার্চ কিওয়ার্ডের সাথে মিল রেখে যোমেন নেম ব্যবহার থেকে বিরত থাকাই ভাল।
.        কিওয়ার্ডভিত্তিক মাইক্রোসাইট
মাইক্রোসাইট তৈরী করা হয় সেকান থেকে মুল সাইটে ভিজিটর পাঠানোর জন্য। সেখানে সাধারনত বিস্তারিত মুল তথ্যের বদলে কিওয়ার্ডগুলি রাখা হয়। একে খারাপ দৃষ্টিতে দেখা হয়। পৃথক মাইক্রোসাইট তৈরী না করে মুল সাইটে কিওয়ার্ডগুলি ব্যবহার করা ভাল।
.        শুধুমাত্র সার্চইঞ্জিনকে লক্ষ করে তৈরী বিষয়
এমনভাবে আর্টিকেল লেখা যা মুলত সার্চইঞ্জিনে কিওয়ার্ড পাঠানোর জন্য তৈরী। মুল বক্তব্যের সাথে কিওয়ার্ডগুলি মানানসই না হলে সহজেই বিষয়টি ধরা যায়। বাস্তবে ভিজিটর সেই লেখায় আগ্রহ দেখান না, ফলে গুগলও একে প্রাধান্য দেয় না।
.        একই এংকর টেক্সট লিংক বারবার ব্যবহার
কোন একটি আর্টিটেলের সাথে অন্য পেজগুলির টেক্সট লিংক ব্যবহার করে সবসময়ই ভাল ফল পাওয়া যায়। ভিজিটর সহজে অন্য পেজগুলি ব্যবহারের সুযোগ পান। কিন্তু একই লিংক বারবার ব্যবহার করাকে খারাপ দৃষ্টিতে দেখা হয়।
যদি এভাবে লিংক ব্যবহার করতেই হয় তাহলে একই লিংক বারবার ব্যবহার না করে পরিবর্তণ করে ব্যবহার করুন।

1 comment: