Saturday, January 12, 2013

২০১৩ সালে ফ্রিলান্সিং কেমন যাবে


এক বছর শেষ হয়ে যখন নতুন বছর শুরু হয় তখন প্রত্যেকেই তাদের জীবন সম্পর্কে কমবেশি নতুন করে হিসেব-নিকেশ করেন। আগের ভুলগুলি এড়ানোর চেষ্টা করেন, নতুন কিছু করার চেষ্টা করেন। যেকারনে নতুন বছর এতটা উতসাহ নিয়ে বরন করা হয়।
ফ্রিল্যান্সারের কাছে বিষয়টি হয়ত কিছুটা বেশিই গুরুত্বপুর্ন। নতুন বছরে এসে হিসেব করা যায় আগের বছরের সাফল্য বা ব্যর্থতা। পরবর্তী বছর কিভাবে তাকে ভালভাবে কাজে লাগানো যায় তার হিসেব করা যায়।
যারা কাছ থেকে ফ্রিল্যান্সিং পর্যালোচনা করেন তারা প্রবনতা লক্ষ করে নতুন বছরে ফ্রিল্যান্সিং কেমন যাবে সেবিষয়ে নানা কথা বলেন। এধরনের কিছু বিষয় তুলে ধরা হচ্ছে এখানে।


.        ফ্রিল্যান্সিং এর প্রচার বাড়বে
ফ্রিল্যান্সিং ক্রমেই জনপ্রিয় হয়ে প্রধান পেশায় পরিনত হচ্ছে। নতুন বছরে এই প্রবনতা আরো বৃদ্ধি পাবে। খুব বেশিদিন আগের কথা না যখন ফ্রিল্যান্সার শুনলে অনেকে আগ্রহ দেখাত না। এর পরিবর্তণ হচ্ছে এবং আরো হবে। নিজের পরিচয় দেয়ার সময় অন্যান্য পেশার মত ফ্রিল্যান্সিং ব্যবহারের মত পরিবেশ সৃষ্টি হবে।
.        নিয়মিতভাবে নতুন ফ্রিল্যান্সার তৈরী হবে
আরো বহু মানুষ আগ্রহ নিয়ে ফ্রিল্যান্সিং পেশায় যোগ দেবেন। ফ্রিল্যান্সিং এবং প্রথাগত পেশা মিলিতভাবে নতুন কাজের পরিবেশ তৈরী করবে। বর্তমানে আমেরিকায় সাধারন পেশায় যোগ দেয়া মানুষের চেয়ে ফ্রিল্যান্সিং পেশায় যোগ দেয়া মানুষের হার বেশি। সারা বিশ্বেই এই প্রবনতা লক্ষ করা যাবে।
.        নতুন জব সাইট তৈরী হবে
কোন কোন জব সাইট এরই মধ্যে দুর্নাম কুড়িয়েছে। অনেকের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ রয়েছে। যারা কাজ করেন তারা নানা ধরনের সমস্যার কথা তুলে ধরেন। এগুলি একত্রিত করে আরো বেশি সুযোগ দিয়ে নতুন সাইট তৈরী হবে।
.        আরো ফ্রিল্যান্সার সাপোর্ট গ্রুপ তৈরী হবে
যে কোন পেশার জন্যই সাপোর্ট গ্রুপ প্রয়োজন হয়। বর্তমানে ফ্রিল্যান্সারদের জন্য এধরনের যে প্রতিস্ঠঅনগুলি আছে তারসাথে নতুন অনলাইন এবং অফলাইন গ্রুপ তৈরী হবে। এদের মাধ্যমে ফ্রিল্যান্সাররা নিজেদের মধ্যে যোগাযোগ করার সুযোগ পাবেন।
.        ফ্রিল্যান্সার নিজেই প্রতিস্ঠানে পরিনত হবেন
এপল কোম্পানী যাত্রা শুরু করেছিল গ্যারেজে, এরপর একসময় বিশ্বসেরা প্রতিস্ঠানে পরিনত হয়েছে। এধরনের ঘটনা আরো ঘটবে। ছোট আকারে ফ্রিল্যান্সিং শুরু করে একসময় বড় প্রতিস্ঠানে পরিনত হওয়ার সুযোগ তৈরী হবে।
.        কাজের মান এবং মুল্য বৃদ্ধি পাবে
আরো বেশি ফ্রিল্যান্সার কাজে যোগ দেয়ায় কাজের মান এবং মুল্য দুইই বৃদ্ধি পাবে। যারা নতুন কাজ শুরু তরেন তারা সামান্য আয়েই সন্তুষ্ট থাকেন, এই ভুল থেকে ক্রমশ দুরে সরে যাবেন ফ্রিল্যান্সাররা। তারা দরদাম করে নিজের প্রাপ্য বুঝে নেবেন।
.        সাইট ব্যবহার সহজ হবে
ফ্রিল্যান্সিং সাইটে কাজ পাওয়াই একমাত্র বিষয় না, সেটা কত সহজে ব্যবহার করা যায়, কত সহজে টাকা উঠানো যায় ইত্যাদি বিষয়ও গুরুত্বপুর্ন। এদিকে লক্ষ রেখে জব সাইটগুলিতে পরিবর্তন আনা হবে।
.        আরো সোস্যাল মিডিয়া টুল পাওয়া যাবে
গতবছর গুগল তাদের সোস্যাল নেটওয়ার্ক ব্যবস্থা চালু করেছে, এরই মধ্যে পিন্টারেস্ট নামে একটি সোস্যাল মিডিয়া টুল জনপ্রিয় হচ্ছে। এধরনের আরো ব্যবস্থার দেখা পাওয়া যাবে।
.        ফ্রিল্যান্সিং সহায়ক পন্য এবং সেবা পাওয়া যাবে
ফ্রিল্যান্সারদের সুবিধে দিয়ে আয় করা যায় একথা মাথায় রেখে নতুন নতুন পন্য এবং সেবা বাজারে আসবে। এগুলি ব্যবহার করে ফ্রিল্যান্সার আরো দক্ষতর সাথে কাজ করার সুযোগ পাবেন।

ওপরের বিষয়গুলি দেখলে মনে হতেই পারে সবকিছু ফ্রিল্যান্সারদের ভালোর জন্যই। ক্ষতির কারন হতে পারে এমন কিছু নেই।
হয়ত আছে। ব্যবসা শুরুর সময় কেউ লোকসানের কথা ভেবে ব্যবসা শুরু করে না। লাভের হিসেবই করে। সেইসাথে লোকসান যেন না হয় সেবিষয়ে সাবধান থাকতে হয়।
ফ্রিল্যান্সিং বিষয়ে একই নিয়ম ব্যবহার করতে পারেন। যাকিছু ভাল তাকে যতটা ভালভাবে কাজে রাগানো যায় সেটাই নতুন বছরের লক্ষ হোক।

No comments:

Post a Comment