Monday, April 25, 2011

ফ্রিল্যান্সার ভিডিও মেকার : আয় করুন ভিডিও তৈরী করে

ছবি উঠানো কিংবা ভিডিও তৈরী অনেকেরই শখ। বহু টাকা খরচ করে ক্যামেরা কিনে, বহু সময় ব্যয় করে শখ পুরন করেন। ইচ্ছে করলেই শখ পুরনের সাথেসাথে একে পেশা হিসেবে ব্যবহার করে আয় করতে পারেন।
আপনার যে বিষয়ে আগ্রহ সে বিষয় নিয়েই ভিডিও তৈরী করতে পারেন। রান্না শেখানো থেকে চুল বাধা যাই হোক না কেন। এমনকিছু যা থেকে অন্যেরা কিছু শেখার সুযোগ পাবে। তারপর সেই ভিডিও পাঠিয়ে দেবেন যারা সেগুলি তাদের ওয়েবসাইটের মাধ্যমে বিশ্বের সামনে তুলে ধরবেন। সেইসাথে আপনি পাবেন অর্থ।
www.about.com এধরনের একটি সাইট। এজন্য তাদের সাইটে গিয়ে ফরম পুরন করবেন। তাদের অনুমোদন পাওয়ার জন্য আপনাকে একটি টেষ্ট ভিডিও তৈরী করতে হবে। টেষ্ট ভিডিও কিভাবে তৈরী করবেন সেটা জানাবেন তাদের একজন এডিটর। ভিডিও তৈরীর পর যদি এডিটর মনে করেন সেটা তাদের মানের উপযোগি তাহলে আপনি তাদের কর্মী।
ভিডিও ছাড়াও যে কোন বিষয়ে আর্টিকেল লিখে (গাইড) অর্থ উপার্জন করতে পারেন তাদের মাধ্যমে। এমন কোন বিষয় নেই যা নিয়ে তাদের সাইটে লেখা হয় না। তাদের রয়েছে সাড়ে ৭ কোটি ভিজিটর।


ফ্রিল্যান্সিং বিষয়ক অন্যান্য পোষ্ট

ফ্রিল্যান্সিং কাজে সাব-কন্ট্রাক্টর ব্যবহার করে বেশি আয়

ফ্রিল্যান্সিং কাজে সবচেয়ে বড় ভুল
এডসেন্স এর বিকল্প বিজ্ঞাপন ব্যবস্থা চিতিকা
ইন্টারনেটে আয় সম্পর্কে ১০টি ভুল ধারনা
বিনামুল্যের ওয়েব হোষ্টিং
বই বিক্রি করুন গুগলের সাহায্যে
ইমেইল মার্কেটিং
এডসেন্স ব্যবহারের নিয়ম, যে ভুলগুলি করবেন না
এডসেন্স ফর সার্চ থেকে আয় করুন
ফ্রিল্যান্সার থেকে কিভাবে কাজ পাবেন
রিভিউ লিখে আয় করুন

No comments:

Post a Comment