Sunday, April 10, 2011

বাংলায় ব্লগ : ওয়ার্ডপ্রেসে বাংলা ব্যবহার

আপনি হয়ত সাইটে বিনামুল্যের ব্লগ ব্যবহার করছেন কিংবা করতে আগ্রহী। বিনামুল্যের সাইট হওয়ার কারনে এর কিছু সীমাবদ্ধতা রয়েছে, যেমন আপনি ফন্ট পরিবর্তন করতে পারেন না। যে থিম ব্যবহার করবেন সেই থিমের ফন্ট কাজ করবে। কাজেই আপনি বাংলা ব্যবহারের সুযোগ পাচ্ছেন না।
ইচ্ছে করলে খুব সহজেই দুলাইন কোড লিখে আপনি বাংলা ফন্ট ব্যবহার করতে পারেন।


·        ড্যাসবোর্ডে নতুন পোষ্ট লেখার জন্য Add New Post পেজে যান।
·        HTML ট্যাব সিলেক্ট করুন।
·        নিচের দুলাইন কোড টাইপ করে দিন। এখানে সোলাইমানলিপি ফন্টের নাম এবং নির্দিস্ট ফন্টসাইজ ব্যবহার করা হয়েছে। আপনি আপনার ফন্টের নাম এবং সাইজ উল্লেখ করে দিন।

<p>
<font size="5" face="SolaimanLipi">


</font>
</p>

·        দুটি লাইনের মাঝখানে বাংলায় লিখুন। অথবা ওয়ার্ডে টাইপ করার পর copy করে এখানে Paste করুন।
·        Visual ট্যাবে যান।

আপনি যে ফন্টেই টাইপ করুন না কেন, এখানে নাম থাকবে সেই ফন্ট ব্যবহৃত হবে। উল্লেখ করা যেতে পারে ইন্টারনেটের জন্য SolaimanLipi অত্যন্ত জনপ্রিয় ফন্ট। বিনামুল্যে এই ফন্ট ডাউনলোড করে নিতে পারেন তাদের ওয়েবসাইট থেকে।

No comments:

Post a Comment