Saturday, December 15, 2012

টাকা পাওয়ার ব্যবস্থা সহজ করছে পে-জা


বিনামুল্যের ই-মেইল ভিত্তিক অনলাইন ব্যাংকিং ব্যাবস্থা পেজা বাংলাদেশীদের জন্য নতুন কিছু ব্যবস্থা এনেছে এবং আরো ব্যবস্থা শুরুর ঘোষনা দিয়েছে। SimplySendBD নামের একটি ব্যবস্থা চালু করা হয়েছে বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে যার মাধ্যমে বিদেশ থেকে সহজে বাংলাদেশে টাকা পাঠানো যাবে। বিনামুল্যের পেজা একাউন্ট করে সেখানে টাকা রেখে বাংলাদেশের যে কারো কাছে টাকা পাঠানো যাবে। টাকা সরাসরি ব্যাংক একাউন্টে জমা হবে।
একাজ আরো সহজ করার জন্য আগামী বছর শুরুর দিকে বাংলাদেশে সিম্পলি সেন্ড বিডি এর ৫০০০ এর বেশি পয়েন্ট চালূ করা হবে। ব্যাংক একাউন্ট ছাড়াই সেখানে সরাসরি টাকা উঠানো যাবে।

৫০০ ডলারের কম অর্থ লেনদেনের জন্য ৫ ডলার এবং ৫০০ ডলারের বেশি টাকার জন্য ১০ ডলার ফি নেয়া হবে।
উল্লেখ করা যেতে পারে অনেকেই অনলাইনে টাকা পাওয়ার জন্য পেজা ব্যবহার করেন। নতুন ব্যবস্থার ফলে যারা দেশের বাইরে অবস্থান করছেন তারা সহজে টাকা পাঠানোর সুযোগ পাবেন।

5 comments:

  1. Great!! Our country is being developed in IT sector. All the best wishes for my loving country.

    ReplyDelete
  2. দারুন খবর !!!

    ReplyDelete
  3. পেজা সবসময় বাংলাদেশকে গুরুত্বের সাথে নেয়। এটাই পেজার জনপ্রিয়তার অন্যতম কারন। তবে অনলাইনে বেচাকেনার ক্ষেত্রে পেজা ব্যাবহার করা গেলে আরো ভাল হতো।

    ReplyDelete
    Replies
    1. পেপল ব্যবহার করে কেনাবেচা করা গেলে পেজা থেকে না করার কোন কারন নেই। তারা যেভাবে পদক্ষেপ নিচ্ছে তাতে দ্রুতই সেটা সম্ভব হবে আশা করা যায়।

      Delete
  4. Very good information for us. Good news for freelancer.

    ReplyDelete