সিডি-ডিভিডি রাইট করার জন্য বর্তমানে Nero Burning ROM সবচেয়ে বেশি প্রচলিত এবং জনপ্রিয় সফটঅয়্যার। মুলত হার্ডডিস্ক থেকে সিডি কিংবা ডিভিডিতে কপি করার জন্য তৈরী হলেও এতে আরো অনেকগুলি কাজের সুবিধে রয়েছে। ডিস্ক থেকে ডিস্ক কপি করা, এমপিথ্রি কিংবা ওয়েভ ফাইল থেকে অডিও সিডি তৈরী, অডিও সিডি থেকে এমপিথ্রি ফাইল তৈরী, ভিডিও ফাইল থেকে ভিডিও সিডি কিংবা ভিডিও ডিভিডি তৈরী, নতুন ভার্শনগুলিতে একাধিক ডিভিডি থেকে ভিডিও বাছাই করে নতুন ডিভিডি তৈরী, ডুয়াল লেয়ার ডিভিডি (৮.৫ গিগাবাইট) কে কম্প্রেস করে ৪.৭ গিগাবাইট ডিভিডিতে পরিনত করা ইত্যাদি ব্যবস্থাও রয়েছে।
. সিডি অথবা ডিভিডি কোথায় রাইট করবেন সিলেক্ট করার জন্য ওপরে বামদিকের ড্রপডাউন লিষ্ট থেকে সিডি অথবা ডিভিডি সিলেক্ট করুন। উল্লেখ্য ডিভিডি রাইটারে সিডি এবং ডিভিডি উভয়ই রাইট করা যায়, সিডি রাইটারে শুধুমাত্র সিডি রাইট করা যায়।
. হার্ডডিস্ক থেকে ডাটা ফাইল রাইট করার জন্য মাল্টিসেশন ব্যবহার করতে পারেন। মাল্টিসেশন ডিক্সে যায়গা খালি থাকলে পুনরায় রাইট করা যায়। নতুন মাল্টিসেশন ডিস্ক শুরু করার জন্য Start Multisession disc, আগে রাইট করা মাল্টিসেশন ডিস্কে পুনরায় রাইট করার জন্য Continue Multisession disc সিলেক্ট করুন।
. ডাটা ডিস্ক তৈরীর জন্য ডিভিডির ক্ষেত্রে DVD-ROM (ISO) এবং সিডির ক্ষেত্রে CD-ROM (ISO) সিলেক্ট করুন। ব্রাউজার উইন্ডো পাওয়া যাবে।
. যে ফাইলগুলি রাইট করবেন সেগুলির জন্য ড্রাইভ-ফোল্ডার সিলেক্ট করুন এবং ডানদিকের ব্রাউজার থেকে ড্রাগ করে বামদিকের উইন্ডোতে আনুন। সেগুলি রাইটিং এর জন্য লিষ্টে জমা হবে। উইন্ডোজ এক্সপ্লোরারে কপি কমান্ড দিয়ে এখানে পেষ্ট কমান্ড ব্যবহার করেও কাজ করা যাবে।
. রাইটিং এর জন্য ফাইলের যায়গার পরিমান নিচের ষ্ট্যাসার বারে দেখা যাবে। সবুজ রঙের অর্থ সেটুকু রাইট করার মত যায়গা ডিস্কে রয়েছে, লাল হওয়ার অর্থ ডিস্কে সেই পরিমান যায়গা নেই।
. রাইটিং লিষ্ট থেকে কোন ফাইল/ফোল্ডার বাদ দেয়ার জন্য রাইটক্লিক করে ডিলিট সিলেক্ট করুন।
. পছন্দমত ফাইল সিলেক্ট করা হলে টুলবারে Burn বাটনে ক্লিক করুন।
. Burn Compilation উইন্ডোতে রাইটিং স্পিড সিলেক্ট করে দিন।
সিডির জন্য ১৬এক্স এবং ডিভিডির জন ৮এক্স এর বেশি স্পিড ব্যবহার না করাই ভাল।
সিডির জন্য ১৬এক্স এবং ডিভিডির জন ৮এক্স এর বেশি স্পিড ব্যবহার না করাই ভাল।
. বাটনে ক্লিক করলেই রাইটিং শুরু হবে।
ডিস্ক থেকে ডিস্ক কপি করা
ডিস্ক থেকে ডিস্ক কপি করার সময় ডিস্কের ট্রাক অনুযায়ী কপি হয়। ফলে একডিস্কে যা আছে ঠিক তারই অনুরুপ আরেকটি ডিস্ক পাওয়া যায়। যেমন বুটেবল ডিস্ক কপি করলে কপিকরা ডিস্কটিও বুটেবল ডিস্ক হিসেবে কাজ করবে।
. ডিস্ক থেকে ডিস্ক কপি করার জন্য সিডির ক্ষেত্রে CD-Copy ডিভিডির ক্ষেত্রে DVD-Copy সিলেক্ট করুন।
. রাইটং স্পিড সিলেক্ট করুন, কত কপি করবেন সেটা বলে দিন।
. বাটনে ক্লিক করুন।
. ড্রাইভে যে ডিস্ক কপি করবেন সেটা ঢুকান। ডিস্কের সবকিছু হার্ডডিস্কে ডিস্কইমেজ ফাইল হিসেবে কপি হবে।
. কপি শেষ হলে যে ডিস্কে কপি করবেন সেটি দিন।
এমপিথ্রি-ওয়েভ ফাইল থেকে অডিও সিডি তৈরী
. নিউ কম্পাইলেশন উইন্ডোজে সিডি সিলেক্ট করুন।
. Audio-CD সিলেক্ট করুন।
. ব্রাউজার উইন্ডোতে অডিও ফাইলগুলি যোগ করুন।
. Burn কমান্ড দিন।
অডিও সিডি শুধুমাত্র সিডির ক্ষেত্রে প্রযোজ্য
ভিডিও সিডি তৈরী
ভিডিও সিডি তৈরীর জন্য ভিডিও ফাইলকে ভিডিও সিডির নির্দিস্ট ফরম্যাটে কনভার্ট করে নিতে হয়। এজন্য বহু সফটঅয়্যার পাওয়া যায়। ভিডিও এডিটিং সফটঅয়্যার থেকেও সরাসরি এই ফরম্যাটে রেন্ডার করা যায়। কনভার্ট করা না থাকলে নিরো নিজেই ফাইলগুলি এনকোড করে নেবে এবং সেজন্য প্রচুর সময় প্রয়োজন হবে।
. নিউ কম্পাইলেশন উইন্ডোজে সিডি সিলেক্ট করুন।
. Video-CD সিলেক্ট করুন।
. ব্রাউজার উইন্ডোতে ভিডিও ফাইলগুলি যোগ করুন।
. Burn কমান্ড দিন।
ভিডিও ডিভিডি তৈরী
ভিডিও সিডির মত নিরো ভিডিও ফাইলকে ডিভিডি ফরম্যাটে কনভার্ট করে না। একাজ অন্য সফটঅয়্যার দিয়ে করে নিতে হবে। অবশ্য ৭ থেকে পরবর্তী ভার্শনে নিরো রিকোড নামের ফিচার ব্যবহার করে ভিডিও ডিভিডি তৈরী করা যায়।
অডিও সিডি থেকে এমপিথ্রি ফাইল বানানো
. অডিও সিডি থেকে এমপিথ্রি ফাইল তৈরী জন্য অডিও সিডিটি ড্রাইভে ঢুকান।
. মেনু থেকে কমান্ড দিন, Extras – Save Audio track
. অডিও ট্রাকগুলির লিষ্ট দেখা যাবে।
. ফাইলের ফরম্যাট, লোকেশন ইত্যাদি ঠিক করুন।
ভাই জান আপনার লেখা পড়ে বুজতে পারলাম নিরু ব্যবহারে আপনি অভিজ্ঞ, তাই আপনার কাছে অনুরুদ করবো নিরু ডিভিডি বার্ন সম্পূর্ণ টিউটোরিয়াল লেখবেন ...... অপেক্ষায় থাকলাম ............
ReplyDelete