Saturday, December 8, 2012

ফ্রিল্যান্সিং সন্মেলন এবং বাংলাদেশ


একসঙ্গে ৪টি বৃহত ফ্রিল্যান্সিং সাইটের কর্মকর্তা ঢাকায়। প্রায় ১০ কোটি টাকা বাজেটের ডিজিটাল সন্মেলন। অন্তত বাংলা-টিউটর সাইট যারা নিয়মিত ব্যবহার করেন (ফ্রিল্যান্সিং বিষয়ে আগ্রহি) তাদের জন্য বড় খবর। যারা কম্পিউটার ব্যবহার করেন না তারাও যখন শোনেন ইন্টারনেটে সহজে টাকা আয় করা যায় তখন একবার প্রশ্ন করেন, তাই নাকি! কিভাবে?
বাংলাদেশে ফ্রিল্যান্সিং নিয়ে অনেক কথা হয়েছে, প্রতিনিয়ত হচ্ছে, আরো হবে। বড় কোন সাইটে মোট সদস্যের তালিকায় ৩ নম্বরে থাকা অনেক বড় বিষয়। কাজেই এনিয়ে মাতামাতি হতেই পারে।

অনেকেই বুছে গেছেন এরপর কি বলা হতে পারে। সরাসরি সেকথায় যাওয়া যাক।
ফ্রিল্যান্সিং কোম্পানীগুলি বাংলাদেশে আগ্রহ দেখাচ্ছে, অর্থব্যয় করে প্রচার করছে তাদের নিজেদের লাভের কারনে (ঢাকা শহরের বাইরে অন্য শহরেও ঢাকঢোলসহ ফ্রিল্যান্সার এর সোভাযাত্রা চোখে পড়েছে, তাদের লোগোসহ কাগুজে পতাকা হাতে অংশগ্রহনকারীদের বয়স গড়ে ১৫ এর নিচে এটাই যা চিন্তার বিষয়)।
প্রচারনার বিষয়টি বোঝা খুব সহজ। বাংলাদেশের মানুষের কাজের সুযোগ নেই, নামমাত্র টাকায় কাজ করতে রাজী। এরইমধ্যে একথা জেনে গেছেন অনেকেই। যেকাজের জন্য ৩০০ ডলার পাওয়ার কথা সেকাজের জন্য ১০ ডলারের প্রস্তাব পাওয়া আমার নিজের অভিজ্ঞতা। অনেকেই একারনে বাংলাদেশি ফ্রিল্যান্সার খোজ করেন।
বিষয়টি অন্য উদাহরন থেকে দেখতে পারেন। বাংলাদেশের প্রধান রপ্তানী খাত তৈরী পোষাক। মাত্র কয়েক বছর আগে পত্রিকায় খবর বেরিয়েছিল চিন থেকে তৈরী পোষাক এনে বাংলাদেশের লেবেল এটে রপ্তানী করার। কারন এতে খরচ কম হয়। সাম্প্রতিক খবর, চিনের নির্মাতারা খরচ কমাতে বাংলাদেশে আসার আগ্রহ দেখাচ্ছে। তাদের মজুরী বাংলাদেশের থেকে কয়েকগুন বেশি। সংবাদমাধ্যমে একথাও অতিউতসাহে প্রচার করা হয়েছে।
অন্য কথায়, মজুরী যত কম রাখবেন তত বেশি কাজের সুযোগ পাবেন। দেশের তত উন্নতি। বাংলাদেশের কর্মসংস্থান এবং মুল আয়ের দুটি খাতই হচ্ছে কমদামী শ্রমিক। বিদেশে সস্তা শ্রমিক রপ্তানী অথবা দেশেই পোষাক শিল্প। আগুনে পুড়ে শ্রমিক মারা গেলেও সমস্যা নেই।
ফ্রিল্যান্সিং কি সেপথে এগোচ্ছে ?
যারা প্রচারনা চালাচ্ছেন তারা অন্তত তাই মনে করেন। বর্তমানে প্রচারনার মুল দায়িত্বে রয়েছে বেসিস। এধরনের অন্য যে প্রতিস্ঠানগুলিতে যারা জড়িত তাদের পরিচিতি এবং মুল আয়ের উতস অনেকেরই জানা। তারা এত উতসাহ দেখাচ্ছেন কেন ? একসময় গার্মেন্টস সেক্টরের মত এখানেও হাজার হাজার মানুষ লাইন ধরে ঢুকবে, সরাসরি ডলার আয় করবে, এবং তারা প্রতিস্ঠানের মালিক হিসেবে ডলার গুনবেন ?
এপথে নানারকম হিসেব করা হয়েছে এতে সন্দেহ নেই। আপনি সরাসরি কাজ করার সুযোগ পাবেন না। অধিকাংশ যায়গায় লেনদেনের জন্য পে-পল এবং ক্রেডিট কার্ড প্রয়োজন। পে-পল ব্যবহারের সুযোগ দেয়া হবে না। ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারেন, বেসিসের অনুমতি নিয়ে (আপনি ফ্রিল্যান্সার হতে পারেন, সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে ফ্রি নন)।
কাজেই, আপনারা নিজের টাকা খরচ করে কাজ শিখুন, কাজ করুন, আপনাদেরকে প্রতিস্ঠানের মাধ্যমে কাজ করার সব ব্যবস্থা করে দেয়া হবে। শেখানোর ব্যবসা থেকে আয়ের চিন্তা এদের কেউ করছেন না একথা নিষ্চিত করা কঠিন।
পত্রিকায় ৪ ফ্রিল্যান্সিং সাইটের কর্মকর্তাদের সাক্ষাতকার ছাপা হয়েছে। তারা ডিপ্লোম্যাট না হয়েও অনেক বেশি ডিপ্লোম্যাটিক। হিসেবের বাইরে একটা কথাও বলেন না। তারপরও একটা কথা সরাসরি বলেছেন, পেপল থাকলে ভাল হয়।
না থাকলে ?
অনেক বিশেষজ্ঞ বলেন টাকা পাওয়ার ব্যবস্থা তো আছেই। নাহলে এরা কাজ করছে কিভাবে ?
যারা কাজ করছেন তাদের যদি সরাসরি প্রশ্ন করা হয় তাহলে নিশ্চিতভাবেই তারা আমতা আমতা করবেন। সোজা উত্তর দেবেন না।
বিষয়কে আরো সংক্ষিপ্ত করা যাক। বাংলাদেশ থেকে ফ্রিল্যান্সিং এ সবচেয়ে বেশি আগ্রহ গ্রাফিক ডিজাইনে, বিশেষ করে লোগো ডিজাইনে। এজন্য জনপ্রিয় সাইট ৯৯-ডিজাইন (বাংলাদেশে আসা ৪টি কোম্পানীর একটি), লোগো টুর্নামেন্ট ইত্যাদি। কাজ করার আগে তাদের সাইট একবার ভিজিট করে দেখুন। বাংলা-টিউটর সাইটে বারবার বলা হয়েছে, আরকিছু না হোক অন্তত টাকা পাওয়ার ব্যবস্থা যাচাই করে নিন। আরেকবার উদাহরন দিয়ে বলা হচ্ছে;
লোগো টুর্নামেন্ট শুধুমাত্র পে-পল মাধ্যমে টাকায় দেয়, ৯৯-ডিজাইন টাকা দেয় পেপল এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে। এরবাইরে অন্য কোন পদ্ধতি তাদের কাছে গ্রহনযোগ্য না।
যারা ফ্রিল্যান্সিং প্রচারের কাজ করছেন তাদের লাভ কোথায় সেনিয়ে আপনিও মাথা ঘামাতে পারেন। যদি সেকাজের সময় থাকে।

4 comments:

  1. Besh kichu netibacok kotha sei sathe akhep to achei...Vai ki kora uchit...Apnara jara sophol tara ekta na ekta upay ber kore niyechen...kintu amra jara prostuti nichi...Amader ki kora uchit??

    Apni company khular kotha bollen apni jene dukho paben..sei prokria suru hoye geche!! Ami jani na apni GDS(Graphic design Service) er nam shunechen kina.

    Sorkarer newa ekta project er madhome dokkho(!!!) graphic designer toiri korar jonno sorkar kaj korche. Eder je certificate dewa hobe tate basis soho onnanoder sath royeche...Ebong proti batch er topper der JOB bivinno Graphic design firm e dewa hobe.

    jodio sorkar bolche freelancing somporke nana bishoy sikhano hobe. Fole freelancing korte parbe. Kintu Eto badha dekhe je keu Shilpopotider toiri kora bivinno company er dike jhuke jabe!!

    Ullekho ami GDS er ekjon student. Ekta certificate nie rakhi. A2I ache mane sorkari certificate dibe.vai Asha korechilam World class teacher Or atleast one of the best graphic designer in Bangladesh hobe amader teacher kintu dukho pelam. Uni freelancer bote but i think not one of the best.

    If he is One of the best....Taile freelancing kora eto soja??

    Ami jani na etokhon amar comment (jodio article er moto boro hoye geche) porechen kina. Jodi pore thaken, amar koekta proshono ache.

    Ami vishon confused amar konta age complete kora uchit...Ami kichudin WEB DESIGNING nie thaki..abar ILLUSTRATOR e phire jai(AMAR ILLUSTRATOR e basic complete kora ache. THANKS LYNDA). Edaning photoshop o dekhchi.

    Amar mone hoy ekta ekta kore complete kora uchit. Kintu konta age? Jehetu illustrator er onek kichu sikha ache otai age kora uchit.
    1. Kintu Illustrator er kaj sikhe ami ki korte parbo?
    2.mane ami ki earn korte parbo?
    3.jodi pari tobe ki dhoroner kaj kore?
    4.Illustrator basic knowledge jader ache(jemon ami) tader jonno ki kono kaj ache?
    5. Apnar ki ektu somoy hobe amake directly guide korar?

    Emotional part!!

    Je vabei hok(durniti bade) amake next 5 months er modhe nijer pay darate hobe. Kintu amar ekta proper guide line dorkar. Ami ki sikhchi eta sikhe ami ki kaj korbo. Ei pura khowledge amar thaka dorkar. Ami parbo kina. AMi vul korchi kina. Bolar keu nai! ar coaching e apni jete nishedh korechen. otato bad. Amar guide bolte apni vorosha. Kintu ami aro direct guide cachi. Apni amake target set kore den. Ami complete korbo. Would you please guide me, step by step...I promise i would follow every step very obediently and prove myself to be your best student. Please let me have that chance.

    FB*** or any other messanger** or Email* or phone***

    ReplyDelete
  2. অনেক ধন্যবাদ সময় নিয়ে সবকিছু লেখার জন্য। প্রথমে কাজের কথা জানিয়ে রাখি;
    সাধারনত ধরে নেয়া হয় ইলাষ্ট্রেটর দিয়ে উচুমানের কাজ করা হবে। ফটোশপে যেমন বিভিন্ন লেভেলের কাজ করা যায় তার তুলনায়। বর্তমানে ইলাষ্ট্রেটরের সবচেয়ে বেশি ব্যবহার লোগো ডিজাইন কাজে। সরাসরি একাজের চেষ্টা করতে পারেন। কাজ করলে দক্ষতা বাড়বে। সাথে ফটোশপ ব্যবহার করলে ওয়েব ব্যানার, ই-বুক কাভার ইত্যাদি কাজের চেষটা করতে পারেন। এমনকি তুলনামুলক সহজ ইমেজ এডিটিং এর কাজও।
    ফ্রিল্যান্সিং কাজে মার্টিফিকেট তেমন কাজে আসে না। প্রোফাইলে উল্লেখ করলে কেউ সেটা দেখতে পারে, মুল কাজ করতে হবে দক্ষতার গুনে। যারা এক্সপার্ট তৈরী করবে তারা নিজেরা এক্সপার্ট কিনা এবিষয়ে আমার সন্দেহ আছে। ১৫ বছরের বেশি একাজ করেও আমি নিজেকে এক্সপার্ট মনে করিনা কারন সবসময়ই দেখি অনেক ফ্রিল্যান্সার আমার চেয়ে ভাল কাজ করে। অনেকে বিশ্ববিদ্যালয় ডিগ্রী নিয়েছে গ্রাফিক ডিজাইনে।
    আমি কয়েক মাস ধরে ঢাকার বাইরে অবস্থান করছি। ঢাকার সাথে মুলত কোন যোগাযোগ নেই। ফ্রিল্যান্সিং এর বিভিন্ন বিষয় নিয়ে একটি বই লিখছি। এটা শেষ হলে ফ্রিল্যান্সিং গ্রাফিক ডিজাইন বিষয়ে আরেকটি বই লেখার ইচ্ছে আছে। আমার পক্ষে এটুকুই করা সম্ভব।

    ReplyDelete
  3. ভাই আপনার বই এর অপেক্ষায় রইলাম। কোথা থেকে সংগ্রহ করা যাবে জানতে চাই।

    ReplyDelete
    Replies
    1. একজন প্রকাশক আগ্রহি হয়ে বইটি লিখতে বলেছেন। ডিসেম্বরে তিনি ব্যস্ত অন্য কাজে। আশা করা যায় আগামী মাসে পাবেন। সহজে যেন সকলে পেতে পারেন সেদিকে দৃষ্টি রাখা হবে।

      Delete